আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ২৬-০১-২০২৫
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে অনেক ইউজার পাওয়া গিয়েছে।আসলে যারা সুপার অ্যাক্টিভ লিস্টের নমিনেশন দেন তাঁদের ভুলবশত কারণে একদিন নমিনেশন দেওয়া মিস হয়ে যায়।এ কারণে ওই দিন দাদা রেনডমলি ভোট দিয়েছেন। যার কারণে কেউ কেউ এ সপ্তাহে বেশি সাপোর্ট পেয়েছেন, আবার কেউ কেউ তাদের কাঙ্ক্ষিত ভোটটি মিস করেছেন।যাইহোক ভুল হতেই পারে, ব্যাপারটি সকলেই স্বাভাবিকভাবে নিবেন।যেহেতু এ সপ্তাহে মোট ৮ জন ইউজার পাওয়া গিয়েছে তাই কাউকেই এই লিস্টের আওতায় আনা হচ্ছে না, কারণ তা দাদার পক্ষে ম্যানেজ করা সম্ভব নয়।এবার তাহলে এক নজরের দেখে নেওয়া যাক যারা এ সপ্তাহে একটি করে সাপোর্ট পেয়েছেন।@aongkon, @parul19, @haideremtiaz, @kausikchak123, @ayaan001, @nazmul01, @tanha001 এবং @alif111।এছাড়া বাকি সকলেই কমিউনিটি থেকে কম বেশি বেশ ভালই সাপোর্ট পেয়েছেন।
সময়কাল : ২০ জানুয়ারি ২০২৫ থেকে ২৬ জানুয়ারি ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৮
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
ঠিক বলেছেন আপু মানুষ মাত্রই ভুল। যারা এই সপ্তাহে একটি ভোট পেয়েছেন তারা হয়তো আপনার এই পোস্ট দেখে সব বুঝতে পারবে। একসাথে অনেক জন সাপোর্ট বিহীন ইউজার থাকলে সত্যি দাদার পক্ষে ম্যানেজ করা কঠিন। আশা করি পরবর্তীতে তারা ঠিক ভাবে সাপোর্ট পাবেন। ধন্যবাদ আপু সুন্দর ভাবে সম্পূর্ণ রিপোর্ট শেয়ার করার জন্য।
Thank you for sharing on steem! I'm witness fuli, and I've given you a free upvote. If you'd like to support me, please consider voting at https://steemitwallet.com/~witnesses 🌟
মানুষ মাত্রই ভুল। আশা করছি আগামীতে ঠিক হয়ে যাবে সবকিছু। সুবিধা বঞ্চিত কোয়ালিটি ইউজারের সংখ্যা ৮ জন হয়েছে এবার। যারা প্রত্যেকেই সুপার অ্যাকটিভ লিস্টে ছিলেন। আশা করছি তারা তাদের যথার্থ সাপোর্ট পেয়ে যাবে সময়ের মধ্যেই। কোয়ালিটি সম্পূর্ণ পোস্ট করেও যারা যথার্থ সাপোর্ট পায়নি তাদের সাপোর্ট নিশ্চিত করার লক্ষ্যে তাদের চিহ্নিত করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।
আমার বাংলা ব্লগ প্রতিনিয়ত সবাইকে সাপোর্ট করে যাচ্ছে। যদিও মাঝে মাঝে দু একজন মিস হয়ে যায়, সেটি আপনি খুব সুন্দর একটি উদ্যোগের মাধ্যমে তুলে ধরেন। আর তাকে সাপোর্টের আওতায় আনেন। এটি অনেক ভালো একটি বিষয়। ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময়।.
আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। এইটি খুব ভালো উদ্যোগ মাঝে মাঝে কেউ বাধ পড়ে গেলে আপনি সাপোর্টের আওতায় নিয়ে আসেন। এবং তাদের সাপোর্ট নিশ্চিত করেন । ধন্যবাদ আপনাকে আপু।
আমার বাংলা ব্লগের সুবিধা বঞ্চিত ইউজারদের রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো।৮জন ইউজার এই সপ্তাহে একটি করে সাপোর্ট পেয়েছে এবং তাদেরকে বাড়তি সাপোর্ট এর ব্যবস্থা করে দিয়েছেন।অনেক ধন্যবাদ আপু দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য।
আসলে মানুষ মাত্রই ভুল। যেহেতু ৮ জন সুবিধাবঞ্চিত ইউজার পাওয়া গিয়েছে,সেহেতু সবাইকে সাপোর্টের আওতায় নিয়ে আসাটা বেশ কঠিন। আশা করি সুবিধাবঞ্চিত ইউজাররা সেটা বুঝতে পারবে। যাইহোক এই রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এই সপ্তাহে সাপোর্ট বিহীন এর তালিকায় অনেক ইউজার রয়েছে দেখছি। যাইহোক তাদেরকে খুঁজে বের করে সাপোর্ট দেওয়া হবে, এই বিষয়টা সত্যি খুব ভালো লেগেছে দেখে। তারা আগামী সপ্তাহে ভালোভাবেই সাপোর্ট পাবে আশা করি। অনেক ধন্যবাদ আপু এটা এত সুন্দর করে সবার মাঝে শেয়ার করার জন্য।
৮ জন ইউজার এ সপ্তাহে একটি করে সাপোর্ট পেয়েছে। ৮ জন ইউজারের নাম উল্লেখ করে বাড়তি সাপোর্ট পাওয়ার সুযোগ করে দিয়েছেন। ইউজারদের সাপোর্ট নিশ্চিতে প্রতিনিয়ত কাজ করে যাওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ।
এই সপ্তাহেতে দেখছি আপনি আটজন ইউজারকে আপনার তালিকার অন্তর্ভুক্ত করতে পেরেছেন আপু। এই সপ্তাহে অনেক বেশি ইউজার সুবিধা বঞ্চিত লিস্টের আওতায় পড়েছে। যাই হোক আপনার এই পোষ্টের মাধ্যমে তারা আবারও সাপোর্টের আন্ডারে চলে আসলো।