বাচ্চাদের সাথে পার্কে কাটানো কিছু মুহূর্ত এবং সাথে কিছু ফটোগ্রাফি
বন্ধুরা, সকলে কেমন আছেন ? আশা করি ভালোই আছেন, আমিও আলহামদুল্লিাহ ভাল আছি।
তিন চার দিন ধরে ইংল্যান্ডের ওয়েদার খুবই চমৎকার।আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৫ ডিগ্রি এবং সর্বনিম্ন ৬ ডিগ্রি।এক সপ্তাহ আগেও মাইনাস ওয়ান ডিগ্রী তাপমাত্রা ছিল।আজ সকাল থেকেই ঝলমলে রোদ ছিল। হাজব্যান্ড আগের থেকে এখন যথেষ্ট ভালো, তবে এখনও ড্রেসিং এর জন্য প্রতিদিন যেতে হয়।যেহেতু এখন মোটামুটি বেশ ভালোই আছে তাই সে বলছিল চলো বাচ্চাদেরকে নিয়ে একটু পার্কে যাই।অনেক দিন তারা বাইরে বের হয়না।যেহেতু আজকের ওয়েদার খুবই চমৎকার তাই আমিও এক বাক্যে রাজি হয়ে গেলাম।আমাদের সাথে ছিল আমার বড় মেয়ের এক ফ্রেন্ড আর আমাদের এক প্রতিবেশীর নাতনি।প্রতিবেশীর নাতনি আমার ছোট মেয়ে থেকে তিন চার বছরের ছোট কিন্তু তারপরও সে সারাক্ষণ আমাদের বাসায় এসে খেলে। যেহেতু আমরা পার্কে যাচ্ছি সেও আমাদের সাথে যাবে। তাই আমরা মোট ৬ জন মিলে চলে গেলাম পার্কে। মেয়েটি তার মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে এলো।এরপর আমরা গাড়িতে করে চলে গেলাম। হাজব্যান্ড যেহেতু আগের থেকে যথেষ্ট সুস্থ হয়ে উঠেছে তাই সে নিজেই ড্রাইভ করে গেল। অবশ্য পার্ক আমাদের বাসা থেকে খুবই কাছে।
উপরের গাছটি দেখুন, কত বড় আর একটি পাতাও নেই গাছে।
পার্কটি খুব বেশি বড় নয়, খুবই অল্প জায়গায় পার্কটি তৈরি করা হয়েছে।অবশ্য পার্কের পাশে বিশাল বড় একটি ফিল্ড রয়েছে যেখানে বাচ্চারা এসে ফুটবল এবং অন্যান্য নানান ধরনের খেলাধুলা করে থাকে।আমরা গিয়েছিলাম দুপুর তিনটার সময়।যেহেতু রোদে ঝলমল ছিল চারপাশ তাই অনেক লোকজনের আনাগোনা দেখলাম পার্কে।বাচ্চারা সকলে মিলে বেশ এনজয় করছিল।আসলে এই উইন্টার সিজনে বড়রা এবং বাচ্চারা সকলেই খুব বোর ফিল করে কারণ ঘর থেকে বের হওয়া যায় না।এক দিকে স্কুল থেকে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা লেগে যায় অন্যদিকে প্রচন্ড ঠান্ডা থাকে তাই আর বাইরে বের হওয়ার সুযোগ থাকে না।যাইহোক যেহেতু এখন রোজার মাস, বাসায় এসে ইফতার বানাতে হবে তাই ৪০/৫০ মিনিট থেকে সেখান থেকে চলে এলাম।বেশ ভালোই লাগছিল এই ওয়েদারটা, খুব বেশি ঠান্ডাও নয়, আবার গরমও নয়।এই ওয়েদার টা আমার সবচেয়ে বেশি ভালো লাগে।
আজ তাহলে এতটুকুই, আশা করছি আপনাদের ভালো লেগেছে। পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।
Photographer | @tangera |
---|---|
Device | I phone 15 Pro Max |
বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশা করি আপনাদের ভালো লেগেছে।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
VOTE @bangla.witness as witness
OR
[

খুব বেশী গরম ও নয় আবার খুব বেশী ঠান্ডা ও নয় এমন ওয়েদার আমার ও ভীষণ পছন্দ। যেহেতু ওয়েদার খুব ভালো ছিল তাই পার্কে গিয়ে ভালো ই করেছেন। ছয়জন মিলে গিয়ে ঘুরে ফিরে এসে সময়টা ভালো ই কেটেছে।ফটোগ্রাফি গুলো দেখে ভালো লাগলো আপু,ধন্যবাদ।
বাহ্! পার্কটি তো দেখছি আসলেই খুব সুন্দর। আমাদের ভাইয়া এখন অনেকটা সুস্থ, জেনে খুব ভালো লাগলো। পার্কে গিয়ে দারুণ কিছু ফটোগ্রাফি ক্যাপচার করেছেন আপু। আপনারা ৬ জন পার্কে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
বাংলাদেশের বর্তমান ওয়েদারটা অনেক বেশি ভালো লাগে। খুব বেশি ঠান্ডা নেই আবার খুব বেশি গরমও নেই কিন্তু সামনে যে গরম আসছে সেটাই ভাবছি কিভাবে দিনগুলো কাটাবো। যাইহোক ভাইয়া এখন অনেকটাই সুস্থ আছে জেনে খুবই ভালো লাগছে। পরিবারের সবাই মিলে এবং আরো দুজন নিয়ে একসাথে পার্কে ঘুরতে গিয়েছেন শুনে খুব ভালো লাগলো। বেশ ভালো সময় এনজয় করেছেন সেখানে।