একটি মেহেদী ডিজাইন এর আর্ট , 10% beneficiary to @shy-fox

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার মেহেদি ডিজাইন এর আর্ট নিয়ে।আজকের ডিজাইনটিও অনেক সহজ ও সুন্দর, হাতে পড়লে অনেক সুন্দর লাগবে। আশা করি আপনাদের ভালো লাগবে ।অংকনটি ধাপে ধাপে সহজভাবে উপস্থাপন করেছি, চেষ্টা করলে আপনারাও অতি সহজে করতে পারবেন। চলুন চলে যাওয়া যাক তাহলে মূলপর্বে ।

2749B92B-FD46-4DC4-BA4A-0FD90E9DCCE7.jpeg

চলুন প্রথমে দেখে নেওয়া যাক অংকনটি সম্পন্ন করতে আমাদের কি কি লাগবে?

  • একটি সাদা পেপার
  • দু টি পেন্সিল
  • একটি রাবার
  • একটি পেন্সিল কাটার

নিম্নে কার্যপদ্ধতি গুলো ধাপে ধাপে দেখানো হলোঃ

7C2AB478-1317-4F89-B599-A3986A8E81E6.jpeg

785339A6-7E2B-4C0F-85E8-AAAD0EA150FB.jpeg

প্রথমেই ডীপ করে একটি বৃত্ত এঁকে নিয়েছি, তারপর ওই বৃত্ত কে কেন্দ্র করে আরও একটি বৃত্ত এঁকে নিয়েছি।

93229714-FDAE-42C7-BA54-F6FD58BF279D.jpeg

এবার বৃত্তটির চারিপাশে কচি কচি কতগুলো পাপড়ির মতো করে এঁকে নিয়েছি।

FCA1A108-9D6C-4E44-9B97-E523B924BD53.jpeg

এরপর ওই ছোট পাপড়ির চারিপাশে বড় বড় কতগুলো পাপড়ি এঁকে নিয়েছি।

এরপর ক্রমান্বয়ে এভাবে একটির পর একটি ধাপ শেষ করেছিঃ

C4BFDF4F-19D2-4826-8435-1DA092FDD3F9.jpeg

506C93F7-EBD8-4BB0-8ACB-BD9CBDCD1735.jpeg

C79B1C87-33AF-475A-9056-44B733FB5AF3.jpeg

67D615BC-BBF1-467E-9DF2-00FCE88E3076.jpeg

80D226D9-F39E-4896-AD4A-9C7C6EBA9451.jpeg

A1C3668B-CA0F-4CC7-84ED-3273F85677A1.jpeg

হয়ে গেল একটি মেহেদি ডিজাইন এর আর্ট।

Photographer@tangera
DeviceI phone 13 Pro Max

বন্ধুরা এটিই ছিল আমার আজকের আয়োজন।আশাকরি আপনাদের ভালো লেগেছে।

পরবর্তীতে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের মাঝে।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

খুবই চমৎকার একটি মেহেদি ডিজাইন অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার এই মেহেদি ডিজাইন এর অংকন আমার কাছে খুবই ভালো লাগলো। আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর মেহেদী ডিজাইন অঙ্কন আশা করব। শুভকামনা রইল

 3 years ago 

অবশ্যই দেখতে পাবেন, অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার করায় মেহেদির ডিজাইনটা অনেক সুন্দর হয়েছে আপু। খুব ভালো মানাবে ডিজাইন হাতে পরলে। ধন্যবাদ আপু এত সুন্দর ইউনিক একটি ডিজাইন করার জন্য।

আপনার জন্য শুভকামনা রইল আপু।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 3 years ago 

বাহ আপু আপনার হাতে দেখছি জাদু আছে। আপনার মেহেদির ডিজাইনের আর্টটি দারুন হয়েছে। আমার কাছে খুবই ভাল লেগেছে আপনার মেহেদির ডিজাইন এর আর্টটি যদিও আমি হাতে মেহেদি পড়িনা হি হি হি।
ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপু আপনি দারুন একটা মেহেদিরাঙা ডিজাইনের আর্ট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আর এই আর্ট এর মধ্য দিয়ে আপনার সৃজনশীলতা প্রকাশ পেয়েছে। আপনার এত সুন্দর দক্ষতা দেখে আমার খুব ভালো লেগেছে।

 3 years ago 

ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনার করা ডিজাইন গুলো সব সময় খুব সুন্দর হয়। আজকের টিও তার ব্যতিক্রম নয়। খুব সুন্দর এবং সিম্পল একটি ডিজাইন এটি। আমার কাছে সিম্পল ডিজাইন গুলোই খুব ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 3 years ago 

অনেক ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

ঈদের সময় হলে মেহেদীর এই ডিজাইনগুলো দেখা যায় মেয়েদের হাতে। আপনি খুব সুন্দর একটি মেহেদী ডিজাইন আমাদের সাথে শেয়ার করেছেন। আপনার ডিজাইন করার কৌশল আমার খুব ভালো লাগছে। আরো এমন ডিজাইন দেখতে চাই আপু। ধন্যবাদ আপনাকে ভাই

 3 years ago 

জি ভাইয়া অবশ্যই দেখতে পাবেন, ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপু আপনার মেহেদী ডিজাইন অনেক সুন্দর হয়েছে,আর্ট কাজে তো আপনি বেশ ভালোই দক্ষ।প্রতি ধাপে ধাপে আমাদের খুবই সুন্দর করে দেখিয়েছেন এবং সুন্দর উপস্থাপনা ছিল। ধন্যবাদ আপু সময় নিয়ে এতো সুন্দর আর্ট আমাদের উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি বরাবরই দারুন চিত্র অঙ্কন করেন। তবে আজকের আপনার মেহেদির ডিজাইন টি ছিল অসাধারণ। দেখতে খুবই সুন্দর লাগছে, এত সুন্দর একটি মেহেদির ডিজাইন আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য, আপনার প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা।

 3 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 3 years ago 

বিশেষ করে আমার কাছে তো মেহেদি ডিজাইন গুলো অসাধারণ লাগে। ছোট ছোট ফুলে হাতের মধ্যে লাগালে দেখতেও যেমন সুন্দর লাগে আঁকতেও তেমন ভালো লাগে। আজকে আপনার এই মেহেদির সুন্দর ডিজাইন টা আমার কাছে তো জাস্ট অসাধারণ লাগলো। কি নিখুঁত ভাবে খুব ইউনিক একটা মেহেদির ডিজাইন আমাদের সাথে ভাগ করে নিলেন।
আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 😍

 3 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনার সুন্দর মন্তব্যের জন্য।

 3 years ago 

খুবই সুন্দর মেহেদি ডিজাইন এর আর্ট অঙ্কন করেছেন। সত্যিই এই ডিজাইনটি যদি মেহেদি পরা যায় তাহলে আরো বেশি সুন্দর লাগবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর একটি আর্ট উপহার দেওয়ার জন্য।

 3 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.24
JST 0.038
BTC 106643.72
ETH 3375.37
SBD 4.87