হাতিবাগান সার্বজনীন

in আমার বাংলা ব্লগ8 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে হাতিবাগান সার্বজনীন পূজা মন্ডপের কিছু কিছু ছবি ভাগ করে নিচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে।

এখানে যে পূজা মন্ডপটি দেখানো হয়েছে সেটা মায়ের নারীর টানকে বোঝানো হয়েছে ।যে টান আদি অনন্ত। এই টানের নাম দোসর। সন্তান মায়ের আর মা সন্তানের। যে সম্পর্ক বারবার দোসর হয়ে ওঠার গল্প শোনায়। শোনায় বেঁচে থাকার কাহিনী। জীবনের উৎসবের কথা। আর উৎসব মানেই তো এক সাবেকিয়ানার ঐতিহ্য ।আধুনিকের জয়গান ।কোথাও সাবেকিয়ানা আর আধুনিকতা হয়ে ওঠে একে অপরের দোসর ।যেমন চুন খসে যাওয়া ইট দেখা নড়বড়ে বাড়িটা হয়ে ওঠে একটা ঝা চকচকে ফ্লাট ।বাড়ির দোসর ।নয়ন তারা গাছটা হয়ে ওঠে মানিপ্লান্টের দোসর। আলো হয়ে ওঠে অন্ধকারের দোসর। বাসগুলো অটোর ।অটোগুলোর ট্রাম লাইন এর। ঢাক কাঁসরের.. আকাশ মাটির.. মাটি জলের... জল নৌকার ...পৃথিবী চাঁদের ...ভুল ঠিকের ...আনন্দ দুঃখের.. সবাই তো সবার দোসর ।আর এই পুরো গল্পটাই হাতিবাগান সার্বজনীন এর মাতৃ আরাধনা দোসর ।এক অনাবিল সম্পর্ককে দেখানো হয়েছে ।যা অজান্তেই শিকড় ছড়িয়ে দিয়েছে এই মানব জমিনে ।

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (8).jpeg

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (2).jpeg

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (1).jpeg

WhatsApp Image 2024-06-22 at 01.57.34.jpeg

এই প্যান্ডেলটির থিম হলো দোসর।


এখানে পুরো মন্ডপটাতেই দেখা যাচ্ছে পুরানো বাড়িগুলোকে দেখানো হয়েছে। যেটা আজ থেকে বহু বছর আগে ছিল। যে দালান বাড়ি গুলো আসলে দেখানো হয়েছে সেই দালান বাড়িগুলোকে নিয়েই মন্ডপটি সাজানো হয়েছে । এবং এখান থেকেই বোঝানো হয়েছে পুরানো দালান বাড়ি গুলো থেকে আজ কিভাবে ফ্ল্যাটে রূপান্তরিত হয়েছে।এমনকি দুর্গা প্রতিমা একদম ভিন্ন রূপে এখানে দেখানো হয়েছে ।সব মিলিয়ে মন্ডপ চিন্তাভাবনা আমার কাছে খুবই ভালো লেগেছে ।

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (7).jpeg

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (6).jpeg

WhatsApp Image 2024-06-22 at 01.57.34 (5).jpeg




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  
 7 days ago 

"হাতিবাগান সার্বজনীন" ক্লাবের পুজো প্যান্ডেলটা দেখে আমি জাস্ট মুগ্ধ হয়ে গেলাম দিদি। তাছাড়া, এই পুজো প্যান্ডেলটির থিম সম্পর্কে জানতে পেরে অনেক ভালো লাগলো আমার। যদিও দোসরের মানে আগে আমি জানতাম না, তবে তোমার পোস্টটি পড়ার মাধ্যমে ব্যাপারটা সম্পর্কে জানতে পারলাম। এই পুজো প্যান্ডেলটিতে দুর্গা মায়ের এই ভিন্ন রকম রূপটি জাস্ট অসাধারণ লাগলো। এত সুন্দর করে গুছিয়ে এই প্যান্ডেলটি সম্পর্কে বিস্তারিত সব কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদি তোমাকে।

 7 days ago 

হাতিবাগান সার্বজনীন সত্যিই এক অসাধারণ পূজা মন্ডপ। প্রতিবার এদের নিত্য নতুন থিম মানুষকে শুধু মুগ্ধ করে দেয়ই না, অভিনবত্বের বিচারে এরা সব সময় উপরের দিকে থাকে। এত সুন্দর করে পুরো দিকটি তুলে আনলেন তা খুব প্রশংসনীয়।

 7 days ago 

মা এবং সন্তানের দারুন একটি বন্ধনের উপর ভিত্তি করে পুজোর থিম সাজানো হয়েছে দেখে ভালো লাগলো দিদি। আসলে এই ধরনের পুজো গুলো দেখতে অনেক ভালো লাগে। অসাধারণ একটি পোস্ট সবার মাঝে শেয়ার করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 7 days ago 

হাতিবাগান সার্বজনীন এর থিমটা যেমন সুন্দর, তেমনি তাদের সম্পূর্ণ আয়োজন একেবারে চোখ ধাঁধানো। প্যান্ডেলটি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গিয়েছি। ফটোগ্রাফি গুলো দারুণভাবে ক্যাপচার করেছেন বৌদি। সবমিলিয়ে পোস্টটি বেশ উপভোগ করলাম। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 7 days ago 

দোসর, থিমটি যথার্থ বর্ণনা করেছেন দিদিভাই। তাছাড়া পূজা প্যান্ডেলের আলোকসজ্জা ও ডেকোরেশন বেশ ভালই ছিল। দারুণ উপভোগ করলাম ব্লগটি।

 6 days ago 

পূজা খুব বেশি একটা দেখা হয় না এবং এর পিছনের তাৎপর্যগুলোও খুব ভালো করে শোনা হয় না। তবে আজকের আপনার এই পোস্টি পড়ে বেশ কিছু নতুন নতুন তথ্য জানতে পারলাম। তবে আমার দেখা মতে এরকম প্যান্ডেল আজ প্রথমে দেখলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 60875.99
ETH 3386.90
USDT 1.00
SBD 2.57