Best bloggers of the week|| 10-01-2025
আসসালামুআলাইকুম,
আশাকরি সকলেই ভাল আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। খুবই আনন্দের সাথে “আমার বাংলা ব্লগ”এ সেরা ব্লগার নির্বাচনের রিপোর্ট টি নিয়ে হাজির হয়ে গেলাম। "আমার বাংলা ব্লগের" সম্মানীত অ্যাডমিন প্যানেল বহুদিন ধরেই ভালো মানের ইউজারদের নিয়ে কিছু একটা করার চিন্তা ভাবনা করছিলেন।আজ তা বাস্তবায়িত হলো, অর্থাৎ আমাদের প্রিয় কমিউনিটিতে প্রত্যেক সপ্তাহে সেরা তিনজন ব্লগারকে নির্বাচন করা, Blogger of the week নির্বাচিত করা । এই উদ্যোগটি নিঃসন্দেহে একটি অভিনব উদ্যোগ।বর্তমানে স্টিমিট কমিউনিটিতে এই ধরণের কোন উদ্যোগ তেমন একটা চোখে পড়ে না।
সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন এই উদ্যোগটির ফলে আমরা একই সাথে কমিউনিটির সেরা ব্লগারদের সম্মানিত করা এবং অন্যান্যদেরকে উৎসাহিত করতে পারি।আমাদের কমিউনিটিতে এমন কিছু ইউজার রয়েছেন যাঁরা সবসময়ই টপ লেভেলে রয়েছেন, প্রতিনিয়ত কোয়ালিটি সম্পুর্ণ ব্লগ লিখে যাচ্ছেন, দারুন দারুন কমেন্টসের মাধ্যমে অন্যান্যদের উৎসাহিত করে যাচ্ছেন। তাঁদের কমিউনিটিতে এনগেজমেন্ট সত্যিই চোখে পড়ার মতো । প্রতিনিয়ত তাঁরা অসাধারণ সব ব্লগ লিখে আমাদের কমিউনিটিকে সমৃদ্ধ করে যাচ্ছেন।
আমরা সে সব ব্লগারদের প্রতি সপ্তাহে খুঁজে বের করে সেরা ব্লগার হিসেবে নির্বাচন করে সম্মানিত করতে যাচ্ছি। যাঁরা এ সপ্তাহে মনোনীত বা নির্বাচিত হতে পারেননি তাঁদের মন খারাপ করার কিছুই নেই। হয়তো পরের সপ্তাহে তাঁদের মধ্য থেকেই কেউ একজন সেরা ব্লগার নির্বাচিত হবেন।
আমি @tangera আমার বাংলা ব্লগের মডারেটর, আমাদের কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme র কাছ থেকে প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে নিম্নলিখিত এই রিপোর্টটি উপস্থাপন করছি:
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ সেরা বারো জন ব্লগারের নোমিনেশন (সম্মানিত অ্যাডমিন প্যানেল থেকে) :
আমাদের কমিউনিটির অ্যাডমিন প্যানেলের সম্মানিত অ্যাডমিন @blacks, @winkles, @hafizullah, @moh.arif, @rex-sumon,@swagata21, @shuvo35 এবং @nusuranur -র পক্ষ থেকে প্রত্যেকটা এক্টিভ ইউজারদেরকে সূক্ষ্ণভাবে যাচাই বাছাই করে নিম্নলিখিত নমিনেশন সাবমিট করা হয়েছে কমিউনিটির প্রতিষ্ঠাতা @rme -র কাছে চূড়ান্ত নির্বাচনের জন্য । এই কাজে আমি @tangera ফাউন্ডার @rme -কে সাহায্য করেছি ।
ধাপঃ ১
"সাপ্তাহিক সেরা ব্লগার নির্বাচন" এ নোমিনেশন লিস্ট
https://steemit.com/@mohinahmed/posts
https://steemit.com/@emon42/posts https://steemit.com/@jannatul01/posts
https://steemit.com/@narocky71/posts
https://steemit.com/@kausikchak123/posts
https://steemit.com/@jamal7/posts
https://steemit.com/@isratmim/posts
https://steemit.com/@ah-agim/posts
https://steemit.com/@purnima14/posts
https://steemit.com/@tasonya/posts
https://steemit.com/@neelamsamanta/posts
https://steemit.com/@samhunnahar/posts
ধাপঃ ২
User ID | পোস্ট সংখ্যা | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@mohinahmed | ১০ | নেই | ✔granted |
@emon42 | ০৮ | নেই | ✔granted |
@jannatul01 | ১০ | নেই | ✔granted |
@narocky71 | ১০ | নেই | ✔granted |
@kausikchak123 | ০৮ | নেই | ✔granted |
@jamal7 | ০৭ | আছে, ১টি পাওয়ার আপ পোস্ট | ❌eliminated |
@isratmim | ০৭ | নেই | ✔granted |
@ah-agim | ০৭ | নেই | ✔granted |
@purnima14 | ০৭ | নেই | ✔granted |
@tasonya | ১০ | নেই | ✔granted |
@neelamsamanta | ০৭ | নেই | ✔granted |
@samhunnahar | ০৭ | নেই | ✔granted |
ধাপঃ ৩
User ID | কমেন্ট সংখ্যা | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@mohinahmed | ৩১৭ | নেই | ✔granted |
