সোনাঝুরি হাট

in আমার বাংলা ব্লগ17 days ago

নমস্কার বন্ধুরা,


আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন।সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার পোস্ট লেখা শুরু করছি।


সোনাঝুরি হাট যা শান্তিনিকেতনের নিকটে অবস্থিত তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও বাঙালির ঐতিহ্যের মেলবন্ধনের জন্য বিশেষভাবে পরিচিত।এই হাটটি প্রকৃতির মাঝে বসে যেখানে সোনাঝুরি গাছের ছায়া আর শান্ত নদীর কলকল ধ্বনি মিলে তৈরি করে এক মনোরম পরিবেশ।এখানে প্রতি সপ্তাহে বসে স্থানীয় হস্তশিল্পীদের দ্বারা তৈরি বিভিন্ন শিল্পকর্মের বাজার।পাটের ব্যাগ, মাটির পাত্র, কাঠের তৈরি গয়না, কাঁথা সেলাই এবং হাতে তৈরি কাপড়ের মতো সামগ্রী এই হাটের বিশেষ আকর্ষণ।

17363716923512458798789680899417.jpg

Image extracted from pixabay.com

শুধু কেনাকাটা নয়,সোনাঝুরি হাটের আরেকটি দিক হলো সঙ্গীত ও নৃত্যের পরিবেশনা।বাউল গানের সুর এবং ঐতিহ্যবাহী নৃত্যের আয়োজন দর্শকদের মনকে মুগ্ধ করে।বিশেষ করে, গ্রামীণ বাংলার সংস্কৃতি এবং শিল্পের নিদর্শনগুলি এখানে অত্যন্ত প্রাসঙ্গিক।চারদিকে সবুজ গাছপালা আর পাখির ডাক সঙ্গে সোনাঝুরি গাছের সোনালি রঙের পাতা – এটি প্রকৃতিপ্রেমীদের জন্য স্বর্গস্বরূপ।

সোনাঝুরি হাট শুধু কেনাকাটা বা ঘোরার জায়গা নয়, এটি শান্তি, সৃজনশীলতা এবং ঐতিহ্যের এক বিশেষ অভিজ্ঞতা প্রদান করে।এটি শহরের কোলাহল থেকে দূরে প্রকৃতির কোল ঘেঁষে এক অনন্য স্থানে অবস্থিত যা প্রতিটি দর্শনার্থীর মন ছুঁয়ে যায়।




VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png


ধন্যবাদ।সবাই ভালো থাকবেন।

BoC- linet.png
-cover copy.png

|| Community Page | Discord Group ||


Posted using SteemPro Mobile

Sort:  

Congratulations, your post has been upvoted by @nixiee with a 5.222406003746674 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.

 16 days ago 

সোনাঝুরি হাটের এমন অসাধারণ বর্ণনা সত্যিই মুগ্ধকর! এটি বাঙালির ঐতিহ্য, প্রকৃতি এবং সৃজনশীলতার এক অপূর্ব মেলবন্ধন। আপনার লেখা পড়ে সেখানে যাওয়ার ইচ্ছা আরও প্রবল হলো। ধন্যবাদ দিদি এমন সুন্দর একটি লেখা শেয়ার করার জন্য।

 16 days ago 

গ্রামে আগে এমন হাট দেখা যেত। যেখানে বাজারের পাশাপাশি বাউল গানের আসর বসতো। নানান ধরনের গান হতো, মানুষজনও বেশ উপভোগ করতো দিদি। সোনাঝুরি হাটের কথা পরে মনে পরে গেল।

 16 days ago 

দিদিভাই, দাদারা একবার শান্তি নিকেতনে বেড়াতে গিয়েছিল, সেসময় দাদার পোষ্টের মাধ্যমে টুকটাক কিছু তথ্য পেয়েছিলাম সোনাঝুরি হাট সম্পর্কে। আজ আপনার পোষ্টের মাধ্যমেও আরো কিছু বিস্তারিত তথ্য পেলাম, ভালোই লাগলো পোস্টটা।

 15 days ago 

সোনাঝুরির হাটে বেশ অসাধারণ অনেক শিল্পের সমারহ বসে, এটুকু জানা ছিলো। এর মাধ্যমে স্থানীয় ক্ষুদ্র শিল্পীরা তাদের কাজের উৎসাহ পায়, বেঁচে থাকে সেই সব ক্ষুদ্র শিল্প। আপনার পোষ্ট থেকে বিস্তারিত জেনে ভালো লাগলো।

 14 days ago 

সোনাঝুরি হাটের কথা প্রায় প্রতিটি বাঙ্গালী জানে। এখন তো সাধারণত হস্তশিল্প চোখেই পড়ে না। ইচ্ছে আছে সোনাঝুরি হাটে গিয়ে ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের হস্তশিল্প দেখার। বেশ ভালো লাগলো পোস্টটি পড়ে। এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ বৌদি। ভালো থাকবেন সবসময়।

Coin Marketplace

STEEM 0.23
TRX 0.25
JST 0.039
BTC 105023.46
ETH 3339.16
SBD 4.27