DIY ||এসো নিজে করি 🌅 🌅 সমুদ্রে সূর্যাস্তের দৃশ্য অংকন🌅 🌅।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



all.png



আজ যে পেন্সিল স্কেচ টি অংকন করছি আমি সেটি হচ্ছে সমুদ্রে সূর্যাস্তের একটি দৃশ্য। আজকের চিত্রটিতে আমি সমুদ্রের পাড়ে দাড়িয়ে সূর্য ডোবার প্রাকৃতিক দৃশ্য উপভোগের একটি মুহূর্ত উপস্থাপনের চেষ্টা করেছি। এটি খুবই সাধারন একটি আর্ট কিন্তু আমি মনে করি কিছুটা হলেও আপনাদের ভালো লাগবে এটি। শুরু করছি তাহলে আজকের ড্রয়িং।



0101010.png

অঙ্কনের জন্য ব্যবহৃত জিনিস:
01পেন্সিল
02রাবার
03স্কেল
04কম্পাস
05কটন বার্ড

0101010.png



selfie(1).png



down.png

চিত্রটি অংকনের বর্ণনা নিচে তুলে ধরছি:

up.png

১ম ধাপঃ

path19368.png

all(1).png


প্রথমে কম্পাসের সাহায্যে একটি বৃত্ত এঁকে নিব এবং বৃত্তের ভিতরে উপরে এবং নিচের দিকে সমান্তরাল দুটি সরলরেখা টেনে নিব। উপরে রেখাটির সাথে একটি অর্ধবৃত্ত অংকন করে দিব।


২য় ধাপঃ

path19368.png

all(2).pngall(3).png

এরপর এন্টিকাটার এর সাহায্যে পেন্সিলের আগা থেকে কিছু গুড়া আলাদা করে নেব এবং কটন বার্ড এর সাহায্যে আলতো করে ঘষে গাড়ো করে দিব।


৩য় ধাপঃ

path19368.png

all(4).png


এবার নিচের দিকে যে সমান্তরাল রেখা টি রয়েছে সেটর ভিতর কয়েকটি ছোট ছোট খোপ তৈরি করব।


৪র্থ ধাপঃ

path19368.png

all(5).png


তারপর একইভাবে কটন বার্ড এর সাহায্যে নিচের অংশটি কেউ গাড়ো করে দিব।


৫ম ধাপঃ

path19368.png

all(6).png


এখন পাড়ের রেলিং অঙ্কন করে নিব।


৬ষ্ঠ ধাপঃ

path19368.png

all(7).png


এবং এটিকেও কটন বার্ড এর সাহায্যে পেন্সিলের গুড়া দিয়ে গাড়ো কালো করে দিব।


সর্বশেষ ধাপঃ

path19368.png

all(8).pngall(9).png

এখন মাঝখানের যে অংশটি রয়েছে সেখানে পেন্সিল দিয়ে আলতো করে কিছু দাগ দিয়ে নিব এবং কটনবার্ড এর সাহায্যে ঘষে নিব।


selfi.png

চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।




02design-down.png

all.png

চূড়ান্ত চিত্র

02design-up.png



design-down.png

আজকের পেন্সিল স্কেচ টি আপনাদের কেমন লাগলো মতামতের মাধ্যমে তা জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।

design-up.png


abb logo.png

আমার সাথে এতক্ষণ থাকবার জন্য সবাইকে ধন্যবাদ।

@svshuvo



Sort:  
 2 years ago 

বিশেষ করেন পেন্সিলের আঁকা স্কেচ গুলো আমার কাছে খুবই ভালো লাগে। তেমনি অনেক সুন্দর একটা সূর্য অস্ত যাওয়ার চিত্র অঙ্কন করে আমাদের সাথে ভাগ করে নিলেন। আপনার আঁকা পেন্সিল স্কেচ গুলো আমার কাছে খুবই ভালো লাগে এমনিতেই। আজকের টাও জাস্ট অসাধারণ লাগলো। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল 🤗🤗

 2 years ago 

আপনি খুব সুন্দর করে সমুদ্রে সূর্যাস্তের দৃশ্য অংকন করেছেন । আপনি খুব দক্ষতার সহকারে চমৎকারভাবে আর্টিস্টি সম্পূর্ণ করেছেন । চিত্র অংকন টি আমার খুব ভালো লেগেছে। এক কথায় অসাধারণ লাগছে আপনার চিত্রটি আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল ।ধন্যবাদ, ভালো থাকবেন।

 2 years ago 
সুন্দর হয়েছে আপনার চিত্র অংকন টি। কটন বাট দিয়ে যে রুল পেন্সিল এর গুঁড়ো দিয়ে কালার করার করা আজকে প্রথম দেখলাম। সত্যি সুন্দর হয়েছে কালারটি। আমার কাছে অনেক ভালো লেগেছে। বিকাল বেলা সমুদ্রে সূর্যাস্তের দৃশ্য দেখতে আমার খুব ভালো লাগে। আপনার জন্য শুভকামনা রইল ভাইয়া।
 2 years ago 

সুন্দর এঁকেছেন । তবে চেষ্টা করুন ম্যাচিউরিটি লেভেল আরেকটু বাড়ানোর জন্য । শুভেচ্ছা রইল আপনার জন্য ।

 2 years ago 

আপনার সমুদ্রে সূর্যাস্তের চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। সুন্দর করে চিত্রটি ফুটে তুলেছেন। প্রতিটি ধাপ সুন্দর করে বর্ণনা করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ দারুন তো একটা বৃত্তের মধ্যে সমুদ্র এবং সূর্য অস্ত যাওয়ার দৃশ্য খুবই ভালো লেগেছে আমার কাছে এরকম পরিবেশ দেখতে কার না মন চায় শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

অসাধারণ ছিলো আপনার আর্ট টি।পাখি গুলো বেশ মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছে ভালই লাগছে দৃশ্যটি।ধন্যবাদ আপনাকে এত শু দর একটি দৃশ্য আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

Great effort!
Your post has been curated by? 'Arts Curator'. I appreciate your efforts, keep making quality posts and get a chance to win a vote from our Curation team.

image.png

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15