বৃষ্টি নিয়ে কিছু অনুভূতি।। //১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি আপনাদের সাথে।আজকে আমি একদম ভিন্ন ধরনের পোস্ট করছি। এই ধরনের পোস্ট আমার এই প্রথম ,জানি না কথাগুলো কতটা গুছিয়ে বলতে পারবো বা অনুভূতিগুলোকে কতটা প্রকাশ করতে পারবো। তাও মনে হলো কিছু অনুভূতি আমি আপনাদের সাথে আজকে ভাগ করে নেব।


আজ শুক্রবার। কলেজ ছিল কিন্তু যেতে ইচ্ছে করছিল না তাই যাইনি ।তাই সকাল থেকে ফোন নিয়ে বসেই সময়টা কাটছে ।অনেক প্রজেক্টের কাজ আছে কিন্তু কোনো কিছুই ইচ্ছে করছে না কেন ইচ্ছা করছে না সেটা আমি নিজেও জানি না । মাঝে মাঝে এই রকম হয়। কখনো খুব চাপ থাকলেও কিছু করতে ইচ্ছা করে না কিন্তু নিজেকে খুব একটা প্রেসারের মধ্যে রাখি না ।জানি বেশি চিন্তা করলে সেই কাজগুলো ঠিক করে হয়ে ওঠে না ,তাই জন্য যখন ইচ্ছা হয় সেগুলো করে নিই ।এটাও জানি হয়ে যাবে।


যাই হোক বেশ কয়েকদিন ধরে গরম পড়েছে। বৃষ্টি একেবারে হচ্ছে না বললেই চলে। কিছুদিন আগে খুব বৃষ্টি হয়েছিল আবার যে কে সেই গরম ।সত্যি কথা বলতে গ্রীষ্মকাল আমার খুব প্রিয় একটি ঋতু। আমি জানি অনেকের এই গরমকাল ভালো লাগে না কিন্তু অদ্ভুতভাবে গ্রীষ্মকালটা আমার খুব ভালো লাগে। কিন্তু গ্রীষ্মকালে যে বৃষ্টি হয় সেটা যেন আরো বেশি ভালো লাগে । গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহে আমরা যখন অস্থির হয়ে যাই তখন এই একটু বৃষ্টিই যেন মনকে ঠান্ডা করে দেয় । তেমনই আজকে সকাল থেকে অসম্ভব গরম লাগছিল। আর কিছুই ভালোও লাগছিল না ।হঠাৎ দুপুর তিনটের সময় আকাশ কালো করে এল, ভাবলাম সামান্য বৃষ্টি হবে বা নাও হতে পারে ।অনেক সময় হয় মেঘ কেটে যায় বৃষ্টি হয় না কিন্তু আজকের আবহাওয়াটা মনটা একেবারে বদলে দিল। বর্ষা নামধারী কোনো ঋতুর অস্তিত্ব আমাদের এখানে নেই। থাকাটাও অযৌক্তিক। কারণ স্বাধীনচেতা বৃষ্টি কোনো শীত গ্রীষ্মের বারণ মানে না। মন চাইলেই রিমঝিম বৃষ্টি ঝরে পড়ে আর সবাইকে ভিজিয়ে দিয়ে যায়। বৃষ্টিও আবার বহুরূপী। শীতকালে বৃষ্টিগুলো তুষার হয়ে ঝরে আর গ্রীষ্মে একেবারে অবাধ্য ও একগুঁয়ে হয়ে নামে।সকাল থেকে ভালোই রোদ ছিল, হঠাৎ করেই দুপুরবেলা পুরো আকাশ কালো করে এলো। দুপুর তিনটের সময় মনে হচ্ছে সন্ধ্যে হয়ে গেছে।আর আমার খুব বৃষ্টি ভালো না লাগলে ও বৃষ্টি আমার খুব পছন্দের।বৃষ্টি হলে নিজেকে একটুও ঘরে আটকে রাখতে পারি না দৌড়ে ছাদে চলে যাই।আগে এরকম বৃষ্টি হলে ভিজতাম ।এখন সেটা অনেকটাই কমেছে কারণ আমার অল্পতেই ঠান্ডা লেগে যায়।তাই জন্য এখন আর আগের মতো বৃষ্টিতে ভেজা হয়না ।কিন্তু বৃষ্টিতে ভেজার সুযোগ পেলে সেটা কখনই হাত ছাড়া করি না ।আজকে যখন দেখলাম আকাশ কালো হয়ে আসছে তখনই ছাদে চলে গেলাম। কি যে অপরুপ দেখতে লাগছিল বলে বোঝাতে পারবো না আর তার সাথে বিশাল হাওয়া যেন মন ভালো করা হাওয়া ।তার কিছু ছবি আমি আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি।

