ডিসিশন চেঞ্জ করে রয়ে গেলাম আপনাদেরই মাঝে

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3982.jpeg

প্রথমেই একটি কথা বলতে চাই কিছু উগ্র মনোভাব মানুষের কারণে কখনও একটি দেশ বা জাতিকে আমার গালাগালি করতে পারিনা।আর এই উগ্র মনোভাবের মানুষজন পৃথিবীর সব জায়গাতেই রয়েছে যাদের কাজই হচ্ছে বিশৃঙ্খলা সৃষ্টি করা।আর সমাজের কিছু উত্তেজিত জনতা রয়েছে যারা না বুঝেই গালাগালি শুরু করে দেয় পুরো দেশ বা জাতিকে, মুখে যা আসে তাই বলে দেয়।এটা কি কোন সভ্য মানুষের কাম্য? গালাগালির মাধ্যমে কি প্রতিবাদ করা যায়? যারা এ ধরনের কাজ করে তারা মনে করে খুব ভালো কাজ করেছে, মনে অনেক শান্তি পাচ্ছে।কিন্তু গালাগালির মাধ্যমে যে তারা নিজেকে ছোট করে ফেলছে তারা ভেবে দেখেনা।যাইহোক তাদের মনের শুভ বুদ্ধির উদয় হোক।

গতকাল আসলেই মনটা খুবই খারাপ হয়ে গিয়েছিল।একজনের অন্যায়ের কারণে কোনদিনও আর একজন দোষী সাব্যস্ত হয় না।পিতা কখনো পুত্রের দায়ভার গ্রহণ করে না, তেমনি পুত্র পিতার দায়ভার গ্রহণ করে।যে অন্যায় করবে শাস্তি শুধু সেই পাবে, অন্য কেউ তাতে ভাগীদার হবে না।একজনের অন্যায়ের কারণে অন্যজন তার অপরাধের শাস্তি পাবে না।দোষী তখনই হবে যে ওই অপরাধী কে প্রশ্রয় দেয়, সাপোর্ট দেয়।যাইহোক গতকাল যার কারণে মনটি বেশি খারাপ ছিল সে তার ভুল বুঝতে পেরেছে, সে তার ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছে।তাই আমিও আমার জায়গায় আবার ফিরে এসেছি।

আসলে দীর্ঘদিন আমার বাংলা ব্লগের সাথে রয়েছি, অনেক স্মৃতি রয়েছে এখানে।এখানে কাজ করতে অন্যরকম একটি ভালোলাগা কাজ করে।যদিও আমার ফ্যামিলিতে অনেক কাজের চাপ তারপরও চেষ্টা করি এখানে সময় দিতে।যথেষ্ট সময় আমাকে এখানে দিতে হয়।অনেক কষ্ট করে দুই জায়গার কাজকে ম্যানেজ করি। তারপরও কমিউনিটি ছেড়ে দিতে মন চায় না।আসলে শখ করে প্রথমে এই কমিউনিটিতে ঢুকেছিলাম।পরে একটি বড় দায়িত্বে নিজেকে নিয়োজিত করেছি।ইনকাম করতে পারছি, কিন্তু আমার এই ইনকামে আমার ফ্যামিলি চলে না।আমার হাজব্যান্ড রেস্টুরেন্ট ব্যবসায়ী।যখন যা লাগে তা চাওয়ার আগেই হাজির করে দেয়।কখনো ফ্যামিলির কমতি রাখেনি।তারপরও আমি আমার ইনকামকে অনেক এনজয় করছি।নিজের ইচ্ছামত খরচ করতে পারছি, যখন কারও দরকার তাকে দিতে পারছি। অন্যরকম এক আনন্দ কাজ করে।

এদেশে আসার পর কোনদিনও আমি কোন জব করিনি।কারণ আমার কখনো দরকার হয়নি।এদেশে কিন্তু কেউ ঘরে বসে থাকে না, প্রতিটি ছেলে মেয়ে বাইরে কাজ করে।কারণ এদেশের সবকিছুই ব্যয়বহুল, একজনের ইনকামে পরিবার চালানো খুবই টাফ।এখানে আমি কয় টাকা ইনকাম করি? বাইরে কাজ করলে আমি এর চার পাঁচ গুণ বেশি অর্জন করতে পারব। কিন্তু, আমি তা করি না।কারণ আমার দরকার হয় না। কমিউনিটিকে ভালোবেসেই আমি এখানে কাজ করছি।এই কমিউনিটি হল আমার একটি পরিবার, আমার ছোট্ট একটি বাংলাদেশ। এখানে আমি আমার বাংলাদেশকে খুঁজে পাই।যাইহোক, বন্ধুরা যা কিছু আমার সাথে ঘটেছিল সবকিছুই আমি ভুলে গিয়েছি।নিয়মিত আমি আমার কাজ চালিয়ে যাব। আরেকটি কথা অনেকেই আমাকে ডি এম করেছেন, বুঝিয়েছেন, রিকোয়েস্ট করেছেন আমাকে কমিউনিটি ছেড়ে না যাওয়ার জন্য।অনেক অনেক ধন্যবাদ সকলকে।স্পেশাল থ্যাংকস দিব @monira999 এবং @narocky71 ভাইকে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 3 days ago 

