ফ্রোজেন চিতই পিঠা খাওয়ার অনুভূতি

in আমার বাংলা ব্লগ2 months ago (edited)
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।

IMG_3489.jpeg

পিঠা খেতে কে না পছন্দ করে? আর বাঙ্গালীদের সাথে এই পিঠার সম্পর্ক আরো গভীর।তবে গ্রামগঞ্জে পিঠা বানানোর রেওয়াজটা বেশি চলে। আগে দেখেছি শীতের সময় গ্রামের প্রতিটি ঘরে ঘরে পিঠা বানানোর ধূম পড়ে যেত। শীতের সময় আমরাও চলে যেতাম নানু বাড়িতে পিঠা খেতে।নানু বাড়িতে সবচেয়ে বেশি বানানো হতো ভাঁপা পিঠা, চিতই পিঠা, সেমাই পিঠা ও ভাজা পিঠা।আমাদের গ্রামের বাড়িতেও দেখেছি এই পিঠাগুলো বানাতে।কিন্তু বাসায় তেমন পিঠা বানানো হয়নি, সব সময়ই নানু বাড়ি থেকে পিঠা বানিয়ে পাঠিয়ে দিত।গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন দেখেছিলাম ভাঁপা পিঠা, চিতই পিঠা এ ধরনের পিঠাগুলো শহরেও বিক্রি হচ্ছে।তবে ভাঁপা পিঠা থেকে চিতই পিঠা আমার খুবই পছন্দের।আর এই চিতই পিঠা মাংসের ঝোল দিয়ে খেতে দারুন স্বাদের।গতবার যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন চিতই পিঠার সাথে কয়েক ধরনের সস ও দিয়েছিল। তার মধ্যে ধনেপাতার সস ছিল দারুন স্বাদের। আরো ছিল মরিচ দিয়ে তৈরি একটি সস যা খুবই ঝাল ছিল।খেতেও দারুন টেস্টি ছিল।

IMG_3452.jpeg

ফ্রোজেন চিতই পিঠা খাওয়ার জন্য রেডি।

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম যেখানে বাংলাদেশী একটি শপ থেকে কয়েক ধরনের ফ্রজেন পিঠা কিনে এনেছিলাম।মাঝে মধ্যে ফ্রোজেন পিঠাগুলো কিনে ঘরে রেখে দেই।যখন মন চায় তখন জাস্ট মাইক্রোওভেনে দিয়ে গরম করলেই হয়ে যায়।কিন্তু ফ্রোজেন চিতই পিঠা কখনো কেনা হয়নি।এই ফাস্ট টাইম কিনেছিলাম।প্যাকেটে পিঠার ফটোগুলো এত সুন্দর লাগছিল যে, না কিনে আর পারছিলাম না।শুধুমাত্র এক প্যাকেট কিনে এনেছিলাম জাস্ট টেস্ট করার জন্য। কিন্তু চিন্তায় ছিলাম কিনে নিয়ে এলাম খেতে পারব কিনা? কিন্তু না, মাইক্রোওভেন থেকে বের করে দেখি দারুন নরম হয়েছে। মনে হচ্ছিল এইমাত্র বানিয়েছি।টোটাল ৫ থেকে ৬ মিনিট রেখে দিয়েছিলাম মাইক্রোওভেন অন করে।আর পিঠার স্বাদও কিন্তু ঠিক একই রকম ছিল।কিন্তু মনে রাখতে হবে বেশিক্ষণ মাইক্রোওভেনে রাখলে কিন্তু পিঠা শক্ত হয়ে যায়। তখন আর খাওয়া যায় না। যদিও বাসায় একবার বানিয়েছিলাম, মোটামুটি ভালই হয়েছিল। যাইহোক এসব পিঠা বানানো আসলে অনেক ঝামেলার কাজ, কারণ সময়ের প্রয়োজন হয়। রেডিমেড যদি এভাবে পাওয়া যায় তাহলে আর কষ্টের দরকার কি?

IMG_3454.jpeg

বিকালবেলায় এভাবে কষ্ট ছাড়া যদি রেডিমেড পিঠা পাওয়া যায় তাহলে আর কি চাই? বেশ মজা করে খেয়েছিলাম পিঠাগুলো সকলের সাথে।যদিও চিতই পিঠা বানাতে তেমন কোন কষ্টের কাজ নয়। কিন্তু প্রবলেম হচ্ছে বানানোর জন্য যে সাঁঝের দরকার হয় সেটি আমার নেই।সেটা থাকলে হয়তো বা বানাতে পারতাম সহজেই। কিন্তু তারপরও প্রবলেম, পিঠাগুলো কি ঠিকমতো হবে? যাইহোক এরপর যখন বাংলাদেশে যাব তখন বাংলাদেশ থেকে একটি সাঁঝ কিনে নিয়ে আসব।তখন বানাতে বানাতে হয়ত পারফেক্ট হয়ে উঠবে।আপাতত রেডিমেড পিঠাগুলো খেয়েই তৃপ্তি লাভ করি।

