শিক্ষক দিবস উপলক্ষ্যে চিত্র অঙ্কন।।//১০% পেআউট লাজুক খ্যাঁক-কে

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন।সুস্থ আছেন।আজ আমি শিক্ষক দিবস উপলক্ষে নিজের মতন করে একটি চিত্র অঙ্কন করে আপনাদের সাথে ভাগ করে নিলাম। আশা করি সকলের ভালো লাগবে।


WhatsApp Image 2022-09-06 at 12.29.27 AM.jpeg


উপকরণ



• সাদা খাতা
• পেন্সিল
• রবার
• হলুদ
• খয়েরী রং
• কালো মার্কার পেন

প্রথম ধাপ



• প্রথমে একটি পেন্সিল, রবার, সবশেষে কালো মার্কার পেন নিয়ে নিলাম।

WhatsApp Image 2022-09-06 at 11.46.01 PM.jpeg


দ্বিতীয় ধাপ


• প্রথমে মাথার কিছুটা অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.17 PM.jpeg


তৃতীয় ধাপ


• এরপর ছেলেটার হাত ও মুখের কিছুটা অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.16 PM.jpeg


চতুর্থ ধাপ


• এরপর ছেলেটির পা একে নিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.16 PM (1).jpeg


পঞ্চম ধাপ


• এরপর ছেলেটির পাশে মায়ের হাতের কিছুটা অংশ এঁকে নিলাম ।

WhatsApp Image 2022-09-05 at 11.37.15 PM.jpeg


ষষ্ঠ ধাপ


• এরপর হাত এবং শাড়ির কিছুটা অংশ এঁকে নিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.15 PM (1).jpeg


সপ্তম ধাপ


• তারপর মুখ এবং চোখ একে নিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.15 PM (2).jpeg


অষ্টম ধাপ


• এরপর ব্যাকগ্রাউন্ডে হলুদ খয়েরি কালার একসাথে দিয়ে দিলাম।

WhatsApp Image 2022-09-05 at 11.37.14 PM.jpeg


নবম ধাপ


• সবশেষে পুরো চিত্রটি মার্কার পেন দিয়ে বর্ডার করে নিলাম।

WhatsApp Image 2022-09-06 at 12.29.27 AM.jpeg

ধন্যবাদ

Sort:  
 2 years ago 

বাহ দিদি দারুণ আর্ট করেছেন।শিক্ষক দিবস উপলক্ষ্যে আপনি এত সুন্দর একটি আর্ট করেছেন যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আমি একদমই এই দিনটির কথা ভুলে গিয়েছি। যখন স্কুলে জব করেছিলাম তখন মনে ছিল কিন্তু ছেড়ে দেওয়ার পর একদম ভুলে গিয়েছি। বাবা-মার পরে যদি আমাদের কেউ ভালো শিক্ষা দেয় তাহলে তিনি হলেন আমাদের শিক্ষক। এই দিনটিকে মনে রাখার জন্য আপনি খুব সুন্দর একটি আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লেগেছে। ধন্যবাদ দিদি এত সুন্দর একটি আর্টের মাধ্যমে আমাদের এই দিনটি মনে করিয়ে দেওয়ার জন্য।

 2 years ago 

শিক্ষক দিবস উপলক্ষে ভিন্ন রকম একটি চিত্র অঙ্কন করেছেন আপনি আমাদের মাঝে। আপনার চিত্রগুলো বরাবরই আমার কাছে ভীষণ ভালো লাগে। খুব সিম্পল ভাবে আঁকেন কিন্তু আপনার উপস্থাপনা অনেক ভালো হয়ে থাকে। যা দেখে সত্যিই ভাল লেগে যায়। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি ভিন্ন রকম চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমাদের সবচেয়ে বড় শিক্ষক হলো আমাদের মা। জন্মের পর থেকে কত কষ্ট না করছেন তিনি আমাদের জন্য প্রতিনিয়ত আমাদেরকে হাঁটতে চলতে বড় হতে শিখাচ্ছেন। যাই হোক আপনার আর্ট অসাধারণ হয়েছে আপু । চিত্রটি রঙিন হয় দেখতে আরো সুন্দর লাগছে

 2 years ago 

শিক্ষা গুরুর উপর শ্রদ্ধা বোধে আমি মুগ্ধ হয়ে গেলাম। শোক দিবস উপলক্ষে আপনার অংকন করা চিত্রাঙ্ক কোনটি খুবই সুন্দর হয়েছে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপু শিক্ষক দিবস উপলক্ষে আপনি অসাধারণ সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন। আপনার এই চিত্র অঙ্কনে মায়ের প্রতি সন্তানের শ্রদ্ধা এবং সন্তানের প্রতি মায়ের অকৃতিম ভালোবাসার চিত্র দারুন ভাবে ফুটে উঠেছে। মনে হচ্ছে মা তার সন্তানকে সুশিক্ষা প্রদান করছেন। অসাধারণ একটি চিত্র অংকন পোস্ট আমাদের উপহার দেয়ার জন্য আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

আমাদের জীবনের প্রথম শিক্ষক হলেন মা ।আপনি খুবই সুন্দর ও অর্থবহ একটি চিত্র অঙ্কন করেছেন শিক্ষক দিবস উপলক্ষে।যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে।প্রতিটি দিন মা-বাবা এবং শিক্ষকের প্রতি ভালোবাসা ও সম্মান অটুট থাকুক।দিদি ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

শিক্ষকদের প্রতি আপনার মনে যে নিদারুণ একটি শ্রদ্ধাবোধ আছে তা বুঝা যায়।আর আপনার আর্ট!জাস্ট ওয়াও।

 2 years ago 

ওয়াও কি দুর্দান্ত ছবি এঁকেছেন 👌। অদ্ভুত একটা ভালো লাগা কাজ করলেও ছবিটা দেখে। পুরো ছবিটা যেন মমতায় মাখানো। এত চমৎকার করে রং গুলো মিশেছে বারবার তাকিয়েই থাকতে ইচ্ছে করছে।

 2 years ago 

অসাধারণ হয়েছে দিদি, বিশেষ করে কালার কম্বিনেশন টা চমৎকার ছিল। একদম প্রফেশনাল চিত্রাংকনের মতই আপনি অঙ্কন করেছেন।।

 2 years ago 

শিক্ষক দিবস উপলক্ষ্যে হাতেখড়ির চিত্র অঙ্কনটা অনেক ‍সুন্দর হয়েছে। চিত্রটা দেখে মনে হচ্ছে সেই ছোটবেলায় ফিরে গেছি। ক, খ, গ ,ঘ, ঙ হা হা হা খুব মজার পড়া। ধন্যবাদ দিদি।

Coin Marketplace

STEEM 0.21
TRX 0.20
JST 0.034
BTC 98129.50
ETH 3322.67
USDT 1.00
SBD 3.05