মেয়ের সাথে বুক মার্ক তৈরি

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। বড় মেয়েটি রোজা ছিল, কিন্তু আজকে স্কুল বন্ধ তাই কোনভাবেই যেন তার সময় কাটছিল না। গতকাল অনেক সুন্দর ভাবে কাটিয়ছিল কারণ স্কুল ছিল। স্কুল থেকে সাড়ে তিনটার সময় বাসায় ফিরেছে।এরপর প্রায় তিন ঘন্টা পরে ইফতারের টাইম হয়েছে।কিন্তু আজকে তার সময় যেন কাটছিল না, সকাল থেকে ট্যাব নিয়ে বসে ছিল।তাই আমি ভাবলাম তার সাথে কিছু একটা করি যেন তার একটু ভাল লাগে, ট্যাব থেকে একটু দূরে থাকতে পারে। যদিও আমার সময় ছিলনা, সকাল বেলায় সামান্য একটু সময় পাই, ওই সময়টুকু ওর সাথে কাটিয়েছি।মা ও মেয়ে দুজন মিলে দুটি বুক মার্ক তৈরি করেছি।সে খুব এনজয় করেছে। শুধুমাত্র ওর খুশির জন্যই এই বুক মার্কটি তৈরি করা। আশা করি বুকমার্ক ২ টি আপনাদের ভালো লাগবে।চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে।

6A40200D-DFB6-4E5A-BD33-E21F4CC63654.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • দুইটি পেপার( একটি নীল, আরেকটি সবুজ)
  • ১ টি রুলার
  • একটি পেন্সিল

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

85B3D2D1-3603-46E9-AFFC-969266F5E52B.jpeg29B65A7E-A13B-4D79-AD3F-23269433402F.jpeg

প্রথমেই একটি সবুজ কাগজ দৈর্ঘ্য ও প্রস্থে ১৫ সেন্টিমিটার করে কেটে নিয়েছি। এরপর মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি।

8F52A4D8-C791-4D34-A393-80ABDB07DBBC.jpeg4E75844D-C35A-4691-A021-20452EB22465.jpeg

এরপর দুই সাইড এভাবে ভাঁজ করে নিয়েছি।

035161AF-48BF-4E7E-94C7-0132D6656794.jpeg79BD0371-C59D-4037-8AE9-0CABD9CDB04D.jpeg

এরপর এভাবে ভাঁজ করে নিয়েছি।

AA8AE358-89DB-4AD3-B6D4-B1D5C400A2C2.jpeg0D6294C7-B8D8-4BA6-B168-E54C35BE288F.jpeg

এরপর নীল কাগজ দৈর্ঘ্য ও প্রস্থ ৮ সেন্টিমিটার করে কেটে নিয়েছি।

7A5C3FC9-BFC2-41A5-BF30-86C1A7D697A3.jpeg8464B54F-DE77-46BB-AE82-2720B4113393.jpeg

এরপর মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি। এরপর কোনাকোনিভাবে ভাঁজ করে নিয়েছি।

117912DC-C58F-4DCB-9232-DCBADFAAD88B.jpegC6B68727-7440-43CB-87C9-8392A92F11E3.jpeg
FE40E996-4148-483F-8304-A2F602141AE2.jpeg0615AD86-C8E2-4B93-9DD9-1B3533A0D158.jpeg
23293823-95CF-40CE-9205-61E0F6CFAD3F.jpeg72704A59-A356-4131-9983-4142CE595E09.jpeg

এরপর এক অংশ এভাবে কয়েকবার ভাঁজ করে নিয়েছি।এরপর মাঝ বরাবর এভাবে ভাঁজ করে নিয়েছি।

7572AC6D-70B2-4E70-9413-220671CF9138.jpeg739BD627-4DDD-4E96-86C6-A781DBF9FF6A.jpeg

0700ECDE-69E9-4659-A4BD-8FDFE1D7796E.jpeg

এরপর নীল অংশটি সবুজ অংশটুকুর মধ্যে এভাবে ঢুকিয়ে দিয়ে বুক মার্কটি তৈরি করেছি।

BC9A0C36-91A2-4956-93DC-BE3477344C44.jpeg

D1A07E63-0DB0-45D5-A45D-9ABEA4707447.jpeg

আমার মেয়ের বুক মার্ক এটি।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  

আপনি এবং আপনার মেয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। তারপরে বলবো আপনি আপনার মেয়েকে মোবাইল এবং ট্যাব থেকে দূরে রাখার জন্য, অনেক ভালো একটা উদ্যোগ হাতে নিয়েছেন।

অসম্ভব সুন্দর একটা বুকমার্ক তৈরি করেছেন, আপনারা মা মেয়ে মিলে। আমার কাছে খুবই ভালো লাগলো। আমিও চেষ্টা করব এভাবে তৈরি করার জন্য আপনার জন্য। অনেক অনেক শুভকামনা রইল ভালো থাকবেন।