WhatsApp Image 2022-06-17 at 6.52.25 PM.jpeg

WhatsApp Image 2022-06-17 at 6.24.01 PM.jpeg

WhatsApp Image 2022-06-17 at 6.51.50 PM.jpeg


বেশ কিছুক্ষণ ছাদে থাকার পর বৃষ্টি নেমে গেল। তাই আর আর বেশিক্ষণ থাকতে পারলাম না কিন্তু ছাদে আমাদের একটি ঘর আছে সেখান থেকে বৃষ্টিটাকে দেখতে থাকলাম এরকম বৃষ্টি দেখতে দেখতে মনের মধ্যে অনেক অনুভূতি কাজ করে, বৃষ্টির সাথে সাথে মনে হয় আমাদের মনটাও কোথায় যেন হারিয়ে যায়।বৃষ্টির রিমঝিম শব্দ আনন্দ যেন আরো বাড়িয়ে দেয়।বৃষ্টি যতই তীব্রতর হতে থাকে অনুভূতির মাত্রা যেন আরও গাঢ় হতে থাকে।




WhatsApp Image 2022-06-17 at 7.15.48 PM (1).jpeg


বৃষ্টির ফোঁটাগুলো যে শুধু কতগুলো জলকণার সমষ্টি তা নয় ।এগুলো হলো পৃথিবী ও মাটির প্রতি আকাশের ভালোবাসা। তারা একে অপরের সঙ্গে কখনো মিলিত হবে না অথচ এভাবেই তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায় ।বেশ কিছুক্ষণ বৃষ্টি হবার পর যখন বৃষ্টি থেমে গেল সেই বৃষ্টি ফোঁটাগুলো গাছের পাতার উপর যখন পড়ে সেই কণাগুলো নিবিড় ভাবে তাকিয়ে দেখলে এতটাই অপূর্ব লাগে যে পৃথিবীর কোনো উপমা দিয়ে তার প্রকাশ ঘটানো যায় না।


WhatsApp Image 2022-06-17 at 6.23.21 PM (1).jpeg

WhatsApp Image 2022-06-17 at 6.23.21 PM (2).jpeg

WhatsApp Image 2022-06-17 at 6.23.20 PM.jpeg


হঠাৎ করেই বিদ্যুৎ চলে গেল, আর তখনি বর্ষার অনুভূতি যেন আরও বেশি করে জাগ্রত হল । আবার রবীন্দ্রনাথের একটি গান গুন গুন করে উঠলাম আজি ঝড়ের রাতে তােমার অভিসার; পরান সখা বন্ধু হে আমার।


ধন্যবাদ

Sort:  
 2 years ago 

আমাদের এখানেও আজ দুপুরের পর থেকে বৃষ্টি শুরু হয়েছিল সন্ধ্যা অবধি তার তান্ডব চলেছে। প্রায় ২০দিন পর বর্ষাকালের দুইদিন পার হয়ে এলো সুখের বৃষ্টি।
বৃষ্টি নিয়ে আপনার অনুভুতি পড়ে ভাল লাগলো। বৃষ্টি ভেজা ফুলের ফটোগ্রাফি গুলো ও দারুণ হয়েছে।

 2 years ago 

বৃষ্টির ফোঁটাগুলো যে শুধু কতগুলো জলকণার সমষ্টি তা নয় ।এগুলো হলো পৃথিবী ও মাটির প্রতি আকাশের ভালোবাসা। তারা একে অপরের সঙ্গে কখনো মিলিত হবে না অথচ এভাবেই তারা পরস্পরকে ভালোবাসার কথা জানায় ।

