৫০ স্টিমস পাওয়ার আপ, ৪ সপ্তাহ (50 STEEMS POWER UP, Week 04)

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি @amarbanglablog কমিউনিটিতে টার্গেট ডিসেম্বর পাওয়ার আপ বৃদ্ধি প্রতিযোগিতায় অংশগ্রহণের এক মাস পূর্ণ হলো। আমার টার্গেট হচ্ছে ডিসেম্বর মাস পর্যন্ত প্রতি সপ্তাহে কিছু পাওয়ার আপ করা। স্টিমিটে নিজের অবস্থান শক্তিশালী করতে হলে পাওয়ার আপের বিকল্প কিছুই নেই, পাওয়ার আপই পারে আপনাকে শক্ত অবস্থানে নিয়ে যেতে। সবারই উচিত অল্প অল্প করে পাওয়ার আপ করে নিজের স্টিম পাওয়ারকে মজবুত করা। তাছাড়া @rme দাদার কথা ফলো করতে পারেন, দাদা সব সময় বলেন আপনারা যা উপার্জন করবেন তার ফিফটি পার্সেন্ট পাওয়ার আপ করুন আর বাকিটা খরচ করুন। সত্যিই এটি অনেক মূল্যবান কথা। এতে ভবিষ্যতে আপনিই লাভবান হবেন, আর এখন দেখা যাচ্ছে স্টিমিট এর দাম ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, এটি খুব শীঘ্রই আরো বৃদ্ধি পাবে, তখন কে লাভবান হবে ?নিশ্চয়ই আপনিই লাভবান হবেন আর যদি পাওয়ার আপ না করেন তখন আপনিই আফসোস করতে থাকবেন! তাই আমাদের সকলেরই স্লোগান হওয়া উচিত যা উপার্জন করবো তার ফিফটি পার্সেন্ট পাওয়ার আপ করবো।

25061D18-7459-471F-AE85-87964016A7F0.jpeg

পাওয়ার আপ এর ডিজাইনটি করেছে আমার দুই মেয়ে প্লেডো দিয়ে যা গত পাওয়ার আপ পর্বে বিস্তারিত বলেছিলা।

দেখতে দেখতে এই প্রতিযোগিতার এক মাস পূর্ণ হয়ে গেল আজকে। একমাস আগে @rex-sumon ভাইয়া এবং কমিউনিটির বিশেষ কয়েকজন সদস্য মিলে এই প্রতিযোগিতার আয়োজন করেন এবং তিনি এজন্য বিশেষ পুরস্কারের ব্যবস্থাও করে রেখেছেন ,স্পেশাল ধন্যবাদ সুমন ভাইয়াকে আর “আমার বাংলা ব্লগ” কে। আমি একান্তভাবেই বাংলা ব্লগ কমিউনিটির কাছে কৃতজ্ঞ, এই কমিউনিটিতে যোগদান না করলে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারতাম না এবং তা সম্ভবও হতো না কারন দাদার কাছ থেকে যেভাবে সাপোর্ট পেয়ে যাচ্ছি অন্য কোন কমিউনিটি থেকে কখনো পায়নি এবং পাওয়া সম্ভাবও না, কারণ স্টিমিটে দাদার মতো এমন সাপোর্ট দেওয়া কোন কমিউনিটি আজ পর্যন্ত পাইনি। অবশ্যই এর জন্য বিশেষ ধন্যবাদ আমি দাদাকে দেবো। তার কারণেই আমি একটানা এখানে কয়েক মাস কাজ করে যাচ্ছি, যদিও এর অনেক আগে থেকেই স্টিমিট এ কাজ করছি কিন্তু তখন এত নিয়মিত ছিলাম না।

এখন চলে যাচ্ছি আমার পাওয়ার আপ এর মূল প্রক্রিয়ায়, এই এক মাসে আমি ২৫০ স্টিম পাওয়া আপ করেছি, নিশ্চয়ই এটি আমার কাছে একটি বড় পাওয়া। এখন আমার মোট স্টিম পাওয়ার হয়েছে ৭২৩.

নিচে পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো :

পাওয়ার আপ এর পূর্বে :

CD449889-16BA-42C1-90E7-27A1A4382EA1.png

পাওয়ার আপ এর পরে:

5F429549-05AB-41E3-A192-68E4285FEEF3.png

আশা করি আমার এই ব্লগ টি পড়ে আপনাদের ভাল লেগেছে।

ধন্যবাদ,
@tangera

আমি তানজিরা, ব্রিটিশ-বাংলাদেশী , বিবাহিতা, দুই সন্তানের জননী। বর্তমানে ইংল্যান্ডে বসবাস করছি।বাংলা আমার মাতৃভাষা, বাংলাকে ভালোবাসি , ভালোবাসি আমার জন্মভূমিকে ,ভালোবাসি মাটি ও মানুষকে ।বাগান করতে ভালোবাসি যা আমার একমাত্র প্রধান সখ,ভালোবাসি ভ্রমণ করতে ও রান্না করতে।

Sort:  

plz send me your facebook ID or any Social Media link...for Contact with you...

 3 years ago 

Who are you? Why should I give you my Facebook ID?

I want to work with you.. I Need Your Help for Steemit Vlog.

I am your Friend ...form Dhaka Bangladesh..

 3 years ago 

খুব সুন্দর অগ্রগতি।এভাবেই এগিয়ে যান আপু আমিও সাথে আছি।ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

ধন্যবাদ আপু তোমাকে আমি জানি তুমি আমার সাথে আছো।

 3 years ago 

দ্রুতগতিতে এগিয়ে যান আপু, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

You have been upvoted by @rex-sumon A Country Representative, we are voting with the Steemit Community Curator @steemcurator07 account to support the newcomers coming into steemit.


Follow @steemitblog for the latest update. You can also check out this link which provides the name of the existing community according to specialized subject

There are also various contest is going on in steemit, You just have to enter in this link and then you will find all the contest link, I hope you will also get some interest,

For general information about what is happening on Steem follow @steemitblog.

 3 years ago 

Thank you very much.

 3 years ago 

অনেক এগিয়ে গেছেন দিদি।আমারাও আপনার পিছনেই আছি।শুভকামনা রইল দিদি।

 3 years ago 

আপনার এই উদ্যোগকে সাধুবাদ জানাই। এটি খুব একটি ভালো উদ্যোগ। নিজের সক্ষমতা বৃদ্ধি মানে নিজের ভবিষ্যৎ সুরক্ষিত রাখা। ডিসেম্বর পর্যন্ত ইনশাআল্লাহ আপনাকে এই ইভেন্টের সাথে পাবো।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.28
JST 0.042
BTC 104956.85
ETH 3880.98
SBD 3.32