 2 years ago 

এখনকার যুগের ছেলেমেয়েদেরকে মোবাইল টিভি থেকে দূরে রাখা খুবই কষ্টকর ব্যাপার। আপনি আপনার মেয়ের সাথে চমৎকার বুকমার্ক তৈরি করেছে। দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে। আপনার মেয়ে খুব ইনজয় করেছে জেনে ভালোই লেগেছে। এত সুন্দর বুকমার্ক তৈরি আমাদেরকে উপহার দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

বর্তমান যুগ মোবাইল ইন্টারনেটের যুগ। আর এই যুগে ছেলে মেয়েদেরকে মোবাইল থেকে দূরে সরিয়ে রাখা খুবই কঠিন ব্যাপার। তবে আপনি এখানে খুবই বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন।আপনি আপনার মেয়ের সাথে বুকমার্ক তৈরি করেছেন যেটা দেখে অনেক ভালো লাগলো । মা ও মেয়ে দুজনে মিলে দুইটি বুক মার্ক তৈরি করেছেন বেশ ইনজয় করেছেন। আপনাদের তৈরি বুকমার্কটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনাদের জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আপু প্রথমে বলবো মা ও মেয়ের জন্য শুভকামনা রইল ৷ বড় মেয়ে রোজা আছে শুনে ভালো লাগলো ৷ ঈশ্বর তার মঙ্গল করুক ৷ যা হোক মা মেয়ে দুজনে মিলে দেখি বুক মার্ক বানিযেছেন৷ দেখে অনেক ভালো লাগলো আপু ৷ মা ও মেয়ের ভালোবাসার কোনো তুলনা হয় ৷ অসংখ্য ধন্যবাদ আপু এমন সুন্দর একটি ব্লগ শেয়ার করার জন্য ৷

 2 years ago 

আমার ছেলেও কালকে রোজা ছিল। দুপুরের পর থেকে খুবই বিরক্ত করছিল। তারপর ঘুম পারিয়ে দিয়ে কিছুটা সময় পার করেছি। আপনি খুবই ভালো বুদ্ধি বের করেছেন ওর সময় পার করার জন্য। খুব সুন্দর একটি বুকমার্ক তৈরি করে ফেলেছেন দুজন মিলে। বাচ্চাদের সঙ্গে সময় দিলে বাচ্চারা খুবই খুশি হয়। দুজনের বুকমার্কটিই চমৎকার হয়েছে।

 2 years ago 

অনেক ভাল লাগলো আপু শুনে মেয়ে রোজা ছিল।সত্যি বাচ্চাদের এখন ট্যাব, মোবািইল ছাড়া যেন কিছুতেই সময় আর কাটে না। খুব ভাল করেছেন, নিজের সময় না থাকলেও অনেক সময় বাচ্চাদেরকে এভাবে সৃজনশীলকাজে উৎসাহী তো করতে নিজেকে সময় দিতে হয়।তাইতো দুজন মিলে কি সুন্দর দুইটি বুক মার্ক করেছেন।দারুন হয়েছে দেখতে।অনেক ভাল লাগলো দেখে। শুভকামনা রইলো আপু।

 2 years ago 

ফোন বা ট্যাব থেকে দূরে রাখতে এমন ক্রিয়েটিভিটি গুলো শেখানো বুদ্ধি মানের কাজ। তবে ইফতারের আগে এমন কিছু করেছেন যেটা আপনার সময় অতিবাহিত করতে সাহায্য করেছে। আপনি আপনার মেয়ের সাথে বুক মার্ক তৈরি করেছেন যেটা দেখতে চমৎকার লাগছে আপু। দুইটাই অনেক সুন্দর হয়েছে। তবে সবুজ রঙের বুক মার্ক ফুটেছে ভালো।

 2 years ago 

মা মেয়ে মিলে খুব সুন্দর বুকমার্ক তৈরি করে ফেলেছেন। আসলে বাচ্চাদের এমন ক্রিয়েটিভ কাজের সুযোগ করে দেওয়া উচিৎ যেনো তাদের ভিতরে সৃজনশীলতার সঞ্চারণ ঘটে।যাইহোক আপনাদের মা মেয়ের জন্য শুভকামনা রইলো।🖤

 2 years ago 

আসলে আপু বাচ্চাদের সাথে দুষ্টামি করতে করতে যে বুকমার্ক দুটো তৈরি করেছেন আসলে বেশ চমৎকার হয়েছে। সত্যি বলতে বাচ্চাদের এ ধরনের কাজ মেধা বিকাশে সহায়তা করে। ধন্যবাদ খুব চমৎকার ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আসলে আপু সবারই রোজার সময় বিকেলের সময়টা অনেক ভারী মনে হয় যেন কাটতেই চায়না।।
আপনার মেয়ের সাথে বসে রঙিন পেপার দিয়ে অনেক সুন্দরভাবে বুকমার্ক প্রস্তুত করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।।
বুকমার্ক প্রস্তুতের ধাপগুলো সুন্দরভাবে তুলে ধরেছেন শুভেচ্ছা রইল।।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.24
JST 0.034
BTC 95751.15
ETH 2807.74
SBD 0.67