NFT এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতা ||( ডিজিটাল আর্ট) ট্রাভেল কোম্পানির লোগো ডিজাইন।।10% beneficiary to @shy-fox ]
আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
আজকে আমি NFT এর জন্য আর্ট নির্মাণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি। সম্পূর্ণ নতুন একটি ট্রেনড এর উপর ভিত্তি করে এ প্রতিযোগিতাটির আয়োজন করেছে ভাইয়া। ইতিমধ্যেই ভাইয়া তার কয়েকটি পোস্টে NFT সম্পর্কে বেসিক ধারণা তুলে ধরেছেন। অন্যরকম এক উৎফুল্লতা অনুভব করছে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আজকে যে লোগোটি ডিজাইন করছি সেটি একটি ট্রাভেল কোম্পানির জন্য । লোগোটিতে চেষ্টা করব টুরিস্ট স্পট এবং যাতায়াত ব্যবস্থা প্রতিফলন ঘটানোর। শুরু করছি তাহলে আজকেরে লোগো ডিজাইনিং এর প্রসেসটি।
|
---|
১মঃ
প্রথমে পেন টুলের সাহায্যে পানির ঢেউয়ের মতন করে একটি অ্যাবস্ট্রাক্ট সেপ তৈরি করে নিব।
২য়ঃ
এবার সার্কেল টুলের সাহায্যে একটি বৃত্ত তৈরি করে নিব।
৩য়ঃ
এখন অ্যাবস্ট্রাক্ট পানির ঢেউয়ের সেপ টিকে বৃত্তের উপর বসিয়ে ডিফারেন্স অপশনের মাধ্যমে কেটে ফেলবো। এরপর ব্রেকআপার্ট অপশনের মাধ্যমে অতিরিক্ত অংশগুলোকে আলাদা করে ফেলবো।
৪র্থঃ
এখন উপরে বৃত্তের অংশ এবং নিচে পানির ঢেউয়ের অংশটিকে বসিয়ে দিব ।
৫মঃ
এখন পেন টুলের মাধ্যমে একটি অর্ধবৃত্ত নিয়ে উপরের অংশে ডান সাইডে বসাবো ।
৬ষ্ঠঃ
এবার বাম সাইডে একটি গ্রাফিক্যাল গাছ বসিয়ে দিব ।
৭মঃ
এবার এদের চারপাশ দিয়ে রাউন্ড করে একটি সেপ তৈরি করব।
৮মঃ
একটি প্লেনের গ্রাফিক্যাল সেপ ঠিক মাঝখানে বসিয়ে দিব।
সর্বশেষ ধাপঃ
ডিজাইনিং এর সবকয়টি এলিমেন্ট তৈরি হয়ে গিয়েছে। এবার শুধু কালার গ্রেডিয়েন্ট সিলেক্ট করে দিব এলিমেন্ট গুলোর জন্য।
এতক্ষণ সময় নিয়ে আমার পোস্টটি পড়বার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের লোগো ডিজাইন টি আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আপনাদের সুন্দর মতামত আমাকে উৎসাহিত করে নতুন নতুন আর্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।
ডিজিটাল আর্টের জন্য আমি যেসব ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি
Machine | Ryzen 5 pc |
---|---|
Software | Inkscape |
ট্রন ওয়ালেট এড্রেস
TLwXuhyNPJEptMiRpmR85w6umDZS7MRYuF
সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।
TLwXuhyNPJEptMiRpmR85w6umDZS7MRYuF
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল আপনার জন্য।
এন এফ টি কনটেস্টের জন্য আপনি অনেক সুন্দর করে ডিজিটাল আর্ট তৈরি করেছেন। আর সেই ডিজিটাল আর্ট টি ছিল ট্রাবল কোম্পানির একটি লোগো। অসাধারণ ছিল আপনার ডিজিটাল আর্টটি। অনেক সুন্দর করে প্রতিটি ধাপ আমাদের সাথে শেয়ার করেছেন। এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার প্রতি রইল অসংখ্য ধন্যবাদ।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
NFT এর জন্য আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি ধাপ নিখুত ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ধন্যবাদ ভাইয়া, শুভকামনা রইল।
NFT এর প্রতিযোগিতার জন্য আপনি খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। আমার তো বেশ ভালো লেগেছে এই ডিজিটাল আর্ট। আপনি খুব সুন্দর একটি ডিজাইন করেছেন। প্রতিযোগিতার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু, আপনার জন্যও শুভকামনা রইল।
এত সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে। অনেক অনেক শুভকামনা রইল আপনার জন্য।
নিখুঁত আর্ট চমৎকার লোগো ডিজাইন। একেবারে প্রফেশনাল পর্যায়ের কাজ হয়েছে। শুভকামনা আপনার জন্য।
ধন্যবাদ আপু সুন্দর একটি মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য।
সত্যি বলতে খুব সুন্দর হয়েছে আপনার এই ডিজাইন। আপনি তো কোম্পানির যেসকল লোগো গুলি লাগে সেগুলোর কাজ করতে পারবেন মনে হয়। গ্রাফিক্স এর কাজের কোন তুলনা হয় না যেকোনো জায়গাতেই লাগে এটাই তার বাস্তব প্রমান।
জি ভাইয়া ঠিকই বলেছেন, ধন্যবাদ সুন্দর একটি মন্তব্যের জন্য।