কয়েকটি ফুলের ফটোগ্রাফি//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আমি আগেই বলেছিলাম ইকোপার্ক আমার বাড়ির খুব কাছে, তাই আমি প্রায়ই ইকো পার্কে ঘুরতে যাই ।শীতকালের দিকে আমি একবার ইকো পার্কে গিয়েছিলাম, ওখানে গিয়ে কিছু ফুলের ফটো তুলেছিলাম ।সেই ফুলের ছবিগুলি আজ আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।



আলোকচিত্র: ১

WhatsApp Image 2022-06-18 at 10.34.45 PM.jpeg

শীতকালীন ফুলের মধ্যে ডালিয়া খুব বিখ্যাত। বর্ণবৈচিত্র্য ও বড় আকারের জন্য খুবই জনপ্রিয়। ডালিয়া গাছের উচ্চতা ১০০থেকে ১৫০ সেন্টিমিটার হয়ে থাকে। ডালিয়া ফুল বিভিন্ন রংয়ের হয়। এই ফুলের নামকরণ হয়েছিল সুইডেনের আন্দ্রেডালের নামানুসারে।এই ডালিয়া ফুলের কালারের আকর্ষণ চারপাশের পরিবেশকে অপরূপ সৌন্দর্যে ভরপুর করে তোলে।


আলোকচিত্র: ২

WhatsApp Image 2022-06-18 at 10.34.45 PM (2).jpeg

WhatsApp Image 2022-06-18 at 10.34.45 PM (1).jpeg

পিটুনিয়া ফুল দেখতে অনেক সুন্দর। বর্তমানে এটা আমাদের দেশে নিয়মিত চাষ করা হচ্ছে। এই ফুলের নজরকাড়া রঙ এবং সৌন্দর্য পাগল করে সবাইকে। পিটুনিয়া ফুল নানান রঙের আছে। যেমন সাদা, গোলাপি, লাল, হলদে, বেগুনি ইত্যাদি।


আলোকচিত্র: ৩

WhatsApp Image 2022-06-18 at 10.34.46 PM.jpeg

ডায়ান্থাস নামে এই সুন্দর ফুলটি বহুবর্ষজীবী হলেও শীতের মৌসুমে ফুল হিসাবে আমাদের দেশে এর চাষ করা হয়ে থাকে। এই ফুলটি নানা বর্ণের হয়ে থাকে।ডায়ান্থাসের জাপানিজ পিংক ও চায়না পিঙ্ক নামে দুটি উন্নত জাত আছে।গোলাপি রঙের খুব সুন্দর নকশা কাটা এই ফুল দেখতে বড্ড মনোরম।


আলোকচিত্র: ৪

WhatsApp Image 2022-06-18 at 10.34.42 PM (1).jpeg

গ্ল্যাডিওলাস একটি খুবই জনপ্রিয় ফুল | এই ফুলের আকর্ষণীয় গঠন বেশ জনপ্রয়ি এবং দীর্ঘ সময় সজীব থাকার জন্য সকলের কাছে এই ফুলটি বেশ জনপ্রিয় | প্রধানত ল্যটিন ভাষায় ‘গ্লাডিওলাস’ মানে তালোয়ার।এটি ভিন্ন ধরনের প্রজাতির একটি ফুল ।এই ফুলের উদ্ভিদগুলি গ্লাডিওলাস প্রজাতির একটি উদ্ভিদ ।এটিকে কিছু জায়গায় সোর্ড লিলি বলা হয়ে থাকে ।এই ফুলের বেশ জনপ্রিয়তা আছে সব জায়গায়।

আলোকচিত্র: ৫

WhatsApp Image 2022-06-18 at 10.34.43 PM (1).jpeg


আলোকচিত্র: ৬

WhatsApp Image 2022-06-18 at 10.34.42 PM.jpeg

বাগানবিলাস গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলের লতাজাতীয় বৃক্ষ হিসেবে পরিচিত। এর বিস্তীর্ণ প্রসারণ, বৈচিত্র্যপূর্ণ রঙিন পাতা ফুলের চারপাশে বিদ্যমান থাকে। তিনটি পত্র-মঞ্জরীর মাঝখানে ফুটন্ত ফুলগুলো ছোট এবং সমান্তরাল প্রকৃতির হয়। বো্গেইনভিলিয়া গ্ল্যাব্রা প্রজাতির বাগানবিলাসে উজ্জ্বল রঙের কাগজের ন্যায় পাতা রয়েছে যা অস্পষ্ট ফুলের চতুর্দিকে ঘিরে থাকে।এ প্রজাতির ফুলগুলো কাগজের ফুল নামে পরিচিত। পাতাগুলো বেগুনে, নীলচে, হলুদ অথবা গাঢ় লাল রঙের হয়ে থাকে।


