DIY-এসো নিজে করি:''হোয়াইটনার দিয়ে গণেশের চিত্র অঙ্কন //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,



আশা করি সবাই ভাল আছেন, সুস্থ আছেন।আজ হঠাৎ করে মনে হল একটু অন্যরকম কিছু আঁকি।কিছু কিছু সময় মনে হয় নানান রং দিয়ে যদি আঁকা যায় তাহলে খুব ভালো লাগে।তাই জন্যই আজকে অনেক রকম রং মিশিয়ে এই আঁকাটা আঁকলাম। আজকে তাই হোয়াইটনার দিয়ে গণেশের চিত্র অঙ্কন করে নিলাম।আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।



WhatsApp Image 2022-01-20 at 1.11.45 PM (4).jpeg




অংকন পদ্ধতি:


উপকরণ


• একটি সাদা কাগজ
• মাসকিং টেপ
• হোয়াইটনার
• সবুজ রং
• আকাশী রং
• গোলাপি রং
• হলুদ রং
• কমলা রং



প্রথম ধাপ


• প্রথমে একটি সাদা খাতা,হোয়াইটনার,সবুজ রং,আকাশী রং, গোলাপি,হলুদ রং, কমলা রং নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.41 PM (3).jpeg


দ্বিতীয় ধাপ



• তারপর মাসকিং টেপ দিয়ে খাতা চারপাশটা আটকে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.41 PM (2).jpeg


তৃতীয় ধাপ



• এরপর সবুজ রং দিয়ে একটা পাশে কিছুটা জায়গা রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.08.37 PM.jpeg


চতুর্থ ধাপ



• এরপর হলুদ ও আকাশী রং দিয়ে কিছুটা অংশ রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.40.51 PM.jpeg


পঞ্চম ধাপ



•এরপর বেগুনি কালার দিয়ে আকাশির নিচে দিয়ে রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.08.36 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর পিঙ্ক ও হলুদ কালার দিয়ে কিছুটা অংশ রং করে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.40 PM (3).jpeg


সপ্তম ধাপ


• বাকি অংশটা হলুদ ও ডিপ সবুজ কালার দিয়ে কমপ্লিট করে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.39 PM.jpeg


অষ্টম ধাপ



•এরপর একটি কাপড় দিয়ে পুরো রংটা ঘষে মিশিয়ে দিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.40 PM (4).jpeg



নবম ধাপ


•এরপর একটা পেন্সিল দিয়ে গণেশের অবয়বটা এঁকে নিলাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.39 PM (2).jpeg


দশম ধাপ


•সবশেষে পেন্সিলের উপর দিয়ে হোয়াইটনার কালার করে করালাম।

WhatsApp Image 2022-01-20 at 1.18.39 PM (1).jpeg

WhatsApp Image 2022-01-20 at 1.11.45 PM (3).jpeg



একাদশ ধাপ


• ব্যাস তৈরি হয়ে গেল গণেশের চিত্রাংকন

WhatsApp Image 2022-01-20 at 1.11.45 PM (1).jpeg




WhatsApp Image 2022-01-20 at 1.11.45 PM.jpeg

আমার একটি নিজস্বী



ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আপনি একবারে আনকমন একটা চিত্র এঁকেছেন দিদি।খুব ভালো লেগেছে আমার কাছে।আর প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন।শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুব সুন্দর ছিল আপনার রং কোনটি এবং দারুণ ইউনিকো ছিল বটে। খুব সুন্দর ভাবে প্রত্যেকটা ধাপ বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 2 years ago 

হোয়াইটইনার দিয়ে খুব নিখুঁতভাবেই আপনি গনেশের চিত্র এঁকেছেন।সময় নিয়ে সুন্দর কারুকার্য করেছেন।ধন্যবাদ, এতো সুন্দর চিত্র উপহার দেওয়ার জন্য। আমন্ত্রন ও ভালবাসা রইলো।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ, আপনি প্রায়ই সুন্দর সুন্দর লেখা উপহার দিয়ে যাচ্ছেন।আমন্ত্রণ ও শুভকামনা রইলো শ্রদ্ধেয়;

