লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থান (Madame Tussauds)পরিদর্শন, সাথে কিছু ফটোগ্রাফি, পর্বঃ ১২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। লন্ডনের ঐতিহ্যবাহী কিছু স্থানের ১২ তম পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।কিছুদিন আগে আপনাদের সাথে শেয়ার করেছিলাম London Madame Tussauds এর ২য় পর্ব যেখানে দেশ-বিদেশের বিভিন্ন সেলিব্রেটিদের মোমের মূর্তি রাখা আছে।আজকে Madame Tussauds এর ৩য় পর্ব নিয়ে হাজির হয়ে গেলাম।আজকের পর্বে দেখতে পারবেন ভারতের জনপ্রিয় নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া কে, যদিও আমার কাছে বেশি সুন্দর লাগেনি। প্রথমে ভালোভাবে বুঝতে পারিনি কে কে কে? পরে মনে পড়ল প্রিয়াঙ্কা চোপড়া হবে। চেনা মুখ গুলো দেখলে আসলে অনেক ভালো লাগে, কিন্তু অচেনা যারা তাদেরকে দেখে অতটা ভালো লাগে না কারণ তাদের সম্পর্কে তেমন জানা নেই। তবে আজকের পর্বে সবই অচেনা, চেনা কেউ নেই।তবে আপনারা যদি কাউকে চিনে থাকেন অবশ্যই বলবেন। পরিদর্শনকারীর খুবই উপভোগ করছিল, তারা তাদের পছন্দের সেলিব্রেটিদের কাছে পেয়ে তাদের সাথে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলতে ব্যস্ত ছিল । আজকের পর্বে বেশিরভাগ সেলিব্রেটিদের দেখে মনে হচ্ছে একেবারে ন্যাচেরাল।

B6339104-19A9-445F-81FF-3E088B039E1F.jpeg

এখানে দেখুন ছাতা হাতে একজন লোক দাঁড়িয়ে আছে এবং তার পাশে অন্য একজন লোক দাঁড়িয়ে আছে, মনে হচ্ছ বাস্তব মানুষ। কিন্তু না, দুজনেই মূর্তি।

8F56398E-F70C-4164-8381-8504E946A430.jpeg

এখানে কি বোঝা যাচ্ছে মেয়েটি মূর্তি?

A7412E8E-3495-48E4-AD39-8D71B959AAFE.jpeg

এই জুটি কোন নাটকের actor-actress হবে ।

CD9F06C8-986F-4DA2-93B7-630FFCE9A437.jpeg

3357F0AB-BC83-43CD-84A6-9EA0E44ED53E.jpeg

এই সেই প্রিয়াঙ্কা চোপড়া, আমার কাছে এতটা ন্যাচারাল মনে হয়নি।

FE7377DE-42AD-4320-9F3D-0037DA73EF40.jpeg

19F3FABE-D79F-489D-BFE6-B27F7C48F4B6.jpeg

2DE61EDE-5042-43D7-9BF9-09B976AAB383.jpeg

নিচে বসা মহিলাটি কিন্তু মূর্তি না।

9CE83971-B158-448B-AB5B-5B7534C7635C.jpeg

E8147B97-0CAE-47CC-9248-D72A56FDC775.jpeg

6623F658-ECB1-404D-A582-3F07F9694231.jpeg

দেখুন কোন ভঙ্গিতে দাঁড়িয়ে আছে?

49614D36-8D16-4DBF-A16A-1C9A895D57DD.jpeg

এই মূর্তি টা একটু ব্যতিক্রমভাবে রাখা আছে, সেলিব্রেটিরা তার পাশে গিয়ে বসতে পারে।

4AD48F91-F2F4-49EE-90EC-1C31070000B7.jpeg

মেয়েটির দুই পাশে দাঁড়ানো দুটি ছেলে কিন্তু মূর্তি নয়।

BE5F33DC-531D-47AD-AB01-B83D7C71A8D3.jpeg

255BF1AD-F7CF-451D-9004-1ACAA7E74D5F.jpeg

দেখুন হিসাব রত অবস্থায় দাঁড়িয়ে আছে একজন, মনে হচ্ছে অবিকল মানুষ।

407BE32E-D26B-4B4D-92FD-8A19A1E0E53E.jpeg

বাচ্চাদের জন্য বিনোদনের ব্যবস্থাও আছে এখানে।

location

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে। আগামী পর্বে বিশ্বের নামকরা খোলায়াড় দেরকে নিয়ে হাজির হব যেখানে লিটল মাষ্টার শচিন টেন্ডুলকার থাকবে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 2 years ago 

