কমেন্ট মনিটরিং রিপোর্ট ( ত্রয়োদশ সপ্তাহ )০৯-১২-২০২২

in আমার বাংলা ব্লগ2 years ago
শুভেচ্ছা সবাইকে আমার বাংলা ব্লগ কমিউনিটির পক্ষ হতে

"আমার বাংলা ব্লগ" এর নতুন উদ্যোগ কমেন্ট মনিটরিং এর ত্রয়োদশ রিপোর্টটি প্ৰকাশ করতে চলেছি।আমাদের এই অনুসন্ধান শুধুমাত্র Active Super List 【with progressive super list】 এ অন্তর্ভুক্ত সদস্যদের উপর করা হয়েছে।এই রিপোর্টটি সদস্যদের কমেন্ট এর মান উন্নয়নে সহায়তা করবে।

Comment_Motiring2.png


আমার বাংলা ব্লগের এটি একটি নতুন উদ্যোগ, কমেন্ট মনিটরিং এবং ট্রানজেকশন মনিটরিং। প্রতি শুক্রবার একটি লিস্ট প্রকাশিত করা হবে। সেই লিস্টে আপনাদের এক্টিভিটিস এবং কমেন্ট এর উপর ভিত্তি করে একটি পয়েন্ট দেওয়া হবে। কমিউনিটির ভারসাম্য রক্ষার জন্যই আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি। আপনাদের কমেন্টের উপর ভিত্তি করেই রিপোর্টটি প্রকাশিত করা হবে। আপনার কমেন্টে কী কী সমস্যা রয়েছে সেগুলো সংক্ষিপ্ত আকারে বর্ণনা দেওয়া থাকবে। আশা করি এই পোস্টটি আপনাদের জন্য অনেক উপকারে আসবে এবং পরবর্তীতে আপনাদের ভুলগুলো শুধরে আরো ভালোভাবে কাজ করতে পারবেন। নিম্নে গত সপ্তাহে সুপার একটিভ লিস্টের ইউজারদের পয়েন্ট তুলে ধরা হলো-


