আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট 17এপ্রিল- 2022
আসসালামুআলাইকুম ,
সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আবার আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট নিয়ে। প্রথমেই আপনাদেরকে একটি কথা বলে নিচ্ছি, অনেকেই আমার কাছে ডি এম এবং কমেন্টস করেছেন যে তারা গত সপ্তাহে কোন ভোট পাননি অথচ এই লিস্টে তাদের কোন নাম নেই।আপনাদেরকে ভালো করে পোস্টটি পড়ে নিতে হবে এবং দেখতে হবে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত হিসাব করে লিস্ট টি করা হয়েছে।
আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করে যাচ্ছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না। বরাবরের মতো এ সপ্তাহেও এমন কোন ইউজার পায়নি যারা দুটির কম ভোট পেয়েছেন, প্রত্যেকেই মোটামুটি কমবেশী ভালই সাপোর্ট পেয়েছেন। এ সপ্তাহে শুধুমাত্র @sangram5 এই তালিকায় অন্তর্ভুক্ত করেছি, তিনি “আমার বাংলা ব্লগ” থেকে সাপোর্ট পাবেন। আপনারা ইতিমধ্যেই জেনে গিয়েছেন এখানে নতুন করে shy-fox এর বিষয়টিও যোগ করা হয়েছে, যারা সুপার একটিভ লিস্টে থেকে সপ্তাহে একটির বেশি ভোট পান নি তাদেরকে এই লিস্টে যোগ করা হবে, তাছাড়া বিশেষ কিছু ইউজারদের এ তালিকার অন্তর্ভুক্ত করা হবে যাঁদের এনগেজমেন্ট হয়তো বেশ কিছুটা কম কিন্তু কন্টিনিউয়াসলি ভালো কনটেন্ট পাবলিশ করে থাকেন। এ সপ্তাহে তিনজন ইউজারকে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে যারা সপ্তাহে ৬টি পোস্ট করে একটি করে shy-fox এর ভোট পেয়েছেন।তারা হচ্ছেন @jibon47, @abusalehnahid এবং @tanjima.
সময়কাল : ৭ এপ্রিল ২০২২ থেকে ১৩ এপ্রিল ২০২২
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৪
সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৮ এপ্রিল ২০২২ থেকে ২২ এপ্রিল ২০২২
ক্রমিক সংখ্যা | ব্লগার প্রোফাইল | সাপোর্ট |
---|---|---|
০১ | https://steemit.com/@sangram5/posts | abb |
০২ | https://steemit.com/@jibon47/posts | shy-fox |
০৩ | https://steemit.com/@abusalehnahid/posts | shy-fox |
০৪ | https://steemit.com/@tanjima/posts | shy-fox |
যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।
ধন্যবাদ,
👉 আমাদের discord চ্যানেল এ JOIN করুন :
এই উদ্যোগের মাধ্যমে যারা সাপোর্ট পাবে না। তারাও সাপোর্ট পাবে খুবই ভালো একটা উদ্যোগ ।এভাবে আমাদের কমিউনিটি অনেক দূর এগিয়ে যাবে সেটাই কামনা করি।
ধন্যবাদ আপনাকে মন্তব্যের জন্য।
খুবই চমৎকার একটি উদ্যোগ, এতে করে কোন ইউজার হতাশ হবে না, প্রত্যেকেই আগ্রহ সহকারে কাজ করতে পারবে। যেহেতু এখানে কারা সাপোর্ট পাচ্ছে না তাদেরও তালিকা করা হয় তাই সাপোর্ট থেকে সুবিধা বঞ্চিত হওয়ার সম্ভাবনা খুবই কম।
ঠিক বলেছেন ভাইয়া কেউ যেন সুবিধাবঞ্চিত না হয় এজন্যই এই উদ্যোগ,গ ধন্যবাদ আপনাকে।
অসাধারণ একটি উদ্যোগ। একেই বলে আমার বাংলা ব্লগ ।যারা তাদের প্রত্যেকটি সদস্যদের খুঁজে খুঁজে বের করে সাপোর্ট দিয়ে থাকে। ধন্যবাদ আমার বাংলা ব্লগকে।
আপনাকেও অনেক ধন্যবাদ।
follow me guys
খুব সুন্দর একটি রিপোর্ট, যদিও সাপোর্ট বিহীন ইউজারের সংখ্যা আমাদের কমিউনিটি তে একেবারেই কম। আসলে এগুলো কে গোনায় ধরা চলে না, যাই হোক যারা একটু কম সাপোর্ট পেয়েছে আশা করছি তারা সামনে আলো আরো ভালো কিছুর অপেক্ষায় আছে।।
খুবই সুন্দর একটি রিপোর্ট তৈরী করেন প্রতি সপ্তাহে ,যেটা আমাদের জন্য খুবই জরুরী ,অনেকের হতাশা দূর হয় এই রিপোর্ট দেখে ।ভালো লাগে এই রিপোর্ট দেখতে ।ধন্যবাদ আপু আপনাকে
প্রত্যেক বারের মত এবারও সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্টটি আপনি খুবই গোছালোভাবে উপস্থাপন করেছেন আপু। খুবই ভালো লাগলো দেখে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমাদের প্রিয় কমিউনিটি আমার বাংলা ব্লগকে ।
ধন্যবাদ আপনাকে।
আপু আপনি অনেক সুন্দর ভাবে সাপোর্ট বিহীন ইউজারদেরকে খুঁজে বের করেছেন। দেখে অনেক ভালো লাগলো। আসলে এই উদ্যোগটি আমার বাংলা ব্লগের অনেক ভালো একটি উদ্যোগ। এর ফলে সকলের মাঝে কাজ করার উৎসাহ বৃদ্ধি পায় । আপু আপনি দক্ষতার সাথে আপনার দায়িত্ব পালন করছেন দেখে খুবই ভালো লাগে। এই কাজটি করতে আপনার অনেকটা পরিশ্রম হয় এটা বোঝাই যাচ্ছে। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে এই পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
অনেক ধন্যবাদ আপু আপনাকে।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহে ও আপনি সুবিধাবঞ্চিত কোয়ালিটি পোষ্টের তালিকা আমাদের সবার সাথে তুলে ধরেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভাল একটি উদ্যোগ যেটি প্রশংসার দাবিদার।
আপনাকেও ধন্যবাদ মন্তব্যের জন্য।
এই উদ্যোগটা কে আমি সাধুবাদ জানাই। সাপোর্ট বিহীন যারা থাকে তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এই উদ্যোগ। আপনার প্রতি সপ্তাহে পোস্ট আমার কাছে খুবই ভালো লাগে। আমি জানি আপনি অনেক পরিশ্রম করে এই পোস্টটি রেডি করতে হয়, কারণ সবাইকে খুঁজে বের করতে অনেক সময় দিতে হয়।
ধন্যবাদ ভাইয়া আপনাকে।