আলোকচিত্র: ৭

WhatsApp Image 2022-06-18 at 10.34.39 PM.jpeg

ডেইজি ফুল দেখতে সাদা, মাঝখানে হলুদ ছোট ছোট অসংখ্য পাপড়ি দিয়ে একটি চোখের মতো আকৃতি তৈরি করে। ডেইজি ফুলটি ভোর থেকেই ফোটে, একে বলা হয় “দিনের চোখ”।

ডিভাইসvivo v21
লোকেশনইকো পার্ক
ক্রেডিট@swagata21

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

অসাধারণ কিছু ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। অনেকগুলো ফুল নতুন নতুন দেখলাম আজকে আমি। যাই হোক সেই সাথে আপনার উপস্থাপনা অনেক ভাল ছিল। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার তোলা ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। দেখে আমার খুবই ভালো লাগছে। আপনার তোলা ৭নং ফটোগ্রাফিটা আমার খুবই ভালো লাগলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এই ধরনের ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রত্যেকটি ফুল অনেক সুন্দর ।আর ফোটোগ্রাফি ও সুন্দর হয়েছে।।

 2 years ago 

❤️ধন্যবাদ🤭❤️।

 2 years ago 

দাদার কথার সূত্র ধরেই বলতে হয় অত্যন্ত সুন্দর হয়েছে আপনার ফটোগ্রাফি করা। যে কারণেই ফুলগুলো খুব সুন্দর ভাবে ফুটে উঠেছে। প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে পিটুনিয়া ফুলের কথা না বললেই নয়। এই ফুলের ফটোগ্রফি আমার কাছে অসাধারণ হয়েছে। দিদি ফুলের ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

চমৎকার চমৎকার কয়েকটি ফুলের ফটোগ্রাফি শেয়ার করেছেন। পিটুনিয়া ফুল দেখতে অসাধারণ। দেখে মুগ্ধ হয়ে গেলাম। নিখুঁত ভাবে সব গুলো ফটোগ্রাফি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো ভালো থাকুন।

 2 years ago 

পিটুনিয়া নাম কি আমি প্রথম শুনেছি এবং ফুলগুলো প্রথম দেখেছি। এই ফুলের দ্বিতীয় ফুল টা একটু বেশি চমৎকার লেগেছে। ডালিয়া ফুল দিয়ে কথা না বললেই নয় ডালে ফুটে জাস্ট অসাধারণ হয়েছে দেখতে। দিনের চোখ অর্থাৎ ডেইজি ফুলটি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম।

ধন্যবাদ আপনাকে ইকো পার্কের সুন্দর সুন্দর ফুলগুলোর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ।শুভকামনা রইল আপনার জন্য আপু। শুভেচ্ছা ও ভালবাসা নিও ❣️।

 2 years ago 

আপু আপনি খুব সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি করেছেন। ফুল আমার কাছে অনেক ভালো লাগে। আর আপনার সুন্দর ফটোগ্রাফি গুলো খুব আকর্ষণীয় ছিল। ডালিয়া ফুল টি আমার কাছে বেশ ভালো লেগেছে ভীষণ বড় আকৃতির ছিল।আমার কাছে খুব ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা ও ভালোবাসা রইলো।

 2 years ago 

ফুল ভালোবাসে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। আমি অনেক ছোট থেকে ফুল ভালোবাসি। আপনার ফটোগ্রাফি দেখে সত্যি দিদি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনার প্রতিটি ফটোগ্রাফ অসাধারণ ছিলো। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি জাস্ট অসাধারণ হয়েছে দিদি। প্রত্যেকটি ফুলের খুব সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। বিশেষ করে ডালিয়া ফুল এবং ডেইজি ফুলের ফটোগ্রাফি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম। ফটোগ্রাফির পাশাপাশি ফুল গুলো সম্পর্কে গুরুত্বপূর্ণ কিছু তথ্য শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

জানা অজানা অনেক রকম ফুলের আলোকচিত্র ধারণ করেছেন প্রথমে ডালিয়া ফুলের থাম্বনেইলটা দেখেই মনে খানিকটা দোলা দিয়ে গেল। এরপরে কিছু নাম জানা ছিল না তেমন কিছু ফুলের ও ফটো দেখতে পেলাম। সেগুলো নাম এবং বিবরণ জেনেও ভাল লাগলো। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 66868.29
ETH 3520.34
USDT 1.00
SBD 2.63