Comments Monitoring Report Of Active Super List


SerialUsernamePointsCommentsRemarks
1@shimulakter9.3 out of 10269মোটামুটি সবকিছু ঠিক আছে।
2@samhunnahar9.1 out of 10210মোটামুটি সবকিছুই ঠিক আছে।
3@monira9999 out of 10286কমেন্টসের মান ভালো, সবকিছু ঠিক আছে।
4@rahimakhatun9.0 out of 10184মোটামুটি সবকিছু ঠিক আছে।
5@tania699 out of 10152সবকিছু ঠিক আছে।
6@tasonya8.9 out of 10202সবকিছু মোটামুটি ঠিক আছে।
7@nevlu1238.8 out of 10167মোটামুটি সবকিছু ঠিক আছে।
8@narocky718.7 out of 10177সবকিছু ঠিক আছে।
9@isratmim8.6179জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন
10@aflatunn8.6 out of 10151মোটামুটি সবকিছু ঠিক আছে।
11@payelb8.5 out of 10208আগের থেকে এক্টিভিটিস একটু কম ।তাছাড়া জেনারেল মেম্বারদের পোস্ট পড়তে হবে আরও ।
12@parul198.5161কমেন্টে ভুলের পরিমাণ কমাতে হবে।
13@tanjima8.5140কমেন্টে ছোটখাটো কিছু ভুল আছে।
14@farhantanvir8.5121সবকিছু মোটামুটি ঠিক আছে
15@bristy18.4179জেনারেল রাইটিং পোস্টে কমেন্ট কম করেছেন।
16@maksudakawsar8.4 out of 10140কমেন্টসের মান ভালো, মোটামুটি সব ধরনের পোস্টেই কমেন্ট করেছেন।
17@rupaie228.4 out of 1096কমেন্ট সংখ্যা অনেকটাই কম । তাছাড়া জেনারেল মেম্বারদের পোস্ট পড়তে হবে ।
18@bdwomen8169কমেন্টের মান আরো ভালো করতে হবে। আর্ট ও রেসিপি পোস্টে কমেন্ট বেশি করেছেন
19@gopiray8153কমেন্টের মান আরো ভালো করতে হবে। ভুলের পরিমাণ আরো কমাতে হবে।
20@morioum8 out of 10137জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম বাকি সব কিছু ঠিক আছে।
21@joniprins8113শুধু অন্যের পোস্টে কমেন্ট করলে হবে না। নিজের পোষ্টে কমেন্টের রিপ্লাই কম দিয়েছেন।
22@sshifa7.8 out of 10102জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম।
23@rayhan1117.8 out of 1098জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম তাছাড়া ওভারঅল কমেন্টের সংখ্যা একটু বাড়াতে হবে। কমেন্টের মান বৃদ্ধি করতে হবে।
24@emranhasan7.6 out of 10141জেনারেল পোস্ট আরো পড়তে হবে ।
25@kazi-raihan7.6 out of 10113সপ্তাহে দুই দিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন, জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম।
26@limon887.5 out of 10112জেনারেল পোস্ট এ কমেন্টের সংখ্যা কম ।
27@engtariqul7.5111জেনারেল রাইটিং পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে।
28@selinasathi17.390অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে।
29@green0157.2 out of 10169বেশিরভাগ কমেন্ট এডমিন মডারেটরদের পোস্টে। এর আগেও বহুবার বলা হয়েছে ।জেনারেল মেম্বারদের পোস্ট আরো পড়তে হবে ।
30@shyamshundor7.2 out of 1099মোটামুটি সবকিছুই ঠিক আছে।
31@anisshamim7.1 out of 10147কমেন্টসের মান মোটামুটি ভালই আছে, কিন্তু জেনারেল রাইটিং এ কমেন্টস এর সংখ্যা খুবই কম।
32@litonali7 out of 10110সপ্তাহে দুই দিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন। এছাড়াও হাতেগোনা কিছু সংখ্যক ইউজার ছাড়া অন্যের পোস্টে কমেন্ট করেন না। এছাড়াও আপনার কমেন্টের তুলনায় রিপ্লাই এর সংখ্যা বেশি।
33@ah-agim7 out of 10128সপ্তাহে দুই দিন ইন্যাক্টিভ ছিলেন। এছাড়াও আপনার কমেন্টের তুলনায় রিপ্লাই এর সংখ্যা বেশি। কমেন্ট এর মান বৃদ্ধি করতে হবে।
34@miratek7.0 out of 1096মোটামুটি সবকিছু ঠিক আছে।
35@tauhida786অন্যের পোস্টে কমেন্টের পরিমাণ কম হয়েছে।
36@wahidasuma7 out of 1085এক্টিভিটিস অনেকটাই কম ।জেনারেল মেম্বারদের পোস্ট আরো পড়তে হবে ।
37@roy.sajib6.9 out of 1061আগের থেকে এক্টিভিটিস অনেক কম ।জেনারেল পোস্ট আরো পড়তে হবে ।
38@johir656.8 out of 1089কিছু কিছু জায়গায় ছোটখাট কিছু বানান ভুল ছাড়া মোটামুটি সবকিছুই ঠিক আছে
39@mahbubul.lemon6.5 out of 10107৭ দিনের মধ্যে মাত্র ২দিন কমেন্ট করা হয়েছে ।বাদবাকি দিনগুলোতে সেরকম কোনো অ্যাক্টিভিটি নেই ।
40@rahnumanurdisha683অন্যের পোস্টে কমেন্ট কম করেছেন।
41@razuahmed6 out of 1059নিজের পোস্টের রিপ্লাই বেশি, অন্যান্যদের ইউজারদের পোস্টে কমেন্টস বেশি করতে হবে।
42@ronggin5 out of 1065একদিন কমেন্ট করার পর বাকি ৪ দিন কোনো কমেন্ট নেই আবার ৪ দিন পর কমেন্ট। জেনারেল পোস্ট পড়তে হবে । এর আগে বহুবার বলা হয়েছে কিন্তু কথার কোনো গুরুত্ব দেন না। ।
43@tuhin0024 out of 1043সপ্তাহে চারদিন কমেন্ট করা থেকে বিরত ছিলেন, এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে।
44@saymaakter4 out of 1035সপ্তাহে চারদিনেই প্রায় কোন কমেন্ট করেন নি। সব ধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে।
45@mithila192 out of 1010পুরো সপ্তাহেই প্রায় ইন্যাক্টিভ অবস্থায় রয়েছেন। সবধরনের এক্টিভিটিস বৃদ্ধি করতে হবে।

Team Leader
@swagata21

Executive Member
@alsarzilsiam
@rupok
@tangera

New_Benner_ABB-6.png



Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

image.png

Heroism_3rd.png

Sort:  
 2 years ago 

সবকিছু ঠিক আছে শুনে খুবই ভালো লাগলো, যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছি আপনাদের রুলস অনুযায়ী চলার। চেষ্টা করব আরো ভালো করার। কমেন্টস মনিটরিং রিপোর্টের মাধ্যমে অনেক কিছু জানতে পারছি এবং নিজেদেরকে পরিবর্তন করতে পারছি। ধন্যবাদ আপু।

