কমেন্ট মনিটরিং রিপোর্ট[ ১২৫তম সপ্তাহ] ।।০৯ফেব্রুয়ারি ২০২৫
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ১২৫তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comment | Remark |
---|---|---|---|---|
01 | @tasonya | 9.3 | 322 | কমেন্টের মান ভালো, সবকিছু ঠিক আছে। |
02 | @narocky71 | 9.2 | 292 | কমেন্টের মান ভালো, সবকিছু ঠিক আছে। |
03 | @shahid540 | 9 | 380 | কয়েক জায়গায় ছোট ছোট বানান ভুল আছে। |
04 | @mohinahmed | 9 | 297 | কমেন্টের মান ঠিক আছে। |
05 | @ah-agim | 8.6 | 213 | কমেন্টে এর মান ঠিক আছে। |
06 | @tanjima | 8.6 | 196 | কমেন্ট এর মান ঠিক আছে। |
07 | @isratmim | 8.5 | 228 | কমেন্ট এর মান ঠিক আছে। |
08 | @sumon09 | 8.3 | 236 | সবকিছু ঠিক আছে। |
09 | @helal-uddin | 8.3 | 172 | কমেন্টের মান ঠিক আছে। |
10 | @emon42 | 8.1 | 180 | কমেন্টস এর মান ভালো, সব কিছুই ঠিক রয়েছে। |
11 | @abubakar121 | 8.0 | 179 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
12 | @shimulakter | 8 | 175 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সব কিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
13 | @bijoy1 | 8 | 161 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
14 | @jamal7 | 7.9 | 192 | সবকিছু ঠিক আছে। |
15 | @saymaakter | 7.9 | 163 | কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে। |
16 | @samsunnaharsuity | 7.9 | 137 | কমেন্টের মান ঠিক আছে। |
17 | @purnima14 | 7.8 | 151 | কমেন্টসের মান ভালো, কিছু কিছু জায়গায় ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
18 | @bidyut01 | 7.7 | 150 | মোটামুটি ঠিক আছে, তবে মাঝে একদিন গ্যাপ আছে। |
19 | @shapladatta | 7.7 | 145 | কমেন্টস এর মান ভালো, ছোটখাটো ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
20 | @bdwomen | 7.6 | 224 | মোটামুটি ঠিক আছে। তবে জেনারেল পোস্টগুলোতে কমেন্ট অনেক কম। |
21 | @aongkon | 7.5 | 122 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
22 | @polash123 | 7.4 | 111 | কমেন্টস এর মান ভালো, সব কিছুই ঠিক রয়েছে। |
23 | @mahfuzanila | 7.3 | 259 | কমেন্টের ভিতরে বানানের সমস্যা রয়েছে অনেক। |
24 | @mostafezur001 | 7.3 | 108 | কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
25 | @riyadx2 | 7.2 | 129 | জেনারেল পোস্টগুলোতে কমেন্ট তুলনামূলক কম হয়েছে। |
26 | @nevlu123 | 7.2 | 124 | মোটামুটি ঠিক আছে |
27 | @srshelly0399 | 7.2 | 93 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
28 | @tania69 | 7.1 | 119 | নিজের পোস্টের রিপ্লাই বেশি। অন্যের পোস্টে কমেন্টসের সংখ্যা আরও বৃদ্ধি করতে হবে। |
29 | @jannatul01 | 7 | 162 | মোটামুটি সবকিছু ঠিক আছে। |
30 | @hiramoni | 7 | 111 | কমেন্টে গ্যাপ আছে। তাছাড়া জেনারেল পোস্টগুলোতে কমেন্ট অনেক কম। |
31 | @neelamsamanta | 7 | 97 | কমেন্টের মান ঠিক আছে। |
32 | @bristy1 | 6.8 | 103 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা খুবই কম। |
33 | @arpita007 | 6.8 | 99 | এক জাতীয় কমেন্ট অনেক বেশি সংখ্যক দেখা যাচ্ছে। |
34 | @tuhin002 | 6.8 | 79 | কিছু কিছু জায়গায় ছোটখাটো বানান ভুল এবং দাঁড়ি-কমার একটু প্রবলেম ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
35 | @mohamad786 | 6.7 | 97 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা খুবই কম। |
36 | @samhunnahar | 6.6 | 154 | সবকিছু ঠিক আছে। |
37 | @ripon40 | 6.6 | 94 | কমেন্টেসের সংখ্যা আরও বাড়াতে হবে। |
38 | @green015 | 6.6 | 74 | জেনারেল রাইটিং গুলো আর ও পড়ে কমেন্ট করতে হবে। |
39 | @joniprins | 6.5 | 85 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কোন কমেন্টস নেই, এছাড়া কমেন্টেসের সংখ্যা আরও বাড়াতে হবে। |
40 | @haideremtiaz | 6 | 75 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কোন কমেন্টস নেই, এছাড়া কমেন্টেসের সংখ্যা আরও বাড়াতে হবে। |
41 | @fatema001 | 5.5 | 141 | ঠিক আছে, তবে কমেন্ট একদিন গ্যাপ আছে। |
42 | @fasoniya | 5.5 | 62 | গত সপ্তাহের মতো এ সপ্তাহেও কমেন্টসের ধারাবাহিকতা ছিল না, এছাড়া অন্যের পোস্টে কমেন্টস এর সংখ্যা খুবই কম। |