 2 years ago 

আজকে প্রথমে হোয়াইটনার দিয়ে আঁকানো ছবি দেখলাম। যেটা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। ধাপগুলোও নিখুঁতভাবে তৈরি করেছেন। আপনার জন্য শুভ কামনা রইলো

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মন্তব্যের জন্য।

 2 years ago 

আপু সম্পূর্ণ কাগজে রং করে নিয়ে পরবর্তীতে খুবই সুন্দরভাবে হোয়াইটনার দিয়ে গণেশের চিত্রটি অঙ্কন সম্পন্ন করেছেন।চিত্র অঙ্কন করার পদ্ধতিও ধাপ আকারে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু আপনার সুন্দর অঙ্কন আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দর একটি মতামতের জন্য।

 2 years ago 

ওয়াও দিদি অনেক সুন্দর ছিল। অনেকটা ইউনিক ছিল দিদি। প্রত্যেকটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। দিদি আপনার অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি তো সর্ব গুণে গুণান্বিত। দিদি আমার ভালোবাসা রইলো আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে। আমার ভীষণ ভালো লাগছে আমার অঙ্কনটি আপনার কাছে এত ভালো লেগেছে শুনে। এই ভাবেই সব সময় পাশে থাকবেন। ভালোবাসা রইল আপনার জন্য।

 2 years ago 

গণেশ ঠাকুরের ছবি টা যতটা সুন্দর হয়েছে ব্যাকগ্রাউন্ড এর রংটা ততটাই সুন্দর হয়েছে। খুবই সুন্দর এবং নিপুণ ভাবে আপনি অঙ্কনটি সম্পন্ন করেছেন। ধন্যবাদ এত সুন্দর একটি অঙ্কন আমাদের সামনে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

এত সুন্দর ভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

আপনি হোয়াইটনার দিয়ে খুব সহজেই গণেশের চিত্রাংকন করেছেন। আমার কাছে চিত্রটি বেশ ভালো লেগেছে। আপনি চিত্রটির প্রতিটি ধাপ শেয়ার করেছেন যা চিত্রটি আঁকতে আরো সাহায্য করবে। আপনাকে অনেক ধন্যবাদ দিদি। আপনার জন্য শুভকামনা রইলো।

EZrGNWcrMDNczaEXa66AEJHcKH7nrfa7r2fnEEb26owGbKmVZzVNY38ZTpQGcSKBRTWKQQ1NYenwo9LEQ2PvU7bfyvF5uQyBcpg9GAJ2va...2w7ep3LhhQa9kvWQkCLWjKffNejcyyHjp9ScganhREzkD3tjt9Po5p3UVrueKo7yazdVpNDXMDDSuBxwSR2of5d3Hw7x1SEccV31Hi7jLan7SSYxXeu1BPFSh4.png

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ দাদা আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য।

 2 years ago 

হোয়াইটইনার দিয়ে আপনি খুব সুন্দর ভাবে গনেশের চিত্র এঁকে ছেন। চিত্রগুলো ধাপে ধাপে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

এক কথায় অসাধারণ হোয়াইটনার দিয়ে আপনি অসাধারণ গণেশের অংকন করেছেন দিদি।আমার খুবই ভালো লাগে আপনার কাজগুলো।আপনি খুব যত্নসহকারে প্রতিটি কাজ করেন দেখলেই বুঝা যায়। দিদি,গণেশের এই চিত্র অংকন টি সত্যি ইউনিট হয়েছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি গণেশের চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ দিদি আপনাকে এত সুন্দরভাবে প্রশংসা করে পাশে থাকার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.13
JST 0.028
BTC 57621.01
ETH 3094.14
USDT 1.00
SBD 2.32