টার্গেট ডিসেম্বর সিজন ৫-এ আমার অংশগ্রহণ 🐬(9th Dolphins )🐬
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন।“আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৫ এর পাওয়ার আপ প্রতিযোগিতায় অংশগ্রহণের ৭ম সপ্তাহ পূর্ণ হল আজ।আমার টার্গেটটি হচ্ছে ডিসেম্বরের মধ্যেই পাওয়ারকে ৬০,০০০ স্টিম এ পরিণত করা।আজকে পাওয়ার আপের মাধ্যমে পাওয়ার ৪৬,৮৫৬ স্টিম এ পরিণত হল, আরও দরকার ১৩,১৫৪ স্টিম। আশা করছি নিয়মিত পাওয়ার আপ করলে আমার টার্গেটকে ছুয়ে ফেলতে পারব, আর না পারলেও কাছাকাছি যেতে পারব। যতদিন স্টিমিট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।
এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪৬,৮০৬।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪৬,৮৫৬ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।
নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:
পাওয়ার আপের পূর্বেঃ
পাওয়ার আপের সময়ঃ
পাওয়ার আপের পরেঃ
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

দেখতে দেখতে টার্গেট ডিসেম্বর সিজন 5 এর সপ্তম সপ্তাহ পূর্ণ হয়ে গেলো। আর আজকে ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন।আপনার ৬০ হাজার এসপি পূরণের জন্য আর মাত্র ১৩ হাজার ১৫৪ স্টিমের প্রয়োজন। আশা করি নির্ধারিত সময়ের পূর্বেই আপনি আপনার লক্ষ্য ছুঁয়ে ফেলতে পারবেন।
টার্গেট পূরণে আপনি প্রতিনিয়ত এগিয়ে যাচ্ছেন আপু পাওয়ার আপের মাধ্যমে। পাওয়ার আপের গুরুত্ব অপরিসীম নিজের একাউন্টের সক্ষমতা বৃদ্ধি করতে। আপনি ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন। তাই আশা করা যায় নিদিষ্ট সময়ের মধ্যে আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাবেন। অনেক অভিনন্দন রইলো আপনার জন্য।
দেখতে দেখতে আপনি আপনার লক্ষ্যের দিকে খুবই ভালোভাবে এগিয়ে যাচ্ছেন। আর এটা দেখে আমার অনেক ভালো লেগেছে আপু। সবসময় এভাবে পাওয়ার আপ করতে থাকলে, তাড়াতাড়ি লক্ষ্য টা পূরণ হয়ে যাবে আপনার। দেখতে দেখতে আপনার 46,856 স্টিম পাওয়ার পূরণ হয়ে গেল আজকের পাওয়ার আপের মাধ্যমে। দোয়া করি যেন শীঘ্রই আপনার লক্ষ্যটা পূরণ হয়ে যায়।
প্রতি সপ্তাহের এই দিনে পঞ্চাশ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেন সেই ধারাবাহিকতায় আজকেও ৫০ স্টিম পাওয়ার বৃদ্ধি করে নিজের সক্ষমতা বৃদ্ধি করেছেন। এগিয়ে যান আপু আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
৫০ স্টিম পাওয়ার আপ যে কোন প্রোফাইলের জন্য একটি দারুণ পদক্ষেপ। আপনার প্রোফাইলের সক্ষমতা বেশ অনেকখানি এগিয়ে গেল। এভাবেই ধীরে ধীরে আপনি আপনার নির্দিষ্ট লক্ষ্যের দিকে পৌঁছে যান। প্ল্যানিং করে পাওয়ার আপ করলে বহু ক্ষেত্রে বিভিন্ন ধরনের সুবিধা হয়। ভবিষ্যতের জন্য আমার তরফ থেকে শুভকামনা রইল।
50 দিন পাওয়ার আপ মানে অনেকটাই এগিয়ে যাওয়া। আপনি এভাবেই আপনার পরবর্তী লক্ষ্য পূরণ করে ফেলবেন খুব তাড়াতাড়ি এমনটা প্রত্যাশা করি। আন্তরিক শুভকামনা রইল আপনার জন্য আপু। ৬০ হাজার এসপি খুব একটা দূরে নয়।
আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন এবং এতে করে আপনি ৪৬,৮৫৬+ এসপি তে পৌঁছে গেলেন আপু। আশা করি এই সিজনে আপনার কাঙ্খিত লক্ষ্য ৬০,০০০ এসপি অর্জন করতে সক্ষম হবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।
একাউন্টঃ @tangera
পাওয়ার বৃদ্ধিঃ = 0.106824%