@emon42 | ১৮২ | নেই | ✔granted |
@jannatul01 | ১৭৫ | নেই | ✔granted |
@narocky71 | ২৯৬ | নেই | ✔granted |
@kausikchak123 | ১৬৬ | নেই | ✔granted |
@isratmim | ২১৩ | নেই | ✔granted |
@ah-agim | ১৮৬ | নেই | ✔granted |
@purnima14 | ১৫৫ | আছে | ❌eliminated |
@tasonya | ৩০২ | নেই | ✔granted |
@neelamsamanta | ১৮১ | নেই | ✔granted |
@samhunnahar | ১৫৯ | আছে | ❌eliminated |
ধাপঃ ৪
User ID | কমেন্ট স্কোর | নেগেটিভ ইমপ্যাক্ট | মন্তব্য |
---|---|---|---|
@mohinahmed | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.০ | নেই, সন্তোষজনক | ✔granted |
@emon42 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৬ | আছে, সন্তোষজনক নয় | ❌eliminated |
@jannatul01 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৫ | আছে, সন্তোষজনক নয় | ❌eliminated |
@narocky71 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.৫ | নেই, অতি সন্তোষজনক | |
@kausikchak123 | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৭.৯ | আছে, সন্তোষজনক নয় | ❌eliminated |
@isratmim | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৮ | আছে, সন্তোষজনক নয় | ❌eliminated |
@ah-agim | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৭.৮ | আছে, সন্তোষজনক নয় | |
@tasonya | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৯.৭ | নেই, অতি সন্তোষজনক | ✔granted |
@neelamsamanta | কমেন্ট মনিটরিং রিপোর্টের ভিত্তিতে স্কোর ৮.৪ | আছে, সন্তোষজনক নয় | ❌eliminated |
যেহেতু কাংখিত তিনজন ইউজার পাওয়া গিয়েছে তাই পরবর্তী ধাপগুলো আর প্রয়োজন নেই।
Bloggers of the week:
১.@mohinahmed
২.@narocky71
৩.@tasonya
**Founders choice: **
@isratmim
যে রুলস এর ভিত্তিতে বেস্ট ব্লগার নির্বাচন করা হয়:
প্রাইজ :
আগামী রবিবার প্রত্যেক সেরা ব্লগারকে তাঁদের পোস্টে upto $50 এর একটি করে আপভোট প্রদান করা হবে ।
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
দারুন সুন্দর করে বিগত সপ্তাহের সম্পূর্ণ রিপোর্টটি আমাদের সামনে তুলে ধরলেন। এই রিপোর্টটি দেখে নিজের বিচার করতে খুব সুবিধা হয়। তার সঙ্গে কমেন্ট সংখ্যা এবং সার্বিকভাবে পারফরম্যান্স জানার জন্য এই পোস্ট ভীষণ জরুরী।
বেস্ট ব্লগার লিস্টে নিজের নামটা দেখে অনেক ভালো লাগলো। আমি সবসময় চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রেখে ভালোভাবে কাজ করার জন্য। আর যারা যারা বেস্ট ব্লগার হয়েছে, তাদেরকেও অনেক অনেক অভিনন্দন। এত সুন্দর করে লিস্টটা আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।
সার্বিক বিষয়ে ইউজারদের অ্যাক্টিভিটি বিবেচনা করে সপ্তাহের সেরা ব্লগার নির্বাচিত করা হয়। এ সপ্তাহে যে সকল ইউজার সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন।
আমি প্রথমেই এ সপ্তাহে যে সকল ইউজাররা সেরা ব্লগার হিসেবে নির্বাচিত হয়েছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। অনেক সুন্দর করে বিগত সপ্তাহের সম্পূর্ণ রিপোর্টটি আমাদের মাঝে তুলে ধরলেন তানজিরা ম্যাম। আসলে এই রিপোর্টটি পড়ে জানা যায় যে কার কত কমেন্ট এবং কাজের পারফরম্যান্স কেমন। ধন্যবাদ আপু এতো সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রিপোর্টটি উপস্থাপন করার জন্য।
ব্লগার অফ দা উইক হওয়া প্রত্যেককেই স্বাগত জানাচ্ছি। বেস্ট ব্লগার নির্বাচনের পুরো প্রসেসটি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করেছেন। এখানে কমেন্ট সংখ্যা পোস্ট এর ভেরিয়েশন সহ অন্যান্য সকল বিষয়গুলোকে মনিটরিং করে বেস্ট ব্লগার নির্বাচনের সম্পূর্ণ প্রসেসটি আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য ধন্যবাদ আপু।