আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 24 এপ্রিল- 2022

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে।

Amar_Bangla_Blog_logo.jpg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। বরাবরের মতো এ সপ্তাহেও এ্যাক্টিভ লিস্ট থেকে এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন।আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন সুপার একটিভ লিস্ট থেকে যারা সপ্তাহে একটির বেশি ভোট পাননি তাদেরকে এই লিস্টে যোগ করা হয় । তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন। এ সপ্তাহে তিনজন ইউজারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে, তারা হলেন, @emranhasan, তিনি সপ্তাহে সাতটি পোস্ট করে একটি সাপোর্ট পেয়েছেন।এছাড়া @md-razu এবং @swagata21 তারা সপ্তাহে ৬টি পোস্ট করে একটি করে সাপোর্ট পেয়েছেন, তারা প্রত্যেকেই এ সপ্তাহে ন্যূনতম তিনটি করে ভোট পাবেন।


সময়কাল : ১৪ এপ্রিল ২০২২ থেকে ২০ এপ্রিল ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ২৫ এপ্রিল ২০২২ থেকে ২৮ এপ্রিল ২০২২

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্ট

ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইলসাপোর্ট
০১https://steemit.com/@emranhasan/postsshy-fox
০২https://steemit.com/hive-129948/@md-razu/2hoyad-or-or-or-orshy-fox
০৩https://steemit.com/@swagata21/postsshy-fox

যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।

ধন্যবাদ,

@tangera

1927F0BC-A81B-459C-A2F6-B603E4B2106C.png


👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :

👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
Sort:  
 3 years ago 

খুবই ভালো লাগলো সাপোর্ট বিহীন কোয়ালিটি সম্পন্ন পোস্টগুলো সাপোর্টারদের নজরে নিয়ে আসার জন্য। আশাকরি প্রত্যেকের পোস্টগুলো ঠিক এভাবেই নজর রাখবেন। আর বাংলাব্লগের এত সুন্দর নিয়ম শৃঙ্খলার জন্য আমার খুবই ভালো লাগে।

 3 years ago 

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৩

সংখ্যা খুবেই কম। আপু আপনি চমৎকার উদ্যোগ নিয়েছেন। অনেক ভালো লাগলো পোস্ট ভিজিট করে। সবার জন্য শুভ কামনা রইলো। ভালো থাকুন সুস্থ থাকুন সবসময় এই কামনাই করি।

 3 years ago 

আমি মনে করি আমার বাংলা ব্লগের সকল সদস্য খুব ভালো ভাবেই সাপোর্ট পাচ্ছে। ভুলবশত মাঝে দু-একজন বাদ পড়ে যেতে পারে কারণ মানুষ মাত্রই ভুল। তবে আপনার এই রিপোর্টটির ফলে আর একজন ও সাপোর্টের বাহিরে থাকবে না বলে আমি মনে করি। সত্যিই এটা অসাধারণ একটি উদ্যোগ আপু। খুবই গোছালোভাবে পুরো রিপোর্টটি আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন ধন্যবাদ।

 3 years ago 

এই সপ্তাহে যে লিস্ট গুলো তুলে ধরা হয়েছে এগুলো
সত্যিই প্রতিনিয়ত কোয়ালিটি সম্পন্ন পোস্ট তৈরী করে।
যাইহোক তিনটি ব্লগার যে এই সপ্তাহে সাপোর্ট বিহীন ছিল
এর জন্য চিন্তার কোন কারণ নেই। আমার বাংলা ব্লগ
১০০% সাপোর্ট নিশ্চিত করবে ইনশাল্লাহ।

ধন্যবাদ আপু আপনার এই অসামান্য কাজের জন্য।

 3 years ago 

আমার কাছে মনে হয় এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা অনেকেই আছি যারা কোয়ালিটি পোস্ট করেও সাপোর্ট না পাওয়ার কারণে কিছুটা হলেও হতাশ হয়ে যাই। এই উদ্যোগটির মাধ্যমে আমাদের হতাশা কিছুটা হলেও কমে যাবে। সাপোর্ট বিহীন কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টে আপনি সেরকমই কয়েকজনের ইউজারের নাম উল্লেখ করেছেন। অনেক ধন্যবাদ আপু আমাদের পাশে থাকার জন্য।

 3 years ago 

১৪ এপ্রিল থেকে 20 এপ্রিল পর্যন্ত কোয়ালিটি সম্পন্ন পোস্ট গুলো খুঁজে খুঁজে বের করে সাপোর্ট এর আওতায় এনেছে। এভাবেই খুঁজে খুঁজে ইউজার বের করা খুব একটা সহজ ব্যাপার নয় তারপর এই কাজটি আপনি করে যাচ্ছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

চমৎকার একটি উদ্যোগ হাতে নিয়েছেন। এর মাধ্যমে যে সকল ইউজার সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছে তারা খুব সহজেই সাপোর্ট এর আওতায় চলে আসতে পারছে। এই উদ্যোগটি কে আমি মনেপ্রাণে সমর্থন করি।

 3 years ago 

এখন কোয়ালিটি সম্পন্ন সাপোর্ট বিহীন পোস্টগুলো সাপোর্ট পাবে অনেক ভালো একটি উদ্যোগ। এই উদ্যোগকে সাধুবাদ জানাই।

 3 years ago 

@tangera আপনি রিপোর্ট এ উল্লেখ করলেন @swagata21 সপ্তাহে ৬ টা পোস্ট করে কোনো সাপোর্ট পাইনি। এইটা কোন দিক বিবেচনা করে দিয়েছেন বুঝলাম না আসলে। আপনি যে সময়কাল উল্লেখ করেছেন সেই তারিখ এর সব পোস্ট অলরেডি আপভোটেড ( ১৪-২০ এপ্রিল )। আর ওনার বাকি পোস্ট নোমিনেশন লিস্ট এ আছে। আপনি যে সময়কাল ধরেছেন সেই সময়ের মধ্যে পোস্ট এ ভোট পড়েছে কিনা সেটা ভালো করে একবার দেখে তো নেবেন নাকি।

 3 years ago (edited)

ভাইয়া আপনি বুঝতে একটু ভুল করেছেন, সুপার এ্যাক্টিভ লিষ্টে যারা রয়েছেন তাদের কমিউনিটির ভোট এর সাথে সাথে ShyFox এর ভোটও কাউন্ট করা হয় । যারা shy-fox থেকে একটির বেশি ভোট পাননি তাদেরকেও এই লিস্ট এ যোগ করা হয়।@swagota21 গত সপ্তাহে ৬টি পোষ্ট করে একটি ভোট পেয়েছেন, তাই তাকে এই লিষ্ট এ যোগ করা হয়েছে,আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 3 years ago 

বেশ ভালো কাজ,এগিয়ে যান এভাবে।দোয়া রইলো সবসময়।আমার বাংলা ব্লগে কেউ সুবিধা বঞ্চিত থাকবে না🤟

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.21
JST 0.035
BTC 96394.48
ETH 3329.30
USDT 1.00
SBD 3.17