কমেন্ট মনিটরিং রিপোর্ট (প্রথম সপ্তাহ) ০৯-০৯-২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে,


"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর প্রথম রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি বৃহস্পতিবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-



Comments Monitoring Report Of Active Super List

SerialUser NamePointComment CountRemark
01@haideremtiaz7 out of 1047একটু বানান সমস্যা, কম কমেন্ট করে ।
02@kawsar7 out of 10127ফোটগ্রাফি, রেসিপি পাওয়ার আপে কমেন্ট করে, এক জাতিয় কমেন্ট।
03@tasonya7.5 out of 10198ফোটগ্রাফি, রেসিপি পোস্টে কমেন্ট করে। অনেক তারাতারি করেন্ট করে। ১০ মিনিটে ৭ টি কমেন্ট করেছে।
04@morioum9 out of 10194মোটামোটি ভালো, পোস্ট পড়ে কমেন্ট করে।
05@tania699.2 out of 1098কমেন্ট কোয়ালিটি ভালো, পোস্ট পড়ে কমেন্ট করে।
06@naimuu8 out of 10174মোটামোটি ভালো, তবে মাঝে মাঝে এক জাতিয় কমেন্ট হয়ে যায়।
07@engtariqul8.5 out of 10285মোটামোটি ভালো,মাঝে মাঝে একজাতীয় কমেন্ট করে।
08@wahidasuma8.6 out of 1069কমেন্ট কোয়ালিটি ভালো, পোষ্ট পড়ে কমেন্ট করে এবং যথার্থ কমেন্ট করে।
09@razuahmed8.5 out of 10221শর্ট কমেন্ট করে, মোটামোটি ভালো। একটু ইম্প্রুভ দরকার কমেন্ট কোয়ালিটির উপর।
10@saymaakter6.5 out of 1036অল্প কমেন্ট করে, মাঝে মাঝে এক জাতিয় কমেন্ট করে। কমেন্ট সম্পর্কে একটু সচেতন হতে হবে।
11@sajjadsohan8 out of 10149মোটামোটি ভালো, তবে এক জাতিয় কমেন্ট হয়ে যায়।
12@parul195 out of 10194এক জাতিয় কমেন্ট বেশি করে, পোস্ট পড়ে কমেন্ট করে না।
13@rayhan1117.1 out of 10159মোটামোটি ভালো তবে ফোটগ্রাফি ও রেসিপি পোস্টে এক জাতিয় কমেন্ট হয়ে যায়। একটু সর্তক হতে হবে।
14@aflatunn9 out of 10196মোটামুটি সবধরনের পোস্ট এ ভালোই কমেন্টস করেছেন।
15@litonali8 out of 10272কিছু কমেন্টস অনেক ছোট, আর কিছু কিছু মোটামুটি ভালোই করেছেন।
16@anisshamim7.2 out of 10124নিজের পোস্ট এ রিপ্লাই বেশি, কিন্ত অন্যর পোস্ট এ কমেন্টস কম , ইউনিক আছে।
17@alauddinpabel7.0 out of 10112মোটামুটি সবধরনের পোস্ট এ ভালো মন্দ মিলিয়েই কমেন্টস করেন।
18@limon885 out of 10123রেসিপি ও আর্ট জাতীয় পোস্টে বেশি কমেন্টস।
19@nevlu1234.5 out of 1058আর্ট ও পাওয়ার আপ জাতীয় পোস্টে কমেন্টস বেশি। কিন্তু লাস্ট চার পাঁচ দিন ধরে কমেন্টস নেই বললেই চলে, অন্য কমিউনিটিতে অ্যাক্টিভিটি বেশি।
20@amitab6 out of 10126মোটামুটি সব ধরনের পোস্টে কমেন্টস করেন, ভালোই আছে কমেন্টসগুলো, কিন্তু বানানের অনেক প্রবলেম আছে।
21@isha.ish5 out of 1062আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস বেশি, খুবই সংক্ষিপ্ত কমেন্ট গুলো।
22@roy.sajib7 out of 1088মোটামুটি সব ধরনের পোস্টে কমেন্টস করেন।কমেন্টস গুলো ভালোই লেগেছে, ইউনিক ছিল।
23@mahbubul.lemon2.5 out of 1016লাস্ট চারদিন কোনো কমেন্ট নেই, খুব সংক্ষিপ্ত আকারের কমেন্টস।
24@rituamin5 out of 10161আর্ট এবং রেসিপি জাতীয় পোস্টে কমেন্টস বেশি। নিজের পোস্ট এর রিপ্লাই বেশি।
25@bdwomen4.5 out of 10163রেসিপি আর্ট ও ফটোগ্রাফি জাতীয় পোস্টে কমেন্টস বেশি। অন্যান্য পোস্টের কমেন্টস থেকে নিজের পোস্টে রিপ্লাই বেশি।
26@rahimakhatun9 out of 10176কমেন্টের ধরন ভালো। সব ধরনের পোস্টে কমেন্ট করেন। কমেন্টের আকার ছোট হলেও বোঝা যায় তিনি পোস্ট ভালোভাবে পড়ে কমেন্ট করেছেন।
27@emon428 out of 10205সবকিছু মিলিয়ে তার কমেন্টের মান ভালো এবং সব ধরনের পোস্টে কমেন্ট করেন।
28@mayedul5 out of 1094শুধু এবিপি ফান পোস্টে কমেন্ট করলে হবে না। অন্যের পোস্টে কমেন্ট সংখ্যা বাড়াতে হবে।
29@bristy15 out of 1029কমেন্ট সংখ্যা খুবই কম। বেশিরভাগ কমেন্ট করেন রেসিপি ও ফটোগ্রাফি পোস্টে। অন্যের পোস্টে কমেন্ট সংখ্যা একেবারেই কম।
30@gopiray7 out of 10126কমেন্টের মান বাড়াতে হবে। বানানের প্রতি যত্নশীল হতে হবে।
31@mohamad7864 out of 10142শুধু রেসিপি ও ফটোগ্রাফি করতে কমেন্ট করেন।
32@kibreay0014 out of 10129আর্ট রেসিপি ও পাওয়ার আপ পোস্টে বেশিরভাগ কমেন্ট করেন। কমেন্টের মান ভালো না।
33@bobitabobi2 out of 1056অন্যের পোষ্টে কমেন্টের সংখ্যা খুবই কম। বেশিরভাগ কমেন্ট করেন রেসিপি ও আর্ট পোস্টে।
34@jahidulislam017 out of 10131কমেন্টের মান আরো ভালো করতে হবে। সবকিছু মিলিয়ে মোটামুটি ভালো।
35@selinasathi13 out of 1055কমেন্টের সংখ্যা কম। রেসিপি পোস্ট বাদে অন্যান্য পোস্টে কমেন্ট করতে হবে। সম্ভবত ছুটিতে থাকার কারণে উনার কমেন্টের সংখ্যা কম।
36@gorllara3 out of 1086ইরেগুলার কমেন্ট করেছেন। সব কমেন্ট রেসিপি ও আর্ট পোস্টে। একদিনে ৪৮ টা কমেন্ট করেছেন।
37@shuvo20212 out of 1018কমেন্টের সংখ্যা খুবই কম। কমেন্টের সংখ্যা বাড়াতে হবে।
38@tauhida6 out of 10116অন্যের পোস্টে কমেন্টের সংখ্যা কম। বেশিরভাগ কমেন্ট করেছেন রেসিপি ও আর্ট পোস্টে। কমেন্টের মান মোটামুটি ভালো।
39@green0158.5 out of 10160overall it s ok. but need more relevant comment
40@tarique528.5 out of 1082overall ok
41@monira9998 out of 10127need more attentions in commenting
42@sikakon7 out of 1050spelling mistake and low rate of comment
43@emranhasan7.5 out of 10109need relevant comment
44@ashikur500 out of 100zero comment
45@tanjima7.1 out of 1083spelling mistake and need more relevant comment
46@Jibon470 out of 106very low activity
47@joniprins7.6 out of 10149spelling mistake
48@narocky717.8 out of 10123need more relevant comment
49@bidyut018.5 out of 10139ok
50@isratmim7 out of 10150Format commenting