বৃষ্টি নিয়ে কিছু অনুভূতি আমার কাছে খুবই ভালো লেগেছে ।মাটির আকাশের পানে তাকিয়ে থাকে বৃষ্টির জন্য, মাটি বৃষ্টি ও জৈব বৈচিত্রের মধ্যে এক ত্রিমাত্রিক সম্পর্ক রয়েছে। বৃষ্টি ভেজা ফুল গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ফটোগ্রাফ লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেকদিন বৃষ্টিতে ভেজা হয়না।জীবনের বিভিন্ন বিরক্তিকর ব্যস্ততায় সত্যিই জীবনটা একঘুয়ে হয়ে যাচ্ছে।কাঠাগোলাপে বৃষ্টিএ ছোঁয়া অপরূপ।

 2 years ago 

আপনার বৃষ্টিভেজা অনুভূতিগুলো আমাকে মুগ্ধ করেছে। আপনি ভিডিও সরকারের সুন্দর একটি দৃশ্য তুলে ধরেছেন। এর চেয়ে বেশি ভালো লাগলো বৃষ্টিতে ভেজা ফুল গুলো দেখে। আশা করি এমন সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করে মুগ্ধ করবেন ব্লগবাসী কে।

 2 years ago 

বৃষ্টি অনেক ভালোবাসি বৃষ্টির ছোঁয়া পেতে অনেক ভালো লাগে। আপনার বৃষ্টির অনুভূতি গুলো দারুন ছিল। তবে শুক্রবারে আপনার কলেজ ছিল কিন্তু জান নাই এবং কেন মন খারাপ সেটার উত্তর খুঁজে পান নাই। তবে শেষ পর্যন্ত চাঁদে গিয়েছিলেন এবং আমাদের সাথে আপনার অনুভূতি গুলো শেয়ার করেছেন। তবে ভিডিওটা ছিল অসাধারণ, মনে হয় যেন আকাশ জমিন বিজলির মিলন মেলা চলছে। আপনার অনুভূতি গুলো ছিল দারুণ, আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

সত্যি বলতে দিদি বৃষ্টির সময় দারুণ একটা অনুভূতি কাজ করে হৃদয়ে, আর সেই বৃষ্টিটা যদি কাংখিত হয়, গরমের পর আসে তাহলে তার প্রতি আগ্রহটা আরো বেড়ে যায়। আর এটাও সত্যি কথা যে গ্রীস্মকালের বৃষ্টির প্রতি আগ্রহটা একটু বেশী থাকে, ফুলের দৃশ্যগুলো বেশ ভালো লাগছে মনে হচ্ছে বৃষ্টিতে ভিজে আরো বেশী সতেজ হয়েগেছে। কিন্তু আমার অবস্থা বৃষ্টিতে ভিজে খুবই কাহিল-

আর চাইবো না আমি বৃষ্টিতে ভিজতে
বৃষ্টির শীতলতা ডুবিয়েছে মোর শরীরকে,
উষ্ণতাগুলো হারিয়েছি আমি, নাকে লেগেছে তালা
যন্ত্রণার ভারে মাথা নিচু, হয়েছি আমি ফের দিশেহারা।

 2 years ago 

বিপদে ফেলবেন দেখছি আপনি।
এই বর্ষা দিনেই আমার প্রথম প্রেমটা অফিশিয়ালি শুরু হয়েছিল। প্রিয় বন্ধুর সাথে বর্ষা দিনেই প্রথম বাড়িতে না জানিয়ে ঘুরতে গেছিলাম। বর্ষার স্মৃতিগুলো আমার জীবনে পদাগ রেখে যাবার মত। ব্যাক্তিগত ভাবে আমার বর্ষা অত্যন্ত প্রিয় একটা ঋতু। সারাদিন সারারাত একনাগাড়ে ঝমঝম বা ঝিম ধরা একটানা একটা সুরেলা শব্দের মত মনে হয়। যদিও অনেকেই বর্ষা পছন্দ করেন না কিন্তু আমার ব্যাক্তিগত ভাবে বর্ষা অত্যন্ত প্রিয়। আপনার কলেজ যাবার গল্প পড়ে নিয়ের কলেজ দিনের কথা মনে পড়ে গেল। বর্ষায় কলেজের ব্যালকনিতে বসে আড্ডা। আহা কি ছিল সেসব দিন।

দারুন লাগলো আপনার পোস্ট, ভালো থাকুন খুব। আনন্দে থাকুন। লিখতে থাকুন।

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.13
JST 0.029
BTC 67703.52
ETH 3449.65
USDT 1.00
SBD 2.73