রেনডম কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
আমাদের এখানে এখন শীতের তীব্রতা একটু কমেছে।তাপমাত্রা এখন মাইনাস থেকে এখন একটুখানি উপরে উঠেছে।আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১ ডিগ্রী সেন্টিগ্রেড।লাস্ট কিছুদিন শুধু মাইনাসেই ছিল।যেহেতু এখনো প্রচন্ড ঠান্ডা তাই বাইরে তেমন বেশি যাওয়া হয় না বিশেষ কোন প্রয়োজন ছাড়া।আজকে যে ফটোগ্রাফি গুলো শেয়ার করতে যাচ্ছি তা কিছুদিন আগে যে শপিং এ গিয়েছিলাম সেখান থেকেই বেশিরভাগ করা হয়েছিল।এছাড়া আরো কিছু রেনডম ফটোগ্রাফি রয়েছে। আশা করছি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূল পর্বে।
শপিং মলের ভিতরে এক সাইডে একজন ক্রেতা এ সকল শো-পিস নিয়ে বসেছিল। খুবই চমৎকার লেগেছিল এসব শো-পিস গুলো। ভেতরে লাইট জ্বলছিল।আমরা খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তাই ভালোভাবে দেখতেও পারিনি।সময় থাকলে দু একটি কিনে আনতে পারতাম।
জুয়েলারি শপ, গোল্ড ডায়মন্ড সহ সব কিছুই পাওয়া যায় এখানে।
চিকেন দেখতে পাচ্ছেন এখানে।তবে এগুলো কিন্তু ফ্রোজেন নয়, নরমালে রেখে দেওয়া হয়েছে।অর্ডার দিলে তারা সাইজ মত কেটে দেয়।এখানে হার্ড বয়লার, সফ্ট বয়লার সব ধরনের চিকেন পাওয়া যায়।যেহেতু এটি বাংলাদেশী শপ তাই এখানে হালাল পাওয়া যায়, তাই এখান থেকেই আমাদের বেশি চিকেন, ও শীপের মাংস কেনা হয়।যদিও এখান থেকে একটু দূরে আরও কিছু হালাল শপ রয়েছে, তবে সেখানে বেশি যাওয়া হয় না।
শীপের মাংস গুলো পিস পিস করে কেটে রেখেছে।
ফ্রোজেন মাছগুলো দেখতে পাচ্ছেন। এখানে পুঁটি মাছ, টাকি মাছ, বাইম মাছ, পাবদা, টেংরা, চিংড়ি সহ যাবতীয় ছোট মাছ গুলো রেখে দিয়েছে।
এই সাইডে রেখেছে সাইজে একটু বড় মাছগুলো।
এই সাইডে রয়েছে ফ্রোজেন শাকসবজি।কচুর লতি, কচুর মুখি, ডাটা, কাঁঠালের বিচি, করলা, সকল ধরনের শাক সহ হরেক রকমের ভেজিটেবলস।
নাগেট, পরোটা, কাবাব, সমোসা সহ নানান ধরনের ফ্রোজেন খাবার, এছাড়া নানান রকমের পিঠাও রয়েছে এই সাইডে।অন্য সাইডে রয়েছে বেকারির নানান ধরনের বিস্কুট ও ড্রাই খাবার গুলো।
এই ফটোগ্রাফিটি করেছি Tesco শপিং মল থেকে।দামী সব ব্র্যান্ডের কসমেটিক্স গুলো এখানে রয়েছে।
Tesco শপিংমলে রয়েছে বৃহৎ একটি গ্রোসারি শপ যেখানে যাবতীয় শাকসবজি ও ফলমূল পাওয়া যায়।
কেক দেখতে পাচ্ছেন। দুই মাস আগে আমার বড় মেয়ের বার্থডে ছিল, তাই ওর বান্ধবীর নানু এই কেকটি বানিয়ে পাঠিয়েছিল।সাথে একটি কাগজে লেখা ছিল তিনি কি কি ইনগ্রেডিয়েন্স ব্যবহার করেছেন। কারণ হালাল-হারামের ব্যাপার রয়েছে, তারা জানে আমরা মুসলিম ।
লেগো দিয়ে আমার ছোট মেয়ে এই বাড়িটি বানিয়েছে।ছাদের উপরে কিছু জিনিসপত্র ও ফুলের টব ও বানিয়েছে।সে বানিয়ে আমাকে বলছে এটি পোস্ট করতে পরবো কি না। তাই এটি শেয়ার করে দিলাম আপনাদের সাথে।সে কোন কিছু বানালে খুবই এক্সাইটেড থাকে, আমাকে দেখায় আর বলে শেয়ার করতে আপনাদের সাথে।
