কাশফুল ও দুর্গা পুজো।।০৫ অক্টোবর ২০২৪

in আমার বাংলা ব্লগ2 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।আজ আমি আপনাদের সঙ্গে কাশফুল ও দুর্গা পূজা নিয়ে কথা বলতে এসেছি।

17280757520727222725438594582675.jpg

Image taken from Open AI


শরতের কাশফুল এবং দুর্গাপূজার মধ্যে এক গভীর সাংস্কৃতিক ও ঐতিহ্যবাহী সম্পর্ক রয়েছে। কাশফুল শরৎকালের অন্যতম প্রতীক এবং এই ঋতুর আগমনই সাধারণত দুর্গাপূজার সময়কে নির্দেশ করে।এই সম্পর্ককে গভীরভাবে বুঝতে হলে আমাদের শরতের প্রকৃতি এবং দুর্গাপূজার পৌরাণিক ও সাংস্কৃতিক গুরুত্ব সম্পর্কে ধারণা থাকতে হবে।

শরৎকাল হল প্রকৃতির পরিবর্তনের সময় যখন গ্রীষ্মের তীব্র তাপ কমে আসে এবং মনোরম আবহাওয়া শুরু হয়।এই সময়ে নদীর তীরে, মাঠে-ঘাটে সাদা কাশফুল ফোঁটে যা শরৎকালের আসার প্রতীক হিসেবে বিবেচিত হয়।বাংলার মানুষ শরতের এই রূপকে ভীষণভাবে উপভোগ করে এবং কাশফুলের সঙ্গে অনেক আবেগ ও স্মৃতি জড়িয়ে থাকে।

দুর্গাপূজা সাধারণত শরৎকালে হয় এবং এই উৎসবের মূল ঘটনাটি মায়ের আগমনের সঙ্গে সম্পৃক্ত।পৌরাণিক মতে, দেবী দুর্গা শরৎকালে তার সন্তানদের নিয়ে পিতৃগৃহে ফিরে আসেন। শরৎকাল তাই মায়ের আগমন এবং মাতৃভক্তির প্রকাশের প্রতীক।শরতের এই সময়টিকে বাংলায় ‘আশ্বিনের শারদীয়া’ বলে অভিহিত করা হয় যেখানে দেবীর আরাধনায় ঘরে ঘরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে।

কাশফুলের সাদা শুভ্রতা দেবী দুর্গার পবিত্রতা ও মঙ্গলময়তার প্রতীক হিসেবে দেখা হয়।এই ফুল শরৎকালের প্রাকৃতিক সৌন্দর্যের অংশ এবং দুর্গাপূজার সময় প্রকৃতির সঙ্গে দেবীর সম্পর্ককে প্রতিফলিত করে।কাশফুলের দোলা এবং তার সাদা রঙ দেবীর পায়ের নিচে শুভ্রতার প্রতীক হয়ে ওঠে যা আনন্দ এবং পূজার উচ্ছ্বাসের সঙ্গে মিশে যায়।

দুর্গাপূজার সময় প্রকৃতি যেন নিজের সাজে সাজে ওঠে।কাশফুল, মৃদু বাতাস, নীল আকাশ আর শরতের মনোরম দৃশ্য দুর্গাপূজার সাংস্কৃতিক পরিবেশকে আরও গভীর করে তোলে।বাংলার মানুষ প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে পূজার আবেগকে মিশিয়ে ফেলে যা শরতের কাশফুল এবং দুর্গাপূজার এই গভীর সম্পর্ককে আরও দৃঢ় করে।

এইভাবে,শরতের কাশফুল এবং দুর্গাপূজা একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে যা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্য এবং প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ককে প্রতিফলিত করে।


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

1000158488.jpg

PUSS COIN:BUY/SELL

Sort:  
 yesterday 

এই শরৎকালে প্রকৃতি যেন সত্যি সেজে উঠে। সে দেখিয়ে দেয় তার অনন‍্য সুন্দর একটা রুপবৈচিএ। তবে দূর্গা পূজার সাথে এমন সম্পৃক্ততা সম্পর্কে জানতাম না। বেশ ভালো লিখেছেন দিদি। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য আপনাকে।।

 yesterday 

এত পিছনের কথা দিদিভাই সত্যিই জানতাম না, কাশফুলের সঙ্গে দূর্গা পুজোর যে কথা তুলে ধরেছেন, তা বেশ ভালো লাগলো জেনে।

 yesterday 

যখন শরতের কাশফুল প্রকৃতির সৌন্দর্য বাড়িয়ে তুলে তখনই পুজোর আভাস পাওয়া যায়। মনে হয় এই বুঝি পুজো চলে এলো ।দিদি আপনার লেখাগুলো পড়ে সত্যি অনেক ভালো লাগলো। দেখতে দেখতে পুজো একদম চলে এসেছে।

 yesterday 

এই বিষয়টা একদমই জানা ছিলোনা। আসলে প্রতিটি ধর্মের সাথেই প্রকৃতির এক প্রবল সম্পর্ক রয়েছে। স্বীয় ধর্ম ব্যতীত অন্য ধর্মে আমাদের আগ্রহ না থাকার কারনে আমরা এসব সুন্দর বিষয় সম্পর্কে জানিনা। এজন্য এসব ঘটনা পাওয়া মাত্রই পড়ি, যাতে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ হয়। ধন্যবাদ, দিদি এমন বিষয়ে লেখার জন্য।

 10 hours ago (edited)

শরৎকালের সৌন্দর্য দেখে যে কেউ মুগ্ধ হয়ে যায়। বিশেষ করে কাশফুল দেখতে ভীষণ ভালো লাগে। কাশফুলের সাথে যে দূর্গা পূজার এমন গভীর সম্পর্ক রয়েছে, সেটা সত্যিই জানা ছিলো না। ব্যাপারটা জেনে ভীষণ ভালো লাগলো। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.18
TRX 0.15
JST 0.029
BTC 62613.64
ETH 2438.01
USDT 1.00
SBD 2.67