ধন্যবাদ,
@swagata21 , Community Moderator
Team Leader, C & W Monitoring Team


New_Benner_ABB-6.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

নিঃসন্দেহে এটি অনেক ভালো উদ্যোগ। এর ফলে আমাদের কোথায় সমস্যা আছে আমরা বুঝতে পারব। এর আগে আমরা আমাদের ত্রুটিগুলো ঠিকমতো জানতে পারতাম না। এখন সমস্যাগুলো জেনে দ্রুত সংশোধন করতে পারব। আমার মনে হচ্ছে এই উদ্যোগটি শতভাগ সফল।
ধন্যবাদ সকলকে।

 2 years ago 

আশা করছি এই রিপোর্ট থেকে আমার বাংলা ব্লগ কমিউনিটি সকল মেম্বারদের উপকৃত হবে। তাদের কমেন্টে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই বিষয়টি তাদেরকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়েছে এই রিপোর্টে। সবার জন্য শুভকামনা রইল সবাই ভালোভাবে ব্লগিং করুন, আমার বাংলা ব্লগ কমিউনিটি সাথেই থাকুন।

 2 years ago 

ভাইয়া যাদের নাম এখানে নেই তারা কি ঠিকঠাক? নাকি তারা আরো বেশি বিপদে আছে?