আপনার এই ডিসিশনটি শুনে আমি খুবই আনন্দিত হয়েছি । ফ্যামিলি ছেড়ে যেতে দেবো না কখনো । যতবারই কমিউনিটি ছেড়ে চলে যেতে চাইবেন ততবারই আমি বাধা দেবো । এর আগে অনেকবারই যেতে চেয়েছেন, পেরেছেন কি ? পারবেন না কখনো ।

কারণ আমরা আপনাকে যেতে দেবো না ।

 3 days ago (edited)

একদম ঠিক বলেছেন, মৃত্যু না হওয়া পর্যন্ত মনে হয় যেতে পারবো না। অনেক ধন্যবাদ দাদা আপনাকে, অনেক ভালো লেগেছে আপনার কমেন্টসটি পরে। আমার তরফ থেকে আপনার জন্য ছোট্ট উপহার।

IMG_5193.jpeg

 4 days ago 

এমন একটা পোস্ট পড়ার অপেক্ষায় ছিলাম আপনার এই সিদ্ধান্তকে সাধুবাদ জানাই আপু। সত্যি বলতে অনেক অনেক খুশি হয়েছি। আপনি যেমন কমিউনিটির মাধ্যমে এক টুকরো বাংলাদেশ খুঁজে পান ঠিক একইভাবে আমরাও এই কমিউনিটির মাধ্যমে ছোট্ট একটি পরিবারকে খুঁজে পাই। আপনাকে আবার আমরা পাশে পাবো এমনটা ভাবতেই খুশি লাগছে।

 4 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5187.jpeg

 3 days ago 

ভালোবাসা অবিরাম আপু।

 4 days ago 

সকাল সকাল আনন্দের একটা সংবাদ পেয়ে অনেক বেশি ভালো লাগলো। আসলে চলে গেলে কোনো সমস্যার সমাধান হয় না। সিদ্ধান্ত পরিবর্তন করেছেন দেখে অনেক ভালো লেগেছে আপু। আপনি আমাদের মাঝে থেকে যাবেন এটা ভাবতেই ভালো লাগছে অনেক বেশি। অনেক ধন্যবাদ আপু এই ডিসিশনটা চেঞ্জ করার জন্য। কতটা আনন্দ লাগছে বলে বোঝাতে পারবো না।

 4 days ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5178.jpeg

 3 days ago 

অনেক ভালোবাসা রইলো আপু।

 4 days ago 

আপনার সিদ্ধান্ত পরিবর্তন করার জন্য অনেক অনেক ধন্যবাদ। আসলে আপনার সঙ্গে আমাদেরও অনেকটা বিষয় জড়িত ছিলো। আপনি চলে গেলে হয়তো আমাদেরও কাজ করা হতো না। আপনি ঠিকই বলেছেন এই জায়গাটিতে আমরা যে ইনকাম করি এই বিষয়টি আসলে মুখ্য বিষয় নয়। এখানে আনন্দ করার জন্যই আমরা রয়েছি। এই ইনকামে আমাদের কারোরই সংসার চলে না। তারপরও এখানে সময় কাটাতে বেশ ভালো লাগে। এজন্যই কাজ করা।

 4 days ago 

অনেক ধন্যবাদ।

IMG_5179.jpeg

 3 days ago 

এটাতো আনএক্সপেক্টেড ছিল। ধন্যবাদ আপু।

 4 days ago 

আমার মনে হয়না এখানে সবাই ইনকাম করে পরিবার চালায়।কারণ এখানে সবাই ভালোবেসে কাজ করে যায়।আপনার আগের সিদ্ধান্ত শুনে খুব খারাপ লেগেছিল আপু।অন্যের জন্য আপনি কেন দায়ভার গ্রহণ করবেন।আপনি তো কোনো দোষ করেন নি।তবে ডিসিশন চেঞ্জ করে আমাদের মাঝে আবার ফিরেছেন দেখে খুব ভালো লাগছে আপু।

