আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট ০৯-০২-২০২৫
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি।আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগ এর সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে একটিভ ও সুপার একটিভ লিস্ট থেকে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। এ্যাক্টিভ লিস্ট থেকে যারা দুটির কম ভোট পেয়েছেন এবং সুপার এ্যাক্টিভ লিস্ট থেকেও যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন, তাদেরকে shy-fox থেকে সাপোর্ট দেয়া হয়।
এ সপ্তাহে অ্যাক্টিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি, কিন্তু সুপার অ্যাক্টিভ লিস্ট থেকে মোট ২ জন ইউজার পাওয়া গিয়েছে।এ ছাড়া সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন।সকলেই, amarbanglablog, abb-school, shy-fox, hungry-griffin থেকে মোট দুটি বা তার বেশি সাপোর্ট পেয়েছেন।এ সপ্তাহে সুবিধা বঞ্চিত ইউজাররা হলেন @polash123 এবং @rayhan111।যেহেতু তাঁরা এ সপ্তাহে সুপার অ্যাক্টিভ লিস্টে রয়েছেন তাই তাঁরা আগামী সপ্তাহে shy-fox থেকে মোট তিনটি করে সাপোর্ট পাবেন।
সময়কাল : ০৩ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ০৯ ফেব্রুয়ারি ২০২৫
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১০ ফেব্রুয়ারি ২০২৫ থেকে ১৬ ফেব্রুয়ারি ২০২৫
লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারের রিপোর্টঃ
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@polash123/posts | shy-fox |
০২ | https://steemit.com/@rayhan111/posts | shy-fox |
ধন্যবাদ,
![1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmbZYNxy7yACEKsx9y5jEoHEvabbVJuaPaTqiEciHLh398/1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png)
![](https://steemitimages.com/0x0/https://cdn.steemitimages.com/DQmXd6PwGUHRgSDkWtwKfDvdFpaLHXvXBdK7wnYZeqe1GUa/discord_animation_logo.gif)
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
Posted using SteemPro Mobile
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
সকলেই কম বেশি বেশ ভালোই সাপোর্ট পেয়েছেন তবে ২ জন পাননি আর সেটা আপনি আপনার এই রিপোর্ট এর মাধ্যমে তুলে ধরেছেন দেখে খুব ভালো লাগলো আপু।অনেক অনেক ধন্যবাদ আপু সব সময় এইভাবে সবার পাশে থাকার জন্য।
আপনি প্রতিনিয়ত চ্যালেঞ্জিং কাজটা যথাযথ দক্ষতার সাথে করে যাচ্ছেন। ইউজার খুঁজে তাদেরকে সাপোর্ট এর আওতায় নিয়ে আসা কঠিন একটি কাজ। আর এ কাজটি প্রতিনিয়ত করছেন যেটার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা পোষণ করছি। এ সপ্তাহে দুজন ইউজারকে পাওয়া গেল। আশা করি যথা সময়ে তারা তাদের সাপোর্ট পেয়ে যাবে।
দুইজন ইউজারকে সুবিধাবঞ্চিত তালিকায় পাওয়া গিয়েছে আর তাদেরকে বাড়তি সাপোর্ট পাওয়ার সুযোগ করে দিয়েছেন। প্রতিনিয়ত ইউজারদের সাপোর্ট নিশ্চিতে কাজ করে যাওয়ায় আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।
আপনার তৈরি করা এই রিপোর্টটা আমার কাছে সব সময় অনেক ভালো লাগে আপু কারণ আপনি অনেক কষ্ট করে খুঁজে খুঁজে কমিউনিটি থেকে সুবিধাবঞ্চিত ইউজারদেরকে বের করে নিয়ে আসেন। এই সপ্তাহে কেউ দেখছি আপনি দুইজন ইউজারকে আপনার তালিকার অন্তর্ভুক্ত করতে সক্ষম হয়েছেন।
এ সপ্তাহে একটিভ লিস্ট থেকে কোন ইউজার পাওয়া যায়নি কিন্তু সুপার অ্যাকটিভ লিস্ট থেকে দুইজন সুবিধা বঞ্চিত ইউজার পাওয়া গেছে এবং তাদেরকে আপনি সাপোর্টের আওতায় নিয়ে এসেছেন দেখে অনেকে ভালো লাগলো।অনেক ধন্যবাদ আপু দারুন একটি রিপোর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপু আপনি প্রতিনিয়তই পরিশ্রম করে সাপোর্ট বিহীন ইউজারদের খুঁজে বের করার চেষ্টা করেন এটা দেখে খুবই ভালো লাগে। আশা করছি সাপোর্ট বিহীন ইউজাররা এবার নিজেদের প্রাপ্য সাপোর্ট পাবে। অনেক অনেক ধন্যবাদ আপু।
এইবার এক্টিভ লিস্ট থেকে যদিও বা কোনো সুবিধা বঞ্চিত ইউজারকে পাওয়া যায়নি তবে সুপার এক্টিভ লিস্ট থেকে দুজন কে পাওয়া গেছে। আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই তারা তাদের কাঙ্খিত সাপোর্ট পেয়ে যাবে। সুবিধাবঞ্চিত ইউজারদের যথাযথ সাপোর্ট প্রদানের লক্ষ্যে রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
এই সপ্তাহে সুপার একটিভ লিস্ট থেকে দুইজন ইউজারকে পাওয়া গিয়েছে দেখে ভালো। তারা আগামী সপ্তাহে তিনটা সাপোর্ট পাবে দেখে ভালো লেগেছে। উনাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন জানাচ্ছি। সুবিধাবঞ্চিত ইউজারদের অনেক কষ্ট করে খুঁজে বের করে থাকেন। এটা দেখে অনেক ভালো লাগে আপু। আমাদের মাঝে এটা শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রথমেই আপুকে অনেক অনেক ধন্যবাদ।আপু সবার আইডি অনেক কষ্ট করে চেক দিয়ে এই লিস্টে নিয়ে আসেন।আমি আমার নাম সুবিধাবঞ্চিত তালিকায় আনা হয়েছে আমি অনেক আনন্দিত। ধন্যবাদ আপু সুন্দর ভাবে রিপোর্ট টি শেয়ার করার জন্য।
সুবিধা বঞ্চিতদের নিয়ে রিপোর্টটি দেখলে খুব বেশি ভালো লাগে।আপনার এই রিপোর্টের মাধ্যমে কোন ইউজার যদি সাপোর্ট থেকে বাদ পড়ে যায় , সেটি আপনার মনিটরিং ধারা এই রিপোর্টের মাধ্যমে তুলে ধরেন।আর তাদের জন্য সাপোর্টের ব্যবস্থা করে থাকেন । ধন্যবাদ আপনাকে ভালো থাকবেন সব সময় এই কামনা করি আপু।।