 2 years ago 

যারা গত সাপ্তাহে সুপার এক্টিভ লিস্ট এ ছিলেন তাদের রিপোর্ট এটি।
আপনার কমেন্ট এখনো এনালাইসিস করা হয় নি।

 2 years ago 

সঠিক তথ্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

ঠিক বলেছেন ভাই সকল মেম্বারে অনেক উপকৃত হবে। আমার জন্য ও অনেক ভালো হয়েছে।

 2 years ago 

আমার দুর্বলতা গুলো এই রিপোর্ট থেকে জেনে নিলাম। এই নিয়ে কাজ করবো। অনেক অনেক ধন্যবাদ দিদি। মনিটরিং এর দায়িত্বে যারা ছিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এই রিপোর্ট দ্বারা কমিউনিটির সদস্যগণ দুইভাবে উপকৃত হবেন, প্রথম তারা নিজেদের দূর্বলতাগুলো চিহ্নিত করতে পারবেন এবং সেগুলোকে কাটিয়ে উঠে নিজেদের কাংখিত অবস্থানে নিয়ে যেতে পারবেন। এটা সত্যি দারুণ একটা উদ্যোগ এবং চমৎকার একটা রিপোর্ট। ধন্যবাদ।

 2 years ago 

এটা কি সাপ্তাহিক রিপোর্ট?আর পয়েন্টটা কি শুধু কমেন্ট কাউন্টের উপর ভিত্তি করেই হয় নাকি গঠনমূলক কতটা সেটার ভিত্তিতেও হয়?

 2 years ago (edited)

জি, এটি সপ্তাহিক রিপোর্ট। আপনার কমেন্ট কতটা গঠনমূলক হয় সেটার উপর ভিত্তি করেই এই মার্কিং করা হয়। আপনি অন্যের পোস্ট পড়ে কতটা গঠনমূলক কমেন্ট করছেন সেটাই দেখার বিষয়।

 2 years ago 

আচ্ছা ধন্যবাদ আপনাকে

 2 years ago 

এটি খুবই সময়োপযোগী উদ্যোগ। এতে করে সুপার একটি ইউজারসহ বাকি ইউজাররাও উৎসাহ ও অনুপ্রাণিত হবে। তাছাড়া সৃজনশীল ব্লগার সৃষ্টি হবে। অনেক অনেক অভিনন্দন আমার বাংলা ব্লক কমিউনিটি কে এই উদ্যোগটি নেওয়ার জন্য।

 2 years ago 

আশাকরি ইউজাররা তাদের মতামতের ধারাবাহিকতা এখন থেকেই জানতে পারবে এবং কোথায় সংশোধন করতে হবে , সেটাও এখান থেকেই বুঝতে পারবে । শুভেচ্ছা রইল সকলের জন্য।

 2 years ago 

খুবই ভালো একটি উদ্যোগ। এর ফলে কমেন্টের ক্ষেত্রে আর কেউ ফাঁকি দিতে পারবে না। তাছাড়া কমেন্টে যার যে সমস্যা আছে তা দেখে শুধরে নিতে পারবে।
আমার রিপোর্ট টি দেখে খুব ভালো লাগলো। ১০ এর মধ্যে ৯.২ পেয়েছি। ভবিষ্যতে ও এই ধারাবাহিকতা বজায় রাখতে সম্পূর্ণ চেষ্টা করবো।

 2 years ago 

জি আপনার কমেন্টের ধরন অনেক ভালো ছিল। আশা করি এই ধারাবাহিকতা বজায় রাখবেন।

 2 years ago 

ইনশাআল্লাহ। এতদিনেও যেহেতু পাল্টে নি। আগামীতে ও থাকবে ইনশাআল্লাহ।

 2 years ago 

যেকোনো কাজকেই গুরুত্ব সহকারে করাই
উত্তম। ভালো মতামত কারীদের লিস্ট দেখে অনেক ভালো লাগলো। প্রত্যেকটা পোস্টের তথ্যবহুল হওয়া উচিত।

 2 years ago 

এই উদ্যোগটি সত্যিই অসাধারণ ৷ আমি মনে করি সাপ্তাহিক এই রিপোর্ট সুপার একটিভ মেম্বাদর জন্য খুবই উপকৃত ৷ কারণ তাদের ভুল গুলো সংশোধনের জন্য এটি অনেক কাজে দিবে ৷ প্রথম সপ্তাহে কমেন্ট মনিটরিং রিপোর্ট দেখে অনেক ভালো লাগলো ৷

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.038
BTC 106036.78
ETH 3340.02
SBD 4.43