পুরস্কার বিতরণঃ প্রতিযোগিতা -৬৪||( শেয়ার করো তোমার সেরা মাছের রেসিপি)
বন্ধুরা সকলে কেমন আছেন ? আশা করি আপনারা সকলেই ভালো আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।
হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ প্রতিযোগিতা - ৬৪ তম কন্টেস্ট এর বিজয়ীদের পুরস্কার বিতরণী পোস্ট নিয়ে। কনটেস্টের বিষয় ছিলো, "শেয়ার করো তোমার শেরা মাছের রেসিপি"।কিন্তু দুঃখের সাথে বলতে যাচ্ছি যে মাত্র ১৫ জন প্রতিযোগী পার্টিসিপেট করেছিলেন এই কনটেস্টে।প্রতিযোগিতার বিষয় কিন্তু তেমন কোন কঠিন ছিল না, এমনকি কোন বাধ্যবাধকতাও ছিল না যে নির্দিষ্ট একটি মাছ ই ব্যবহার করতে হবে। যাইহোক তারপরও সন্তুষ্ট আমরা, কারণ যারা যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন তাদের মধ্যে বেশিরভাগ প্রতিযোগীর উপস্থাপনা এবং রেসিপিগুলো ছিল দেখার মত, যাদেরকে মার্কাস দিতে গিয়ে আমাদের হিমশিম খেতে হয়েছে। দেখেই বোঝা যাচ্ছিল তারা অনেক পরিশ্রম করেছেন। শুধু তারাই নয়, আমার মনে হয় আমরা সকলেই যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করি তারা প্রত্যেকেই কঠর পরিশ্রম করি, নিজেদের সেরাটাই উপস্থাপন করতে চেষ্টা করি।
বিজয়ীদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা এবং শুভকামনা। আর যারা বিজয়ী হতে পারেননি, মন খারাপ করার কোন কারণ নেই, কারণ আমার বাংলা ব্লগ প্রতিনিয়তই আপনাদের মাঝে হাজির হচ্ছে নানান ধরনের কনটেস্টের আয়োজন নিয়ে।তাই হাল ধরে থাকুন, অবশ্যই পরবর্তীতে কোন একদিন আপনার নামটিও বিজয়ীদের লিস্ট এ এ্যাড হবে।
আর ইতিমধ্যেই বিজয়ীদের স্টিমিট ওয়ালেট এ তাঁদের সম্মানী পৌঁছে দেওয়া হয়েছে। তো চলুন বিজয়ীদের লিস্টটা দেখে নেওয়া যাক।
Rank | User ID | Post Link | Prize |
---|---|---|---|
1st | @jamal7 | Post Link | 35 Steem |
2nd | @tasonya | Post Link | 25 Steem |
3rd | @neelamsamanta | Post Link | 20 Steem |
4th | @bristy1 | Post Link | 14 Steem |
5th | @kausikchak123 | Post Link | 12 Steem |
6th | @maria47 | Post Link | 10 Steem |
7th | @bdwomen | Post Link | 9 Steem |
Special | @shapladatta | Post Link | 7.5 Steem |
Special | @narocky71 | Post Link | 7.5 Steem |
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
দারুন একটি প্রতিযোগিতা ছিল, সবাই নিজেদের ইউনিক আইডিয়া নিয়ে রেসিপি তৈরি করে শেয়ার করেছিল। যারা বিজয়ী হয়েছিল তাদের পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে জেনে ভালো লাগলো।
এই প্রতিযোগিতার সুবাদে দুর্দান্ত সব মাছের রেসিপি দেখবার সুযোগ মিলে গেল। শিখে গেলাম কত রকম ভাবে মাছ রান্না করা যায়। যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে আমার তরফ থেকে অভিনন্দন। ভীষণ সুন্দর একটি প্রতিযোগিতার সাক্ষী থাকলাম। আর আমার নাম বিজয়ীদের মধ্যে রাখবার জন্য ব্লকের সকল অ্যাডমিনদের কাছে আমি কৃতজ্ঞ।
এবারের প্রতিযোগিতায় অনেক মজার মজার রেসিপি দেখতে পেয়েছি। বেশিরভাগ রেসিপি ইউনিক ছিল। রেসিপি প্রতিযোগিতায় এই এক সুবিধা ইউনিক রেসিপি শেখা যায়। বিজয়ী সকলকে অভিনন্দন।
বেশ দারুণ একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতার মাধ্যমে অনেক ইউনিক সব রেসিপি দেখতে পেয়েছি।যারা বিজয়ী হয়েছে সকলকেই অভিনন্দন।ধন্যবাদ পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
মাছের রেসিপি কনটেস্ট এর গিফট ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে দেখতে পেয়ে ভালো লাগলো।সবাইকে অভিনন্দন সুন্দর সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারাটাই অনেক আনন্দের। তৃতীয় স্থানে আপনারা আমার রেসিপি কে নির্বাচন করেছেন সেটা আমার কাছে অত্যন্ত আনন্দের। আমার আপনাদের কথায় নিজের থেকে তৈরি করা রেসিপিটি যে আপনাদের ভালো লেগেছে সেটুকুই আমার প্রাপ্তি। তবে আরো ভালো লাগবে যদি রেসিপিটি আপনারা নিজেরা বাড়িতে একবার রান্না করে খান। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সবাইকে।
এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে। আর এখন পুরস্কার পেয়ে আরো বেশি ভালো লাগছে। এই প্রতিযোগিতায় একটা স্থান অর্জন করতে পারবো এটা ভাবতেই পারিনি। সবার তৈরি করা রেসিপি অনেক ইউনিক ছিল। দেখতেও খুব ভালো লেগেছে। সবার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ।
অনেক সুন্দর একটা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। যে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে অনেক ভালো লেগেছিল। আমার কাছে সবার অংশগ্রহণ খুব ভালো লেগেছিল। এই প্রতিযোগিতায় স্পেশাল প্রাইজ পেয়ে ভালো লাগলো। সবাইকে পুরস্কৃত করার জন্য অনেক ধন্যবাদ।
প্রতিযোগিতায় জয়ী হ ওয়া সবাই কে অভিনন্দন। আমরা এই প্রতিযোগিতার মাধ্যমে খুবই সুন্দর সুন্দর মাছের রেসিপি দেখতে পারছি। আশা করছি ভবিষ্যতে এর থেকে ও বেশি সুন্দর প্রতিযোগিতার আয়োজন দেখতে পারবো। এবার সকলেই বেশ ভালোই রেসিপি তৈরি করার মাধ্যমে প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল।
প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পেরে আমার কাছে খুব ভালো লাগলো। এইবার প্রতিযোগিতাটি আমার কাছে বেশি ভালো লাগলো। আর প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমি সপ্তম স্থান হয়েছি দেখে আরো বেশি ভালো লাগলো। আর যারা যারা বিজয় হয়েছে তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা জানাই।