 4 days ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5180.jpeg

 3 days ago 

আপনি আমাদের মাঝে থাকছেন এটাই তো সবচেয়ে বড় উপহার আপু।

 4 days ago 

আপু জানিনা কি হয়েছে। ব্যস্ত জীবন কেন যেন আমায় অন্ধকারে ঢেকে দিচেছ দিনের পর দিন। কিন্তু তবুও যখনই শুনেছি যে আপনি থাকবেন না ঠিক তখন বেশ মন খারাপ হয়ে গিয়েছিল। তবে আজ যখন আপনার পোস্টের হেডিং পড়লাম তখন কেন জানি একটা ভালো লাগা কাজ করলো। আমাদের মাঝে ফিরে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 4 days ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5181.jpeg

 4 days ago 

কিছু কিছু অনুভূতি আসলে বলে বোঝানোর মত নয়। আপু আমি যে কি পরিমাণ খুশি হয়েছি আপনার এই ফিরে আসার ডিসিশনে সেটা আসলে কখনো বলে বোঝাতে পারবো না। সত্যি আপু আপনি আমাদের কথা ভেবে আবারো আমাদের মাঝে ফিরে এসেছেন এটা সবচেয়ে বেশি আনন্দের। আমাদেরকে ছেড়ে এভাবে চলে যাওয়ার বিষয়টা কিছুতেই মেনে নিতে পারছিলাম না আপু। খুবই কষ্ট হচ্ছিল। আমরা একই পরিবারের মানুষ হয়ে গেছি এখন। রক্তের সম্পর্কের চেয়েও অনেক বেশি আপন। অনেক অনেক ধন্যবাদ আপু। 💕

 4 days ago 

তোমাকেও অসংখ্য ধন্যবাদ আপু।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5182.jpeg

 4 days ago 

অনেক ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপু। এতে অনেক বেশি আনন্দ হচ্ছে। আসলে আমরা আপনাকে হারাতে চাই না। চাই শুধু একসাথে থাকতে। অনুভূতিটা সত্যি অনেক বেশি সুন্দর, যা বলে বোঝাতে পারবো না। আসলে আমরা ভালোবাসা থেকে এখানে কাজ করি। আর এটার সাথে এমন একটা বন্ধন সৃষ্টি হয়েছে যে আমরা কেউই চাই না ছেড়ে চলে যেতে। চলে গেলেই সমস্যার সমাধান হয় না। সবার সাথে সম্পর্কগুলো রক্তের থেকেও বেশি হয়ে গিয়েছে এখন।

 4 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5183.jpeg

 4 days ago 

এটা জেনে খুবই ভালো লাগলো যে আপনি আপনার সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। গত হ্যাংআউট এ আপনার এরকম সিদ্ধান্তের কথা শুনে সত্যিই অনেক বেশি খারাপ লেগেছিল। আর এটা একদম সত্য কথা বলেছেন পিতা কখনোই পুত্রের দায়ভার গ্রহণ করেনা ঠিক তেমনিভাবে পুত্র কখনো পিতার দায়ভার গ্রহণ করেনা। একজন অন্যায় করবে আর সেই অন্যায় কারণে অন্যান্য মানুষগুলো কষ্ট পাবে সেটা কখনোই হতে পারে না। ভালো লাগলো যে আপনি আবার আমাদের মাঝে ফিরে এসেছেন। আশা করি ভবিষ্যৎ দিন গুলো আরো বেশি সুন্দর হবে।

 4 days ago 

ধন্যবাদ ভাই আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5184.jpeg

 4 days ago 

প্রথমেই আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু আমাদের মাঝে থেকে যাওয়ার জন্য। এটা আমাদের জন্য খুবই আনন্দের একটি সংবাদ। আপনি আমার বাংলা কমিউনিটি থেকে চলে গেলেই হয়তো ও সবকিছু সমাধান হতো না। তবে আপনি খুব সুন্দর একটি সিদ্ধান্ত নিয়েছেন, আপনার সিদ্ধান্তে সত্যি অনেক খুশি হয়েছি আপু। আপনি আমাদের কথা ভেবে আমাদের মাঝে ফিরে এসেছেন এটা আমাদের জন্য যে কত বড় উপহার তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আমাদের মাঝে ফিরে আসার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু ভালো থাকবেন।

 4 days ago 

ধন্যবাদ আপু আপনাকে।
আমার তরফ থেকে ছোট্ট উপহার।

IMG_5185.jpeg

 3 days ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু। আপনার জন্য অনেক অনেক ভালোবাসা রইলো।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.27
JST 0.042
BTC 104536.45
ETH 3874.03
SBD 3.32