৫০ স্টিম পাওয়ার আপ 🐬(7th Dolphins )🐬

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।আজ মঙ্গলবার, আমার পাওয়ার আপের দিন। ইতিমধ্যেই এ বছর “আমার বাংলা ব্লগ’’ এ ডিসেম্বর সিজন- ৪ এর পাওয়ার আপ প্রতিযোগিতা শেষ হয়ে গিয়েছে, তাই আমি আমার নিয়মিত পাওয়ার আপ এর ধারাবাহিকতাও চালিয়ে যাচ্ছি।যতদিন স্টিমিট এ কাজ করবো, ততদিন এই ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবো, কারণ পাওয়ার আপকে অনেক ভালোবাসি।

IMG_5212.jpeg



এ সপ্তাহে ৫০ স্টিম পাওয়ার আপ করেছি।পাওয়ার আপ এর পূর্বে আমার মোট স্টিম পাওয়ার ছিল ৪৩,৪২৪।পাওয়ার আপ এর পরে হয়েছে ৪৩,৪৭৪ স্টিম।পাওয়ার আপকে অনেক ভালবাসি, আমাদের সকলেরই উচিত পাওয়ার আপকে ভালবাসা।

নিচে আমার পাওয়ার আপ প্রক্রিয়াটি দেখানো হলো:

পাওয়ার আপের পূর্বেঃ

IMG_5209.jpeg

পাওয়ার আপের সময়ঃ

IMG_5210.jpeg

পাওয়ার আপের পরেঃ

IMG_5211.jpeg

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 days ago 

আমি লক্ষ্য করে দেখেছি আপনি প্রত্যেক সপ্তাহে নির্দিষ্ট পরিমাণে স্টিমকে নির্দিষ্ট দিনে পাওয়ারে রূপান্তরিত করেন। এইভাবে ধারাবাহিকতা বজায় রাখাটা আসলেই অনেক কঠিন একটা ব্যাপার। যেহেতু আপনি এই ধারাবাহিকতা বজায় রেখেছেন তাই আপনি আস্তে আস্তে অনেক ভালো একটা অবস্থানে পৌঁছে যাচ্ছেন।

 4 days ago 

আপু আপনি আজকেও অনেক বড় এমাউন্টের পাওয়ার আপ করেছেন দেখে অনেক ভালো লাগলো। প্রতিনিয়ত এরকম ভাবে পাওয়ার আপ করে যাওয়া সবার জন্য অনেক গুরুত্বপূর্ণ। আজকের পাওয়ার আপের মাধ্যমে আপনার ৪৩,৪৭৪ স্টিম পাওয়ার হয়েছে দেখে অনেক বেশি ভালো লাগলো। অনেক উৎসাহিত হলাম আপু আপনার করা পাওয়ার আপ দেখে।

 4 days ago 

আপু আজ আপনি ৫০ স্টিম পাওয়ার আপ করার পর আপনার পাওয়ার ৪৩,৪৭৪ স্টিম হয়েছে দেখে খুব ভালো লাগলো। আজকের পাওয়ার আপের মাধ্যমে আপনার কাঙ্খিত লক্ষ্যের দিকে আরো একধাপ এগিয়ে গিয়েছেন। আমরা সবাই পাওয়ার আপ ভালোবাসি। আপনি যেভাবে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একাউন্টের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাচ্ছেন তাতে খুব তাড়াতাড়ি আপনার লক্ষ্য পূরণ করতে পারবেন। আপনার জন্য শুভকামনা রইল।

 4 days ago 

প্রত্যেক সপ্তাহে আপনি ৫০ স্টিম পাওয়ার আপ এর ধারাবাহিকতা বজায় রেখে আমাদের মাঝে পোস্ট শেয়ার করেন দেখতে সত্যি বেশ ভালো লাগলো। পাওয়ার আপ প্রত্যেকটা স্টিমিট ইউজারের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিজের শক্তিকে বৃদ্ধি করে সামনের দিকে এভাবে এগিয়ে চলুন আপনার জন্য শুভকামনা রইল আপু।

 4 days ago 

আপনি প্রতি সপ্তাহে একটি নির্দিষ্ট অ্যামাউন্ট ধারাবাহিকভাবে পাওয়ার বৃদ্ধি করে চলেছেন। যেটা সত্যিই অনেক ভালো একটা দিক। আমরা চেষ্টা করি পাওয়ার বৃদ্ধি করার। নির্দিষ্ট লক্ষ্য অনুযায়ী আমরা এগিয়ে চলেছি। আপনার পাওয়ার বৃদ্ধি দেখে ভালো লাগলো।

 4 days ago 

আপনি বরাবরের মতো এই সপ্তাহেও ৫০ স্টিম পাওয়ার আপ করেছেন,যা দেখে ভীষণ ভালো লাগলো আপু। এতে করে আপনি ৪৩,৪৭৪+ এসপি তে পৌঁছে গেলেন। আশা করি এভাবেই অনেক দূর এগিয়ে যাবেন। আপনার জন্য শুভকামনা রইলো আপু।

 4 days ago 

আপনার পাওয়ার বৃদ্ধি করা পোস্ট দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে। আসলে প্রতিনিয়ত পাওয়ার বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় কাজ করার জন্য এটির বিকল্প নেই। আপনার মত আমি নিজেও সব সময় পাওয়ার বৃদ্ধি করতে অনেক ভালোবাসি। এভাবে এগিয়ে যান শুভকামনা রইল।

 4 days ago 

৫০ স্টিম পাওয়ার আপ এর মাধ্যমে আপনি আপনার শক্তি আরও বৃদ্ধি করলাম। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.25
JST 0.038
BTC 96900.40
ETH 3351.13
USDT 1.00
SBD 3.19