স্কুলের জন্য জুতা কেনাই যেন শেষ হচ্ছে না

in আমার বাংলা ব্লগ5 days ago
আসসালামুআলাইকুম

বন্ধুরা, সবাই কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভালো আছি।

IMG_3645.jpeg

কিছুদিন আগে একটি পোস্ট করেছিলাম বাচ্চাদের স্কুলের জুতা কেনা নিয়ে। প্রতিবছরই তাদের স্কুলের জন্য দুই জোড়া করে জুতা লাগে।একটি লাগে নরমাল জুতা, আরেকটি লাগে ট্রেইনার।ট্রেইনার লাগে শুধু যেদিন PE (ফিজিক্যাল এক্সারসাইজ) থাকে।বাংলাদেশে দেখেছি আমরা যখন স্কুলে যেতাম শুধু এক জোড়া জুতা দিয়েই হয়ে যেত। শরীর চর্চার জন্য আলাদা কোন জুতা লাগতো না।এছাড়া শরীরচর্চার জন্য আলাদা কোন ড্রেসও ছিল না।কিন্তু এ দেশে ভিন্ন, যেদিন শরীরচর্চা থাকবে সেদিন শরীরচর্চার ড্রেস পড়ে যেতে হবে, সাথে ট্রেইনারও লাগবে।এ কারণেই স্কুল খোলার আগে সবকিছুই আগে থেকে কিনে রেখেছিলাম।কিন্তু বড় মেয়ের জন্য পড়ে গেলাম বিপদে।তার জন্য যে ট্রেইনার কিনেছিলাম সেটি একসেপটেড হয়নি।

PE এর জন্য পছন্দ করে দাম দিয়ে অনেক সুন্দর একটি ট্রেইনার কিনেছিলাম।বাংলাদেশি টাকার প্রায় ৭০০০ এর মত হবে।PE এর জন্য স্কুলে পড়ে গেলে টিচার বলল এই জুতায় হবে না।পরে আমাকে স্কুল থেকে একটি লিংক পাঠিয়েছে।ওই লিংকে ঢুকে দেখতে হবে কি ধরনের জুতা লাগবে? আমার কথা হল এই লিংক কেন স্কুল বন্ধ হওয়ার আগে দিল না? এখন কেন এই লিঙ্ক দিচ্ছে? টিচার বলেছে নেক্সট উইক থেকে এই জুতা আর এলাও হবে না, যদি পড়ে আসে তাহলে তাকে ডিটেনেশনে থাকতে হবে।হাতে আছে মাত্র দুই দিন।সোমবার থেকে ক্লাস শুরু হবে। পড়ে গেলাম বিপদে।শপে গেলে এই জুতা খুঁজে পাওয়া মুশকিল। তাই অনলাইনে অর্ডার করতে হবে।কিন্তু অনলাইনে অর্ডার করলে এত তাড়াতাড়ি ডেলিভারি পাওয়া কষ্টকর।এরপর আবার রবিবারে কোন ডেলিভারি দেয় না সবকিছুই বন্ধ থাকে।তখন একমাত্র ভরসা শুধু amazon এর উপর। কারণ amazon এ আজকে অর্ডার দিলে কালকেই ডেলিভারি দিয়ে দেয়।শুক্রবার রাতেই অর্ডার দিয়ে দিলাম।আর শনিবার দুপুরের আগেই ডেলিভারি চলে এসেছে।জুতা জোড়া পেয়ে মনে এখন শান্তি। কারণ মেয়েটিও অশান্তি করছিল যদি সোমবারে ওই জুতা পড়ে না যেতে পারে তাহলে প্রবলেম হবে তার স্কুলে।

IMG_3641.jpeg

এই জুতার প্রাইস আগের জুতার থেকে অনেক কম, বাংলাদেশি টাকার প্রায় ৩-৪ হাজারের মতো হবে।কষ্ট লাগছে শুধু আগের জুতাটি এখন অকেজো হয়ে পড়ে থাকবে।তবে কোথাও গেলে ব্যবহার করতে পারবে।এই শীতের মধ্যে তেমন কোথাও যাওয়া হয় না।আর সামার সিজন আসতে আসতে এই জুতা তার আর পায়ে ফিট হবে না।শুধু আমার মেয়ের ক্ষেত্রেই এই প্রবলেম হয়নি, তার ফ্রেন্ড এবং আরো অনেক ছেলে মেয়ে তাদেরও সেম কেস। সকলেরই আবার ডাবল করে জুতা কিনতে হয়েছে।আমার কথা হল তারা কেন আগে থেকে এই লিংক দিয়ে সকলকে জানালো না।কেন বলল না PE এর জন্য শুধু এই জুতা গুলোই লাগবে।যাইহোক কি আর করা? তারা যেটা বলবে সেটাই তো করতে হবে।

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালে লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


[witness_vote.png](https://steemitwallet.com/~witnesses

Posted using SteemPro Mobile

Sort:  
 4 days ago 

তাইতো লিংকটি আগে দিয়ে দিলে এই ভোগান্তিতে পড়তে হতো না। শুরুতেই এখান থেকে জুতাটি কিনতে পারলে আগের জুতাটি অকেজ হয়ে পড়ে থাকত না। ঠিকই বলেছেন আপু আগেকার দিনে এরকম সিস্টেম ছিল না। এখন আমার ছেলেদের স্কুলেও গেমস ক্লাসের জন্য আলাদা ড্রেস আছে কিন্তু জুতা নেই। এক দিক দিয়ে অবশ্য ভালো হয়েছে। যাই হোক সময় মত জুতাটি হাতে পেয়ে গিয়েছেন দেখে ভালো লাগলো।

 4 days ago 

স্কুল কর্তৃপক্ষ যদি লিংকটি আগে দিত তাহলে আর এরকম সমস্যা হতো না আপু। দুইবার জুতা কিনতে হতো না। তবে কি আর করার যেহেতু স্কুলের জন্য নির্ধারিত জুতা কিনতেই হবে তাই তো দুইবার জুতা কিনতে হলো আপু।

 4 days ago 

তারা যদি লিংক আগে দিয়ে দিত তাহলে হয়তো এতগুলো ছেলেমেয়েকে এরকম ভোগান্তির মধ্যে পড়তে হতো না। এমনকি আপনাদেরকেও ভোগান্তির শিকার হতে হত না। এখনতো ডাবল জুতা কেনা লেগেছে। তবে যাই হোক একদিনের মধ্যে আপনি ডেলিভারি পেয়ে গিয়েছেন এই জুতার, এটা দেখে অনেক ভালো লেগেছে। সঠিক সময় মতই জুতাটা পেয়ে গিয়েছেন দেখে ভালো লেগেছে। এটা এতো সুন্দর করে শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 4 days ago 

আসলেই লিংকটা আগে দিলে কোনো ঝামেলা ই হতো না। যাইহোক আমাজন এতো তাড়াতাড়ি ডেলিভারি না দিলে তো আরও ঝামেলায় পড়তে হতো। শেষ পর্যন্ত জুতা হাতে পেয়েছেন এবং সমস্যার সমাধান হয়েছে, এটা দেখে ভীষণ ভালো লাগলো আপু। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.028
BTC 62007.73
ETH 2389.39
USDT 1.00
SBD 2.49