Photographer@tangera
DeviceI phone 15 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 2 months ago 

পিঠা কেনার মুহূর্তটা পড়েছিলাম আপু। সেই পোস্টটা যেমন ভালো লেগেছিল, তেমনি পিঠা খাওয়ার মুহূর্তটি পরেও অনেক ভালো লেগেছে। পিঠাগুলো দেখেই মনে হচ্ছে যেন আপনি সবে মাত্র তৈরি করলেন। নিশ্চয়ই এই পিঠাগুলো খেতেও খুব ভালো লেগেছিল। এই পিঠা গুলো যে রকমই হোক না কেন, আমি মনে করি গ্রাম বাংলার মাটির চুলায় তৈরি করা পিঠাগুলো সবথেকে বেশি বেস্ট হয়। তাই না আপু। আর উনুনের পাশে বসে সেই পিঠাগুলো গরম গরম খেতে আরো ভালো লাগে শীতকালে। যাইহোক ভালো লাগলো আপনার পিঠা খাওয়ার মুহূর্ত।

 2 months ago 

বাংলাদেশী শপ সম্পর্কে আপনার করা পোস্টটা দেখেছিলাম। সেখানে এই চিতই পিঠার ফটোগ্রাফি দেখেছিলাম। আপনি পিঠাগুলো ট্রাই করেছেন জেনে ভালো লাগলো। বেশ মজা করেই খেয়েছেন পিঠাগুলো। বানানোর পর পর গরম গরম খাওয়ার মজাটাই আলাদা। যাইহোক মুহূর্তগুলো শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 months ago 

চিতই পিঠা ফ্রোজেন পাওয়া যায় এটা সত্যিই অনেক অবাক করা বিষয়। যদিও বাংলাদেশে এরকম ফ্রোজেন পিঠা খুব একটা পাওয়া যায় না। তবে পিঠা খেতে কিন্তু সত্যিই ভালো লাগে। বিশেষ করে শীতের সময় ঝাল ঝাল ভর্তার সাথে চিতই পিঠা খেতে বেশি ভালো লাগে। আর মাংসের ঝোল হলে আরো ভালো লাগে। এত সহজেই আপনি মজার একটি খাবার রেডি করে ফেলেছেন দেখে ভালো লাগলো আপু। সবাই মিলে এই মজার পিঠা খেয়েছেন ও পিঠার টেস্ট ঠিক ছিল জেনে খুবই ভালো লাগলো আপু।

"আপনার ব্যস্ত মুহূর্তে সময় দিন। অভিজ্ঞতা থেকে শিখি, তথ্য থেকে আন্দোলিত হও

image.png

আমি এই দিনের জন্য অতুলনীয় কাহিনী শুনছিই। ভারতের সিটি, বেঙ্গালোরে 8 এপ্রিল সূর্যোদয়

![D6C2F0CC-1E5A-4D3B-A9EA-E7EEF6FA2F65.png](https://cdn.steemitimages.com/DQmXZKfRwMfYzg8LbQxP8h5UJ1kNpCqTcDjyV9xWJd2vG6a/ D6C2F0CC-1E5A-4D3B-A9EA-E7EEF6FA2F65.png)

প্রথাগত চিকিৎসা শেখা না হলেও, দেবুরুমের ডাক্তার আনোনি! এমনকি অজানা পিঠাগুলোই তোমাকে চিকিৎসা দিয়ে উঠবে

image.png

সাঁঝ কেনা হোক পরেরবার, এতদিন আমি ইউরোপের যে ধন্যবাদ

1C7B9BA8-0E3A-49F2-B1D6-A8FE5AC4A1EA.png

এটি ছিল আমার অভিজ্ঞতা, বন্ধুরা। আশা করি আপনাদের খুব ভালো লেগেছে

image.png

ধন্যবাদ,

@tangera

 2 months ago 

হ্যাঁ আপু আমাদের দেশে তো চিতই পিঠা এবং ভাপা পিঠা বানিয়ে অনেক জায়গায় বিক্রি করা হয়ে থাকে। আপনার মতো আমারও চিতই পিঠা খুব পছন্দ। যাইহোক ইংল্যান্ডের মতো দেশে থেকে চিতই পিঠা খেতে পাচ্ছেন,এটা কিন্তু বিশাল ব্যাপার। তাছাড়া পিঠা গুলো দেখতে কিন্তু দারুণ লাগছে। মাংসের ঝোল দিয়ে বেশ মজা করে ফ্রোজেন চিতই পিঠা খেয়েছেন তাহলে। যাইহোক এতো সুন্দর অনুভূতি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.16
JST 0.029
BTC 68542.93
ETH 2454.71
USDT 1.00
SBD 2.54