আমার বাংলা ব্লগের সাপোর্টবিহীন লাস্ট উইকের কোয়ালিটি পোস্টের উইকলি রিপোর্ট - 13 Feb 2022

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

আসসালামুআলাইকুম ,

সবাই কেমন আছেন ? আশা করি ভালই আছেন, আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি এই প্রথম একটি রিপোর্ট করতে যাচ্ছি, লাস্ট উইকে কমিউনিটি তে যারা সাপোর্ট পাননি তাদের একটি লিস্ট তৈরি করন। এই প্রথম একটি রিপোর্ট তৈরি করেছি দাদার সহযোগিতায় কোন ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।

Amar_Bangla_Blog_logo.jpg

আমাদের কমিউনিটিতে সাপোর্ট দেওয়ার ব্যাপারে আমরা সদা সচেতন । তারপরেও, অনেক বেশি একটিভ ইউজার এবং ভোটিং পাওয়ার এর সীমাবদ্ধতার কারণে সবাইকে সাপোর্ট দেয়া সম্ভবপর হয়ে ওঠে না আমাদের পক্ষে । তারপরেও, কিছু ভালো ইউজার টানা কয়েকদিন ধরে কোয়ালিটি সম্পন্ন পোস্ট করেও ন্যূনতম কোনো সাপোর্ট পান না । এটা আমাদের নজরে এসেছে । আমরা অ্যাডমিন প্যানেল থেকে এই ব্যাপারে প্রখর নজরদারিতে রেখে প্রতি সপ্তাহে এমন কয়েক জন ইউজারকে চিহ্নিত করতে পেরেছি যাঁরা পর পর টানা কয়েকদিন ধরে কোয়ালিটি পোস্ট করেও কোনো সাপোর্ট পাচ্ছেন না ।


সময়কাল : ০৭ ফেব্রুয়ারী ২০২২ থেকে ১৩ ফেব্রুয়ারী ২০২২

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ইউজার সংখ্যা : ০৯

সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের সাপোর্ট দেওয়ার সময়সীমা : ১৪ ফেব্রুয়ারী ২০২২ থেকে ২০ ফেব্রুয়ারী ২০২২

লাস্ট উইকের সুবিধাবঞ্চিত কোয়ালিটি ব্লগারদের রিপোর্ট


ক্রমিক সংখ্যাব্লগার প্রোফাইল
০১https://steemit.com/@hayat221/posts
০২https://steemit.com/@robiul02/posts
০৩https://steemit.com/@shopon700/posts
০৪https://steemit.com/@khan55/posts
০৫https://steemit.com/@abusalehnahid/posts
০৬https://steemit.com/@rahimakhatun/posts
০৭https://steemit.com/@razuahmed/posts
০৮https://steemit.com/@sangram5/posts
০৯https://steemit.com/@selimreza1/posts

যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তো যে কোনো ধরণের সাজেশন্স গ্রহণীয় ।

ধন্যবাদ,
@tangera

Sort:  
 3 years ago (edited)

07.02.22 to 13.02.22

UserSupport CountsEligibility
@hayat22102NO
@robiul0201YES
@shopon70002NO
@khan5502NO
@abusalehnahid01YES
@rahimakhatun01YES
@razuahmed01YES
@sangram501YES
@selimreza104NO
 3 years ago 

আপু,এই প্রথম এই রকম রিপোর্ট দেখলাম।সত্যিই একটা অসাধারণ উদ্যোগ নিয়েছে। এতে আমারা ইনস্পিরেশন পাবো।ধন্যবাদ আপু সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য।

 3 years ago 

জানি আপু এডমিন মডারেটর রা অনেক খাটেন আমাদের জন্য। তবুও হয়তো অনেক ভালো পোস্ট ছুটে যায়। আর আমার ক্ষেত্রে বলবো অনেক সময় টানা কোয়ালিটি পোস্ট করে সাপোর্ট না আসলে দেখা যায় অনেকে উৎসাহ হারিয়ে ফেলে। এর জন্য দাদার এই উদ্যোগ সত্যি অনেক প্রশংসনীয়। আমাদের ভালো কনটেন্ট গুলো তে সাপোর্ট পেলে সামনে আরো ভালো কনটেন্ট দিতে উৎসাহ পাবো সবাই। আপনি অনেক কষ্ট করে এগুলো খুজে বার করেছেন। অনেক অনেক ধন্যবাদ আপু। শুভেচ্ছা রইলো।

 3 years ago 

অনেক ভাল একটি উদ্যোগ, এই প্রথম আসলে এরকম একটা উদ্যোগ আমার চোখে পড়লো, এর আগে পড়েনি। ধন্যবাদ এত সুন্দর একটা উদ্যোগ নিয়ে পোষ্ট করার জন্য।

 3 years ago 

আপনার এনালাইসিস খুবই চমৎকার ছিল, এতে করে যে সকল ইউজাররা সাপোর্ট থেকে বঞ্চিত হচ্ছিল তাদের মনোভাব আবার ফিরে আসবে। এইরকম একটি উদ্যোগ নেয়ার জন্য আপনাদের ধন্যবাদ।

115.png

 3 years ago 

আপু অনেক প্রশংসনীয় একটি কাজ, তা থেকে সুবিধাবঞ্চিতরা তাদের কোয়ালিটি পোষ্টের সাপোর্ট না পাওয়ার যে আকাঙ্ক্ষা সেটা তাদের দূর হয়ে যাবে। সেই সাথে তারা তাদের কর্মস্পৃহা ফিরে পাবে এটা আমার বিশ্বাস। দাদাকে এবং সেইসাথে আপু আপনাকে ও অসংখ্য ধন্যবাদ এত প্রশংসনীয় একটি কাজ করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

এই রিপোর্টের মাধ্যমে আবারও প্রমাণিত হলো যে আমার বাংলা ব্লগের সবাইকে সাপোর্ট করা হয। কেউ কম সাপোর্ট পেলো কিনা সেদিকেও খেয়াল রাখা হয়। আসলেই আমাদের মত ইউজারদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রিপোর্ট। ধন্যবাদ আপু আপনাকে সুন্দর ভাবে রিপোর্টটি প্রকাশ করার জন্য।

 3 years ago 

খুবই ভালো উদ্যোগ আশাকরি আপু।যারা বঞ্চিত হতো তারা এখন আর বঞ্চিত হবে নাহ।সবার জন্য শুভকামনা রইল। ❤️❤️

সত্যি অসাধারণ একটি উদ্যোগ নেওয়া হয়েছে। যারা ভালো কাজ করবে তার ভাল ফলাফল অবশ্যই পাবে হতাশ হওয়ার কোনো কারণ নেই এখন থেকে। আপু আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট তৈরি করার জন্য।

 3 years ago 

বাহ সত্যিই খুব চমৎকার একটি উদ্যোগ। এর মাধ্যমে যারা কোয়ালিটি কনটেন্ট তৈরি করেও সাপোর্ট করছে না তাদের অনেক উপকার হবে। ধন্যবাদ এত সুন্দর একটি রিপোর্ট প্রকাশ করার জন্য।

Coin Marketplace

STEEM 0.24
TRX 0.24
JST 0.039
BTC 104057.30
ETH 3314.32
SBD 5.67