১০ স্টিম এর কুইজ প্রতিযোগিতা, 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামু আলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি। আজ অনেকদিন পরে আপনাদের সাথে একটি কুইজ প্রতিযোগিতার আয়োজন করতে যাচ্ছি। এর আগে প্রায় তিন থেকে চারবার এই কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছিলাম। লাস্ট প্রতিযোগিতাটি ছিল প্রায় ৪ মাস আগে।আজকের প্রতিযোগিতায় ১০ স্টিম এর প্রাইজ রয়েছে। আমি প্রতিযোগিতায় অংশগ্রহণ করা খুব পছন্দ করি, আশাকরি আপনারাও এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার এই আয়োজনকে সার্থক করবেন।আসলে মাঝে মাঝে একঘেয়েমি পোস্ট করতে করতে আর ভালো লাগেনা, তাই একটু ভিন্নতার আয়োজন করলাম। শুধুমাত্র একটু ফান ও আনন্দ করার জন্য এই পোস্টটি আপনাদের সামনে নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।

2CF4128B-E7CC-41EA-AB35-4899DEC10C65.jpeg

ফটোগ্রাফিটি নিয়েছিলেন বিবিসি এর রিপোর্টার রিকার্ডো স্যান্ড্রা।

ফটোগ্রাফিটি নিয়েছিলাম বিবিসি নিউজ থেকে।

আমার এই কুইজ প্রতিযোগিতাটি হচ্ছে আমাদের জাতীয় ফল কাঁঠাল নিয়ে। যদিও আমি কাঁঠাল মোটেও পছন্দ করি না, জীবনে একবার বা দু'বার খেয়েছিলাম, কিন্তু কাঁঠালের বিচি আমার অনেক পছন্দের। আসলে ইংল্যান্ডের অধিকাংশ মানুষই কাঁঠাল ভালোভাবে চিনে না, খাওয়া তো দূরের কথা। আপনাদেরকে একটি গল্প বলি, যদিও এই গল্পটি পূর্বে আমার কোন একটি পোস্টে করেছিলাম। একবার একটি মার্কেটে গিয়েছিলাম যেখানে বাংলাদেশের সকল প্রকারের ফলমূল ও শাকসবজি পাওয়া যায়। ফলমূলের মাঝে কাঁঠালও ছিল। এই কাঁঠাল দেখে এক ইংলিশ লেডি তার এক ফ্রেন্ডকে খুব স্ট্রেঞ্জ হয়ে বলছিলেন “What is this?”. তিনি তার ফ্রেন্ডকে আনসার করতে পারলেন না।

এবার আসছি মূল পর্বে। লন্ডনের বোরো মার্কেটে এই কাঁঠালটির (আমার উপরের ফটোগ্রাফি) সেল চলছিল। নিজের দেশে রিকার্ডো স্যান্ড্রা টুইটারে ভাইরাল হয়েছিলেন এই রিপোর্টটির জন্য। কারণ কাঁঠাল টির দাম ছিল আশ্চর্যজনক। আপনাদেরকে কাঁঠালটির দাম বলতে হবে। উত্তর ৮০ % এর কাছাকাছি হলেও তাকে বিজয়ী করা হবে।

এখন প্রশ্ন কাঁঠালটি কত পাউন্ডের ছিল?( ১ পাউন্ড = বাংলাদেশের ১১৬ টাকা হবে)। যেমন ১ পাউন্ড হলে লিখতে হবে ১ পাউন্ড, টাকা লেখা যাবেনা।

প্রতিযোগিতার নিয়মাবলী:

  • ১. আপনাকে অবশ্যই আমার বাংলা ব্লগের সদস্য হতে হবে।
  • ২. কমেন্টস এডিট করা যাবে না।
  • ৩. কারো কমেন্টস এ আপভোট করা যাবে না।
  • ৪. আপনাকে অবশ্যই আমার পোস্টটি রি- স্টিম করতে হবে যেন অন্য সদস্যরা দেখতে পারেন।

পুরস্কার :

  • ১ম = ৫স্টিম
  • ২য় = ৩স্টিম
  • ৩য় = ২স্টিম

প্রথম তিনজন সঠিক উত্তরদাতা কে আগামীকাল বিজয়ী ঘোষনা করা হবে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন, শুধুমাত্র একটু ফান করার জন্যই এই পোষ্টটি করেছি। প্রতিযোগিতায় অংশগ্রহণ বা কমেন্টস করে পাশে থাকুন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

সত্যি খুবই অবাক হলাম। একটি কাঁঠালের সর্বোচ্চ কত দাম হতে পারে ? খুব বেশি ২০০ টাকা । কিন্তু, হু হু বাবা এর নাম বিদেশ । যে জিনিস আমাদের দেশে যত সস্তা বিদেশে তাই সব চাইতে দামি হয় । কাঁঠালের দামও বেশি হবে তাতে আর আশ্চর্যের কি আছে ।

ভাবছি, এবার আমার গাছের কাঁঠাল তানজিরা ম্যাডামের কাছে পাঠাবো ব্যবসা করার জন্য । বেশি না, কাঁঠাল প্রতি মোটে হাজার দশেক টাকা হলেই চলবে আমার ।

 3 years ago 

১০০০০! আমি ৫০০ তেই দিতে পারি যত লাগে তত, তবে গ্রীষ্ম মৌসুমে। হা হা

 3 years ago 

দাদা আমাদের দেশে কাঁঠাল ফল খুবই সস্তা ভাবছি ব্যবসা করবো লন্ডনে নিয়ে।🤩🤩

 3 years ago (edited)

❤️

 3 years ago (edited)

কাঁঠাল এর দাম হবে ১৬০ পাউন্ড।

 3 years ago 

কুইজটির সঠিক আনসার হবে ১৬০ ব্রিটিশ পাউন্ড ।

 3 years ago 

200 ব্রিটিশ পাউন্ডের হবে।

 3 years ago 

যদিও এটা আন্দাজে ঢিল মারা একটি প্রতিযোগিতা। তাই আমি দাম দিলাম ৮০ পাউন্ড।

 3 years ago 

১৬০ পাউন্ড,

 3 years ago 

160 পাউন্ড

 3 years ago 

কাঁঠাল আমিও তেমন একটা পছন্দ করি না তবে ছোটবেলায় অনেক খেতাম এখন একেবারেই খাইনা আমার মনে হয় কাঁঠালটি অন্তত 130 পাউন্ড

 3 years ago 

আপনার এই প্রতিযোগিতার মাধ্যমে আমাদের জাতীয় ফল কাঁঠাল সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানতে পারলাম। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
উত্তর: ১৬০ পাউন্ড।

 3 years ago 

১৬০ ব্রিটিশ পাউন্ড

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.20
JST 0.034
BTC 98504.77
ETH 3362.26
USDT 1.00
SBD 3.06