অবশেষে বাংলাদেশের পথে যাত্রা, সাথে কিছু ফটোগ্রাফি, 10% beneficiary to@shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। অবশেষে বাংলাদেশের পথে রওনা হচ্ছি দীর্ঘ ঝায় ঝামেলা পার হওয়ার পর। আমাদের প্রথমে প্ল্যান ছিল জুলাই মাসে যাওয়ার, অবশেষে করোনার ভয়াবহতার কারণে জুলাই মাস ক্যান্সেল করে ডিসেম্বর মাসের প্ল্যান করেছিলাম।আমার হাসব্যান্ড দেড় মাস আগেই চলে গিয়েছিল, তাই আমাদের একা যাওয়ার কথা ছিল। এরপর আমার ভাসুর ও তার ফ্যামিলি প্লান করলো আমাদের সাথে যাবেন।কিন্তু আমার ভাসুরের ছোট ছেলের চোখে হঠাৎ করে প্রব্লেম হওয়ার কারনে জরুরি ভিত্তিতে তার চোখের অপারেশন হয়।একারনে তাদের যাওয়া ক্যানসেল হয়ে যায়।এরপর যাওয়ার একদিন আগে আমার ভাসুর হঠাৎ করে ডিসাইড করেন তিনি ও তার ছেলে আমাদের সাথে বাংলাদেশ এ যাবেন, অবশেষে একটু শান্তি পেলাম কারণ বাচ্চাদেরকে নিয়ে এক যাওয়া অনেক কঠিন একটি কাজ।

209524D3-C5EA-4E0B-B4EB-3E99763B68BD.jpeg

বাচ্চারা খুবই এক্সাইটেড বাংলাদেশে যাচ্ছে।

9A06E6C4-88EB-41D9-8E51-FA4986798B13.jpeg

1D0C7E9D-3DC4-4CD2-BAF8-E14431643526.jpeg

162CCF54-461C-44EE-B895-782753F0A06C.jpeg

D8CC985F-86DF-4391-AB07-7A0911FCC878.jpeg

FA59A19D-0452-4E93-87CA-97618F0502A4.jpeg

5DD66BD3-F8A5-4FA0-9D1D-CC4AB9C648EA.jpeg

574273DD-0EDF-4BB8-ABAD-03C0B7319F52.jpeg

6468514E-A21C-4347-9F86-DBF06612814B.jpeg

1D09C097-83BA-4E69-8BD3-14940311BB28.jpeg

3A776A9D-2963-4978-B0E1-2048E5A43808.jpeg

890193A6-0033-4984-8E9F-F56AE57B66AF.jpeg

AD1CBD49-48FF-480E-989B-D7AAF0B1A59D.jpeg

এয়ারপোর্টের দীর্ঘ সময় বসে থাকতে থাকতে বোরিং লাগছিল তাই বসে বসে এই পোস্টটি করে ফেললাম।আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহিসালামতে বাংলাদেশের পৌঁছাতে পারি।

Photographer@tangera
DeviceI phone 13 pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago (edited)

দোয়া রইল যাতে নিরাপদ ভাবে দেশে আসতে পারে। আর ফটোগ্রাফি গুলা অনেক সুন্দর হয়েছে বিশেষ মুহূর্তের বিশেষ কিছু ছবি শেয়ার করেছেন ভালো লাগলো।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাংলাদেশে আসার জন্য আপনাকে স্বাগতম বিশেষ করে আপনার ফটোগ্রাফি গুলো দেখে আমি ভাষা হারিয়ে ফেলেছি। এত সুন্দর ভাবে আপনি ফটোগ্রাফি করেছেন। যা বলার মতো না। জায়গা গুলো খুবই সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। খুবই সুন্দর লাগছে। আপনাদের জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

সব সময় দোয়া করি আপু আপনি এবং আপনার পুরো পরিবার যেনো সুস্থ এবং সুন্দরভাবে দেশে ফিরতে পারেন।
দোয়া রইলো।

 3 years ago 

আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো ভাবে পৌঁছে গিয়েছি, অনেক ধন্যবাদ আপু তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাচ্চাদেরকে দেখে ভালো লাগছে ওরা সবাই কত খুশি আমরাও অনেক এক্সাইটেড হয়ে আছি কখন ওদেরকে দেখতে পাবো। ছবিগুলো খুব সুন্দর হয়েছে আপু দোয়া রইল সব সময় যেন ভালোমতো দেশে পৌঁছাতে পারো।

 3 years ago 

অনেক ধন্যবাদ তোমার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাচ্চাদের দেখে বুঝা যাচ্ছে তারা খুব খুশি বাংলাদেশে যেতে পেরে।আপু আপনার ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে। আপনি ও খুব এক্সাইটেড বুঝতে পারছি। আপু আপনার যাত্রা শুভ হোক।

 3 years ago 

অনেক ধন্যবাদ বৌদি আপনার সুন্দর মন্তব্যের জন্য, সত্যিই আমরা সকলেই খুবই এক্সাইটেড ছিলাম।

 3 years ago 

বাংলাদেশ খুব একটি সুন্দর দেশ। এ দেশে আসার জন্য আপনাকে অভিনন্দন ।আপনার জন্য দোয়া রইল আপনি সহিসালামতে বাংলা দেশে আসেন বাংলাদেশে ।আপনার ফটো গুলো খুব সুন্দর ছিল দেখে খুব ভালো লাগলো। ধন্যবাদ আপনার যাত্রা শুভ হোক।

 3 years ago 

আল্লাহর অশেষ রহমতে আমরা ভালোভাবে পৌঁছে গিয়েছি, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

👍🌹

 3 years ago 

বাংলাদেশে আপনাকে স্বাগতম। সাবধানে সুস্থ‍্যভাবে বাংলাদেশে পৌঁছান সেই দোয়া করি। এবং ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে।

 3 years ago 

আমরা সকলেই সুস্থ ভাবে বাংলাদেশ এ পৌঁছে গিয়েছি, অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বাচ্চারাও মনে হচ্ছে খুবই খুশি বাংলাদেশে আসার জন্য 😊
যাই হোক দোয়া করি আপনি যেন সহিসালামতে বাংলাদেশে এসে পৌঁছাতে পারেন।
শুভকামনা রইল আপনার জন্য আপু 😊😊

 3 years ago 

আমরা সকলেই সহিসালামতে বাংলাদেশে পৌঁছে গিয়েছি, অনেক ধন্যবাদ আপু আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

আপনার যাত্রা শুভ হোক, নিরাপদে গন্তব্যে ফিরে আসুন, এই দোয়া এবং প্রত্যাশা করছি।

 3 years ago 

আকর্ষণীয় বিষয়বস্তু, আমার অন্তর্দৃষ্টি যোগ করে, ভাগ করার জন্য আপনাকে ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96483.87
ETH 3356.14
USDT 1.00
SBD 3.20