যেহেতু ঠান্ডার সিজন, এখনো ঠান্ডা চলছে, তাই ঠান্ডার একটি ফটোগ্রাফি না দিলেই নয়।এই ফটোগ্রাফিটি দেখুন।টবের মধ্যে কিভাবে আইস জমে রয়েছে।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[](https://steemitwallet.com/~witnesses
শো-পিসগুলি বেশ আকর্ষণীয় লাগছে দেখতে।আর রেনডম হলেও বেশ সুন্দর ফটোগ্রাফিগুলি।আপনার মেয়ে সুন্দর বাড়ি তৈরি করেছে,তাছাড়া গাছেরা এইসময় কতই না কষ্ট পায় বরফ জমে।এই সমস্ত প্যাকেটজাত মাছ খেয়ে তৃপ্তি মেটে না তাইনা আপু!ধন্যবাদ আপনাকে।
খুব সুন্দর কিছু ফটোগ্রাফি আজকে শেয়ার করেছেন আপু। ল্যাম্পগুলো আমাদের এখানে বাণিজ্য মেলায় প্রতিবছর পাওয়া যায়। অনেক বেশি দাম এগুলোর। আপনাদের ওখানে কেমন দাম জানা হলো না। দেখতেও খুব ভালো লাগে। কিনে নিয়ে আসলে ভালো করতেন। যাই হোক ভালো লাগলে ফটোগ্রাফি গুলো দেখে।
আপনাদের ওদিকে শীতের তীব্রতা কিছুটা কমেছে জেনে ভালো লাগলো। দারুন সব ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। লাইটের শোপিস গুলো বেশ চমৎকার লাগছে দেখতে। এগুলো একদম ভিন্ন ধরনের ছিল। দামি সব ব্র্যান্ডের কসমেটিকস এবং কেকের ফটোগ্রাফি গুলোও ভালো লেগেছে। ধন্যবাদ আপু এই ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আমাদের এই দিকেও শীত আসতে আসতে কমছে। তবে এই সময়টা খুব ভালোই লাগছে। আপনার তোলা রেনডম ফটোগ্রাফি গুলো আমার কাছে দেখতে অনেক বেশি ভালো লেগেছে। ভিন্ন ভিন্ন জায়গা থেকে ফটোগ্রাফি গুলো করেছেন দেখে অনেক ভালো লাগলো। অনেক ধন্যবাদ আপু এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
এক ডিগ্রি সেন্টিগ্রেড যেটা মাইনাসে ছিল! আমি ভাবছি এতো শীতের মাঝেও মানুষ থাকে কিভাবে সেখানে 🙂। যাইহোক, আপনার রেনডম ফটোগ্রাফির মাধ্যমে বেশ কিছু তথ্য জানতে পারলাম। টেসকোতে সব দামি দামি কসমেটিকস পাওয়া যায়। লেগো দিয়ে বানানো বাড়িটও সুন্দর হয়েছে আপু।
আপনার রেনডম ফটোগ্রাফি গুলো বরাবরের মতো দারুণ হয়েছে আপু। হালাল শপে তো দেখছি মাছ মাংস থেকে শুরু করে সবকিছুই রয়েছে। বেশ ভালো লাগলো ফটোগ্রাফি গুলো দেখে। আমি সাউথ কোরিয়াতে থাকতে হালাল শপ থেকে প্রায়ই হার্ড ব্রয়লার মুরগি কিনে খেতাম। খেতে অনেকটা দেশী মুরগির মতো লাগতো। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। ভালো থাকবেন সবসময়।
আপনাদের ওখানে তো তীব্র শীত পড়ে। সেই তুলনায় কিছুটা কমেছে কিন্তু আমাদের এখানের তুলনায় অনেক বেশি শীত। চমৎকার লাগল আপনার ফটোগ্রাফি গুলো আপু। বেশ চমৎকার করেছেন আপনি ফটোগ্রাফি গুলো। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।