43 | @nilaymajumder | 5.5 | 49 | এক্টিভিটিস খুবই কম, কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
44 | @kausikchak123 | 5.4 | 39 | কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
45 | @tanha001 | 5 | 61 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা খুবই কম। |
46 | @kazi-raihan | 4.8 | 92 | জেনারেল পোস্টগুলোতে কমেন্ট অনেক কম। |
47 | @parul19 | 4.3 | 84 | কমেন্ট ঠিক আছে। কিন্তু কমেন্ট কম হয়েছে, বাড়াতে হবে। |
48 | @maksudakawsar | 4.1 | 91 | একদিন কমেন্ট গ্যাপ আছে এবং টুকটাক বানানের সমস্যা আছে। |
49 | @rayhan111 | 4.0 | 47 | বরাবরের মত সেম কাজটিই করেছেন।দু'এক লাইনে প্রায় একই ধরনের কমেন্টস। |
50 | @nazmul01 | 1 | 16 | বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টসের সংখ্যা খুবই কম। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@winkles
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
*
VOTE @bangla.witness as witness
![witness_vote.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmW8HnxaSZVKBJJ9fRD93ELcrH8wXJ4AMNPhrke3iAj5dX/witness_vote.png)
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
![Heroism_3rd.png](https://steemitimages.com/640x0/https://cdn.steemitimages.com/DQmRejDSNMUFmRz2tgu4LdFxkyoZYmsyGkCsepm3DPAocEx/Heroism_3rd.png)
প্রতি সপ্তাহের মত এই সপ্তাহেও কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো দিদি।আসলে আমরা সপ্তাহ জুড়ে কেমন কমেন্ট করি সেটার রিপোর্ট আমরা এই পোস্টের মাধ্যমে বুঝতে পারি।যাইহোক আগের তুলনায় এই সপ্তাহে কমেন্টের মান ভালো দেখে আমার কাছে অনেক ভালো লাগলো।ধন্যবাদ দিদি, পোস্টটি শেয়ার করার জন্য।
Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.267094060443271 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লেগেছে। আমি প্রতি সপ্তাহে চেষ্টা করি ধারাবাহিকতা বজায় রেখে ভালোভাবে কমেন্ট করার জন্য। আমার কমেন্টের পয়েন্ট সংখ্যা দেখে অনেক ভালো লেগেছে। এই রিপোর্টের মাধ্যমে সবাই নিজেদের কমেন্টের ভুল ত্রুটি সম্পর্কে জানতে পারে। অনেক ধন্যবাদ দিদি রিপোর্টটা এত সুন্দর করে শেয়ার করার জন্য।
এই সপ্তাহের কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে সত্যিই খুব ভালো লেগেছে।আমি নতুন ইউজার আমি চেষ্টা করছি প্রতিটি সপ্তাহে ভালোভাবে কমেন্ট করতে এবং ধারাবাহিকতা বজায় রাখতে। আমার কমেন্টের পয়েন্ট সংখ্যা দেখে খুবই প্রফুল্লিত হয়েছি। এই রিপোর্টের মাধ্যমে সবাই নিজেদের ভুলগুলো জানার সুযোগ পায়, যা খুবই উপকারী। দিদি, রিপোর্টটি এত সুন্দরভাবে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
জেনারেল রাইটিং পোস্টগুলোতে তুলনামূলক কম কমেন্ট করা হয়েছে সেটা এই লিস্টে উল্লেখ করা হয়েছে। চেষ্টা করব এই সপ্তাহে যেন জেনারেল রাইটিং পোস্টগুলোতে একটু বেশি কমেন্ট করতে পারি।
সব সময়ই এই রিপোর্ট দেখার জন্য অধীর আগ্রহে থাকি কারণ এই রিপোর্টের মাধ্যমে জানতে পারি গত সপ্তাহে আমার কমেন্টের মান কেমন ছিল। পরবর্তী সপ্তাহ থেকে কাজেরবার আরো বৃদ্ধি করবো যেন নিজের অবস্থান আরো ভালো জায়গায় নিয়ে আসতে পারি।
কমেন্ট মনিটরিং এর রিপোর্টটি দেখে অনেক ভালো লাগলো। রিপোর্টের তথ্য অনুযায়ী সবকিছু ঠিক আছে জেনে বেশ ভালো লাগলো। চেষ্টা করে যাচ্ছি কাজের ধারাবাহিকতা বজায় রেখে সঠিকভাবে কাজ করার জন্য। ধন্যবাদ দিদি সুন্দরভাবে রিপোর্টি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
কমেন্টস মনিটরিং রিপোর্ট দেখে খুবই ভালো লাগলো। আগের তুলনায় অনেকের কমেন্টস এর মান ভালো হয়েছে। যারা ভালো কাজ করছে তারা সবসময় ভালো ফলাফল পাচ্ছে। সবার জন্যই শুভকামনা রইলো।
কমেন্ট মনিটরিং রিপোর্টটি প্রত্যেক জেনারেল ইউজারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখান থেকেই আমরা আমাদের ভুলগুলো সম্পর্কে জানতে পারি। আমার যেহেতু কয়েক জায়গায় ছোট ছোট বানানের ভুল হয়েছে সেগুলো ঠিক করে কাজ করে যাবো ইনশা'আল্লাহ। কমেন্ট মনিটরিং রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি
কমেন্ট মনিটরিং রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ। সবাই যার যার দুর্বলতা গুলো ঠিক করে আরো ভালো একটিভিটি রাখবে আশা করছি।ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।