কমেন্ট মনিটরিং রিপোর্ট[ ১১৪ তম সপ্তাহ] ।। ২৪নভেম্বর ২০২৪
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে |
---|
"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ১১৪তম পোষ্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।
আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-
Comments Monitoring Report Of Active Super List
Serial | Username | Points | Comments | Remarks |
---|
Serial | Username | Points | Comment | Remark |
---|---|---|---|---|
1 | @neelamsamanta | 9.2/10 | 347 | কমেন্টের মান ঠিক আছে |
2 | @mohinahmed | 9 | 300 | কমেন্টের মান ঠিক আছে। |
3 | @monira999 | 9 | 294 | কমেন্টের মান ঠিক আছে। |
4 | @tasonya | 9.0 | 288 | কমেন্টস এর মান ভালো, সবকিছুই ঠিক রয়েছে। |
5 | @narocky71 | 8.9 | 224 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
6 | @kausikchak123 | 8.7 | 185 | মোটামুটি কমেন্ট ঠিক আছে। |
7 | @isratmim | 8.7 | 183 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
8 | @tanjima | 8.5 | 200 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
9 | @shahid540 | 8.3 | 143 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
10 | @samhunnahar | 7.9 | 165 | কমেন্টস এর মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
11 | @saymaakter | 7.8 | 133 | ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
12 | @selina75 | 7.7 | 118 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
13 | @sumon09 | 7.6 | 157 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
14 | @bdwomen | 7.5 | 166 | দু এক জায়গায় বানান ভুল আছে। |
15 | @bijoy1 | 7.5 | 145 | কমেন্ট এর মান ঠিক আছে। |
16 | @kibreay001 | 7.5 | 126 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
17 | @bristy1 | 7.4 | 149 | আর্ট, রেসিপি, ফটোগ্রাফি ও ডাই জাতীয় পোস্টে শুধু কমেন্টস, বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস অনেক কম. |
18 | @jannatul01 | 7.4 | 125 | কমেন্টের মান ঠিক আছে। |
19 | @purnima14 | 7.3 | 126 | কমেন্টের মান ভালো। |
20 | @tania69 | 7.3 | 125 | মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
21 | @rahmanurdisha | 7.3 | 100 | মোটামুটি কমেন্টের মান ঠিক আছে। |
22 | @aongkon | 7.2 | 120 | কমেন্টসের মান ভালো, ছোটখাটো কিছু ভুল ছাড়া মোটামুটি সব কিছুই ঠিক রয়েছে। |
23 | @riyadx2 | 7.2 | 116 | কমেন্টস এর মান ভালো, মোটামুটি সবকিছুই ঠিক রয়েছে। |
24 | @jamal7 | 7.1 | 159 | বানানের প্রতি খেয়াল রাখতে হবে, প্রচুর বানান ভুল রয়েছে। |
25 | @fatema001 | 7.1 | 118 | কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে, ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস |
26 | @tanha001 | 7.1 | 93 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
27 | @shapladatta | 7.0 | 121 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
28 | @hiramoni | 7 | 102 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, এছাড়া মোটামুটি সবকিছু ঠিক আছে। |
29 | @parul19 | 7 | 96 | কমেন্ট এর মান মোটামুটি ভালো কিন্তু কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
30 | @green015 | 7 | 95 | কমেন্ট সংখ্যা বৃদ্ধি করতে হবে। |
31 | @ah-agim | 6.9 | 87 | কমেন্টের মান মোটামুটি ঠিক আছে। |
32 | @selinasathi1 | 6.9 | 71 | পরাপর তিন দিন কোন কমেন্টস নেই, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
33 | @emon42 | 6.8 | 95 | কমেন্ট এর মান ঠিক আছে। |
34 | @polash123 | 6.8 | 94 | ছোটখাটো কিছু ভুল রয়েছে, এছাড়া বিভিন্ন ধরনের রাইটিংগুলোতে কমেন্টস তুলনামূলকভাবে অনেক কম। |
35 | @mahfuzur888 | 6.7 | 99 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল ছিল, এছাড়া কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
36 | @mohamad786 | 6.7 | 73 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
37 | @ayaan001 | 6.6 | 92 | ছোটখাটো বেশ কিছু বানান ভুল রয়েছে, এছাড়া বাকি সবকিছুই মোটামুটি ঠিক রয়েছে। |
38 | @polash123 | 6.5 | 93 | কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে |
39 | @kazi-raihan | 6.5 | 89 | ছোটখাটো কিছু বানান ভুল ছিল, এছাড়া দাঁড়ি-কমার ব্যাপারে একটু খেয়াল রাখতে হবে (কয়েকটি লাইন একটি লাইনের শেষ হয়েছে)। |
40 | @rayhan111 | 6.4 | 87 | কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে। |
41 | @nilaymajumder | 5.9 | 33 | এক্টিভিটিস খুবই কম। |
42 | @maksudakawsar | 5 | 73 | সপ্তাহের বেশিরভাগ সময় ইনটেক্টিভ ছিলেন এবং শেষ মুহূর্তে এসে কমেন্ট করেছেন |
43 | @alif111 | 5 | 67 | জেনারেল রাইটিং গুলোতে কমেন্ট কম। |
44 | @joniprins | 5 | 65 | ইরেগুলার কমেন্ট এক্টিভিটিস, কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে। |
45 | @ashik333 | 5 | 60 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
46 | @nazmul01 | 4.8 | 41 | কমেন্টস তুলনামূলকভাবে অনেক কম, কমেন্টসের ধারাবাহিকতা বজায় রাখতে হবে। |
47 | @mahfuzanila | 4 | 48 | একই জাতীয় কমেন্ট অনেক বেশি হয়ে যায় |
48 | @shopon700 | 4 | 43 | কমেন্টের পরিমান বাড়াতে হবে। |
49 | @tuhin002 | 02 | 32 | অন্যের পোস্টে কমেন্ট কম হয়েছে। |
Team Leader
@swagata21
Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
*
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখলে বুঝতে পারা যায় কারা কাজের ধারাবাহিকতা ধরে রেখেছে। দীর্ঘদিন যাবত কাজের ধারাবাহিকতা নষ্ট হয়ে গিয়েছিল। আবার ফিরিয়ে আনার চেষ্টা করছি ।আশাকরি পরবর্তী সপ্তাহে আমার নামটি এই রিপোর্টে দেখতে পাবো।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। আসলে ব্যস্ততার জন্য তেমন কমেন্ট করতে পারিনি। তারপরে ও চেষ্টা করি এক্টিভিটিস গুলো ধরে রাখার জন্য। ধন্যবাদ দিদি পুরো রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আশা করি দিদি ভালো আছেন? সবাই কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে খুব ভালো লাগলো। কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে কমেন্টের ভুল ত্রুটি গুলো সংশোধন করে কমেন্টের মান বৃদ্ধি করতে পারবো আশা করি। কমেন্ট মনিটরিং রিপোর্ট সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে দিদি, ভালো থাকবেন।
কমেন্ট মনিটরিং রিপোর্ট, এই রিপোর্টটি আমাদের প্রত্যেক ইউজারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে প্রত্যেকেই তাদের কাজের গতি সম্পর্কে জানতে পারে, সেই সাথে ভুলগুলো সম্পর্কেও জানতে পারে। কমেন্ট মনিটরিং রিপোর্ট এর দিক থেকে আমার পয়েন্ট এইবার ৮.৩। চেষ্টা করব আগামীতে আরো ভালো করার জন্য। ধন্যবাদ দিদি কমেন্ট মনিটরিং আমাদের মাঝে শেয়ার করার জন্য।
ব্যাক্তিগত ভাবে কিছুটা চাপে আছি। সে জন্য ঠিকভাবে এক্টিভিটিসটা ধরে রাখতে পারছি না। আশা করি সামনের সাপ্তাহে সব ঠিক হয়ে যাবে,ইনশাআল্লাহ।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে বেশ ভালই লাগলো। গত সপ্তাহে হাতে খুব একটা কাজ ছিল না বলে সারাদিন অনেক ব্লগ পড়েছি এবং কমেন্টও করেছি। কিন্তু তার পরিমাণ যে এত তা ভাবি নি। রিপোর্টের সবার উপরে নিজের নামটি দেখে বেশ ভালো লাগছে তবে এই সপ্তাহে আর খুব একটা সময় করে উঠতে পারছি না।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো। অনেকের কমেন্টস এর মান আগের তুলনায় অনেক ভালো হয়েছে। যারা নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে তারা সবসময় ভালো মানের কমেন্টস আমাদের মাঝে উপহার দিচ্ছে। দিদি আপনি অনেক সুন্দর করে এই রিপোর্ট উপস্থাপন করেছেন দেখে ভালো লাগলো।
কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে আমি আমার অবস্থান সম্পর্কে জানতে পারলাম। এই রিপোর্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই এই রিপোর্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ।
প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহেও কমেন্ট মনিটারিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগছে। নিজের অবস্থান সম্পর্কে জানতে পারলাম। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।
কমেন্ট মনিটরিং রিপোর্টটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই রিপোর্টের মাধ্যমে আমরা আমাদের অবস্থান সম্পর্কে জানতে পারি। আজকে এই রিপোর্টটি শেয়ার করার মাধ্যমে আমি আমার অবস্থান সম্পর্কে জানতে পারলাম আগামীতে আরো ভালো করবো ইনশাআল্লাহ ।