 2 years ago 

গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে একটু ভালো উন্নতি হয়েছে। আশাকরি আগামী সপ্তাহে আরো ভালো করবো ইনশাআল্লাহ। দিদি চমৎকার ভাবে রিপোর্ট তৈরি করেছেন। আমরা সবাই নিজের ভূল গুলো ধরার জন্য কমেন্ট মনিটরিং রিপোর্ট এর অপেক্ষায় থাকি। ধন্যবাদ আপনাকে দিদি। আপনার জন্য শুভ কামনা রইলো।

 2 years ago 

কমেন্টস মনিটরিং রিপোর্ট দিলে আমার কাছে অনেক ভাল লাগে কারণ কোথায় ভুল হলো তা জানা সম্ভব।এর মাধ্যমে সবাই নিজের ভুল সংশোধনের সু্যোগ পাই।অসংখ্য ধন্যবাদ আপু এভাবে প্রতিসপ্তাহে সবাই অনেক কষ্ট করে এমন সুন্দর একটি রিপোর্ট শেয়ার করার জন্য।সংশ্লিষ্ট সকলে ধন্যবাদ আবারো।

 2 years ago 

কমেন্টস মনিটরিং টিমের রিপোর্ট দেখে সত্যি অনেক ভালো লাগলো। আমি চেষ্টা করেছি নিজের সর্বোচ্চ দিয়ে কাজ করার জন্য। আসলে যখন আমরা ভালো কাজ করি তখন যদি ভালো ফলাফল পাই সত্যি অনেক ভালো লাগে। আর কাজের প্রতি আগ্রহ তৈরি হয়। আপু আপনি অনেক সুন্দর ভাবে কমেন্টস মনিটরিং টিমের রিপোর্ট প্রকাশ করেছেন এজন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আমি এ সপ্তাহে কিছুটা শারীরিক অসুস্থ ও পারিবারিক সমস্যার কারণে আমার কাজের গতিকে ধরে রাখতে পারিনি। তাই এ সপ্তাহে চেষ্টা করব কাজের গতিকে ধরে রাখার জন্য। কমেন্ট মনিটরিং রিপোর্ট আমার কাছে খুবই ভালো লাগে। আর এত সুন্দর একটি রিপোর্ট আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি দিদি। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

আশা করি দিদি ভালো আছেন? নিজের কমেন্টের এতো নিম্ন মানের দেখে খুবই হতাশ হলাম। নিজের প্রতি খুবই বিরক্ত বোধ হচ্ছে। আজ কয়েক সপ্তাহ যাবত কেন যেন কমেন্টের মান উন্নয়ন করতে পারছি না। চেষ্টা করব কমেন্টের গুণগত মান বজায় রেখে সুন্দরভাবে কমেন্ট উপস্থাপন করার জন্য। রিপোর্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দিদি।

 2 years ago 

আমাদের কাংখিত রিপোর্টটি প্রকাশ হয়ে গেল। এবার অন্য সাপ্তাহের তুলনায় কমেন্টও বেশি হয়েছে আবার নাম্বারও বেশি এসেছে। সবাই কমেন্ট বেশি বেশি করার চেষ্টা করতেছে। আমাদের সবার উচিত অর্থ পূর্ণ কমেন্ট করা। ধন্যবাদ আপু।

 2 years ago 

অনেক ভাল লাগলো নিজের নামটা সেভ জায়গায় দেখে। এভাবে ধারাবাহিকভাবে এগিয়ে যাব আশাকরি। অনেক ধন্যবাদ দিদি। অনেক শুভকামনা রইলো আপনার জন্য। 🥰🥰

 2 years ago 
আসলে প্রত্যেক ব্লগার কমেন্ট মনিটরিং রিপোর্টটি জন্য অধিক আগ্রহে করে থাকে।কারন এর মাধ্যমে নিজেদের ভুলগুলো দেখে সংশোধন করা যায়।গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে একটু খারাপ হয়েছে।আগামী সপ্তাহে সেই ভুলগুলো সংশোধন করে আরো ভালো কিছু করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এই রিপোর্টটি এত সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ দিদি।
 2 years ago (edited)

কমেন্ট মনিটরিং পোষ্টটি দেখে অনেক ভালো লাগলো যে এখন সবাই কমেন্টের প্রতি অনেক গুরুপ্ত দিচ্ছে ৷ আমার কিছু ভুলের কথা উল্লেখ করেছেন ৷ যা হোক নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করবো ৷ ভালো ভাবে কমেন্ট করার জন্য ৷

Coin Marketplace

STEEM 0.22
TRX 0.25
JST 0.038
BTC 105311.57
ETH 3255.05
SBD 5.15