এরকম জায়গায় গিয়ে চেনা মুখের মূর্তি দেখলে ভালো লাগে। প্রিয়াঙ্কা চোপড়ার মূর্তিটি আমার কাছেও ভালো লাগেনি। একদম আর্টিফিশিয়াল লাগছে। আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে ছাতা হাতের লোকটিকে। আমি তো প্রথমে ভেবেছিলাম যে পাশের লোকটি মূর্তি আর ছাতা হাতের লোকটি তার সঙ্গে ছবি তুলছে। ভাইয়ার পারফরমেন্স তো খুব ভালো অ্যাওয়ার্ডও পেয়ে গিয়েছেন😜। আজকের সবগুলো মূর্তি একেবারে জীবন্ত মনে হচ্ছে।

 2 years ago 

আমিও প্রথমে তাই ভেবেছিলাম ছাতা হাতের লোকটি মনে হয় রিয়েল।

 2 years ago 

আপু চমৎকার কিছু ফটোগ্রাফি উপহার দিলেন ৷প্রতিটি শিল্পী মানুষের ও জনপ্রিয় মানুষদের ফটোগ্রাফি ৷
ভারতের বিখ্যাত এই সেই প্রিয়াঙ্কা চোপড়া,৷তার. ছবি গুলো ভালোই লাগে ৷
এবং শেষে বাচ্চাদের বিনোদন রাক্ষসের ছবি ৷
সব মিলে দারুন হয়েছে ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

চমৎকার কিছু ফটোগ্রাফ দেখে ভালই লাগলো আপু , প্রিয় কিছু মানুষের সাথে হয়ত দেখা করা সম্ভব হয়নি কিন্তু ফটোগ্রাফ দেখে খুবই আনন্দিত হলাম আপু , বিশেষ করে মিশরের খ্যাত প্লেয়ার মোহাম্মদ সালাহ এর ফটোগাফ টা দেখে খুবই ভাল লাগলো আপু , মেয়েটির পাশের দুটি ছেলেকে আমি প্রথমে মুর্তি ভেবে ছিলাম আপু কিন্তু তারা আসিলে রিয়েল মানুষ , যাই হোক এই দৃশ্যটাও অনেক ভাল লেগেছে । ধন্যবাদ আপু

 2 years ago 

ওমা মিশরের খ্যাত প্লেয়ার মোঃ সালাহের ফটোগ্রাফি কোনটা? আমি তো তাকে চিনি না, অনেক ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফির মাধ্যমে লন্ডনের খুবই সুন্দর সুন্দর জায়গার ফটোগ্রাফি দেখতে পেলাম। আজকের ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই আমি অবাক হয়ে গেছি। কোনটা মানুষ আর কোনটা মূর্তি বোঝা যাচ্ছিল না। অসাধারণ ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো।

 2 years ago 

আসলেই বোঝার উপায় নেই কোনটি মানুষ, আর কোনটি মূর্তি? কারণ খুবই নিখুঁতভাবে তারা এগুলো তৈরি করেছেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কেমন আছেন দিদি আপনি? ঈশ্বর আপনাকে সুস্থ রাখুক।বেশ ভালো লাগছে প্রতিটা ছবি।প্রিয়াঙ্কা চোপড়াকে সত্যিই অতটা আসল মনে হচ্ছে না। আর প্রিয়াঙ্কা এত ফর্সা না। ওর ডাস্কি স্কিন। তবে আপনার সৌজন্যে মাদাম তুসো দেখা হয়ে গেলো। ধন্যবাদ। 😊😍

 2 years ago (edited)

আমি ভালো আছি আপু। অনেক ধন্যবাদ আপনাকে আমার খোঁজ নেয়ার জন্য এবং মন্তব্যের জন্য।

 2 years ago 

আপনার মাধ্যমে লন্ডনের Tussauds ১২তম পরিদর্শন পর্বে বেশ কিছু সেলিব্রেটিদের মোমের মূর্তি দেখতে পেলাম। অসাধারণ লাগলো আপনার ফটোগ্রাফি গুলো। আমাদের বাংলাদেশ এরকম কোন স্থান এখনো তৈরি হয়নি। আপনার মাধ্যমে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার ফটোগ্রাফি গুলো উপভোগ করার জন্য।

 2 years ago 

লন্ডনের ঐতিহ্যবাহী অনেক সুন্দর সুন্দর স্থানের ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি। প্রিয়াঙ্কা চোপড়া সহ প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। বাড়িতে বসে লন্ডনের ঐতিহ্যবাহী স্থানের এত সুন্দর ফটোগ্রাফি দেখতে পারব কখনো ভাবিনি। অসাধারণ একটি পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 92452.51
ETH 3105.57
USDT 1.00
SBD 3.16