কুয়াশা ভরা শীতের পড়ন্ত বিকেলে
নমস্কার বন্ধুরা,
আজ আমি আপনাদের সঙ্গে জমিতে ঘুরতে যাওয়ার কিছু মুহূর্ত ভাগ করে নিলাম। আশা করি আপনাদের ভালো লাগবে।
শীতকাল মানেই বাঙালির মধ্যে কিন্তু একটা নস্টালজিয়া কাজ করে ।শীতকাল নিয়ে অনেক স্মৃতি মধুর ঘটনা আছে প্রতিটা মানুষের জীবনে । কুয়াশা আর শিশিরে ভেজা শীত সবুজ ফসলের বন্যা বইয়ে দেয়। লালশাক, পালংশাক, বেগুন, বরবটি, শিম, টমেটো, আলু, মুলা, ফুলকপি, বাঁধাকপি, মটরশুঁটি, শালগম, ওলকপি ইত্যাদি আরো কত রকমের শাকসবজি যে পাওয়া যায় ।
আমি শহর কলকাতার মানুষ। গ্রাম সেভাবে কখনোই ঘুরে দেখা হয়নি ।শুধু শুনেছি যে গ্রামের প্রকৃতি নাকি অসম্ভব সুন্দর। এখন বিয়ে হওয়ার পর থেকে ব্লাকসের সাথে গ্রামের দিকে বহু জায়গায় ঘুরতে যাই ।আর এখন যেহেতু শীতকাল খুব তাড়াতাড়ি বেলা পড়ে যায়। শীতকালে শীতকালীন সবজির জমি দেখা যে কি আনন্দের বলে বোঝাতে পারবো না ।
বেশ কয়েকদিন ধরেই ভাবছিলাম শীতের ফসল দেখার জন্য জমির দিকে যাব ।গ্রাম বাংলার শীতের বিকেলের সৌন্দর্য আরো দ্বিগুণ বেড়ে যায় ।তার মধ্যে আমার মা খুব সবজি ক্ষেত ভালোবাসে। গতকাল তাই মা-বাবার সাথে সাথেই সবজি ক্ষেতে গিয়েছিলাম। তখন প্রায় সূর্য ডুবছে । মাঠে যে সকল মানুষ জমিতে চাষ করে তারা সবাই তখন যে যার ফসল তুলছে ।সেই সময়টাতে এই জমিতে বেগুন ,লাউ, মুলো শাক ,টমেটো, পালং শাক, বাঁধাকপি ,ফুলকপি কত ধরনের সবজির চাষ দেখলাম একদম কাছ থেকে।আমি তো দেখে অবাক হয়ে গেছিলাম। এর আগে জমিতে এসেছিলাম কিন্তু এত সুন্দর ভাবে জমি ঘুরে দেখিনি ।এই শীতকালে এই ফসলগুলো যেমন দেখতেও মজা খেতেও কিন্তু তেমনই মজার ।
মা তো এরকম জমি দেখে খুশিতে আত্মহারা হয়ে গেছিল । আমার ও বেশ ভালো লাগছিল। যেহেতু ওই সময় ফসল তোলা হচ্ছিল। মা তো অনেক ধরনের শাক কিনেছে। যেহেতু আমাদের কাছে ব্যাগ ছিল না ,তাই হাতে করে বেশ কয়েক ধরনের শাক নিয়ে গাড়িতে তুলে গুটি গুটি পায়ে বাড়ির দিকে চললাম ।
দারুন একটা শীতের বিকেল উপভোগ করলাম অনেকদিন পর। আবার ও আসার ইচ্ছা আছে।
VOTE @bangla.witness as witness
OR
250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Congratulations, your post has been upvoted by @nixiee with a 4.677826708080817 % upvote Vote may not be displayed on Steemit due to the current Steemit API issue, but there is a normal upvote record in the blockchain data, so don't worry.
শীতকালে যে কত সব্জি দেখা যায় তার তার কোন হিসাব নেই। আর খেতেও বেশ মজা এই সব্জি। তবে ক্ষেত থেকে সব্জি তোলা দেখতে আরও বেশি ভালো লাগে। শীতে গ্রাম বাংলা এক অপরুপ রুপে সেজে উঠে। যা দেখলে চোখ জুরিয়ে যায়। গ্রামে বেড়াতে যাওয়ার সুন্দর কিছু মুহূর্ত শেয়ার করার জন্য ধন্যবাদ দিদি।
শীতকালীন সবজি খাওয়ার মজাই আলাদা। তাছাড়া ক্ষেত থেকে যদি তাজা সবজি কেনা যায়, তাহলে তো কোনো কথাই নেই। আপনার মা বাবার সাথে ক্ষেতের দিকে ঘুরতে গিয়ে এককথায় দুর্দান্ত সময় কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে চোখ দুটি একেবারে জুড়িয়ে গিয়েছে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।
দিদিভাই, পরিবার নিয়ে বেশ দারুণ সব সময় কাটিয়েছেন গ্রামীণ এলাকায়। ফটোগ্রাফি গুলো বেশ ভালোই উপভোগ করলাম। এভাবেই হাসি আনন্দে জীবন কাটুক, এই কামনাই করছি।
শীতকালের মধ্যে আসলেই একটা নস্টালজিক ব্যাপার আছে। আর গ্রামের শীত একেবারেই অন্যরকম। আপনি শহরে থাকলে এটা কখনও বুঝতে পারবেন না। শীতকালে মাঠে গিয়ে সময় টা সবাই মিলে দারুণ কাটিয়েছেন আপু। এমন খোলামেলা জায়গাই আলাদা একটা প্রশান্তি পাওয়া যায়।।