Diy (এসো নিজে করি)।। 🎴🎴 রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি 🎴🎴।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।



SL-120120-38490-10-ai.png


design-down.png

রঙিন কাগজ দিয়ে আজকে আমি একটি গ্রিটিং কার্ড তৈরি করছি। কাউকে কোন বিশেষ দিন উপলক্ষে এমন একটি কার্ড নিজ হাতে তৈরি করে সারপ্রাইজ দেয়া যেতে পারে। এটি তৈরির পদ্ধতি নিচে ধাপে ধাপে উপস্থাপন করছি ।

design-up.png



0101010.png

প্রয়োজনীয় জিনিস:
0১রঙিন কাগজ
0২কেচি
0৩গাম আঠা

0101010.png



Photo 26-1-22 9 22 28 PM.jpgPhoto 26-1-22 9 21 42 PM.jpg


down.png

তৈরির ধাপ নিচে তুলে ধরছি:

up.png

🎴 ১ম ধাপঃ 🎴

g8908.png

Photo 3-2-22 12 22 29 PM.jpgPhoto 3-2-22 12 22 49 PM.jpg

প্রথমে চারকোনা সাইজের একটি কালার পেপার কেটে নিব এবং এটিকে মাঝখান থেকে সমানভাবে ভাজ করে দিব ।


🎴 ২য় ধাপঃ 🎴

g8908.png

Photo 4-2-22 6 28 21 PM.jpg

এরপর একসাইড থেকে ছোট করে একটি অংশ কেটে নিব ।


🎴 ৩য় ধাপঃ 🎴

g8908.png

Photo 3-2-22 12 27 05 PM.jpgPhoto 3-2-22 12 28 33 PM.jpg

এরপরে এই কাটা অংশটুকুকে ভিতরের দিকে ঢুকিয়ে দিব ।


🎴 ৪র্থ ধাপঃ 🎴

g8908.png

Photo 3-2-22 12 40 04 PM.jpg

এবার ছোট করে দুটি কালার পেপার কেটে নিব ।


🎴 ৫ম ধাপঃ 🎴

g8908.png

Photo 4-2-22 6 47 59 PM.jpg

ছোট পেপার কাট দুটিকে ভেতরের কাটা অংশের উপরে গাম আঠা দিয়ে বসিয়ে দিব ।


🎴 ৬ষ্ঠ ধাপঃ 🎴

g8908.png

Photo 4-2-22 6 41 33 PM.jpgPhoto 4-2-22 8 25 13 PM.jpg

এখন হার্ট এর সেপের মতন করে কয়েকটি কালার পেপার কেটে নিব এবং এগুলোকে একটির উপর আরেকটি বসিয়ে আঠা দিয়ে লাগিয়ে দিব ।


🎴 ৭ম ধাপঃ 🎴

g8908.png

Photo 4-2-22 9 24 02 PM.jpg

এরপরে এই হার্টের সেপ এবং কয়েকটি ছোট ছোট গুগোল কালার পেপার কাট গাম আঠার সাহায্যে কার্ড এর ভেতরের অংশে বসিয়ে দিব ।


🎴 সর্বশেষ ধাপঃ 🎴

g8908.png

Photo 4-2-22 9 59 37 PM.jpgPhoto 4-2-22 10 00 58 PM.jpg

এবার আরেকটি কালার পেপার কার্ডের উপরে বসাবো এবং একটি হার্ট এর সেপ কেটে গাম আঠার সাহায্যে বসিয়ে দিব ।


02design-down.png

SL-120120-38490-10-ai.png

ফাইনাল প্রেজেন্টেশন

02design-up.png



design-down.png

এতক্ষণ সময় নিয়ে আমার সাথে থাকবার জন্য সবাইকে আন্তরিক ভাবে ধন্যবাদ জানাচ্ছি। আজকের রঙিন কাগজ দিয়ে তৈরি গ্রিটিং কার্ডটি আপনাদের কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে আমাকে জানাবেন। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।

design-up.png

down.png

abb logo.png

up.png

0101010.png

CameraiPhone 6S

0101010.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQGUnymq1uJBMNnXKiGUKLUMTWNQgnS64xGakPgh5rNEtbM7LsvKjL8dVP3Un7KicuRN8wwHYYe.png



সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।

@svshuvo



Sort:  
 2 years ago 

শুধ আইডিয়াটি না ভাই ডিজাইনটাও অনেক সুন্দর হয়েছে, সবচেয়ে বড় কথা হলো কালার মেচিংটা একদম পারফেক্ট হয়েছে। আমার কাছে পুরো বিষয়টি এবং উপস্থাপনাটি ভালো লেগেছে। যদিও মানুষ এখন এগুলোর প্রতি খুব একটা আগ্রহ দেখায় না কিন্তু সত্যি বলছি স্কুল জীবনে অধিকাংশ সময় আমরা নিজেরা কিছু তৈরী করে উপহার দিতাম। ধন্যবাদ

ঠিকই বলেছেন ভাইয়া, এখন আর কেউ কার্ড নিজে হাতে তৈরি করে কাউকে উপহার দেয় না। নেট থেকে একটা ছবি ডাউনলোড করে উইশ করে দেয় । ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের মাধ্যমে উৎসাহিত করার জন্য ।

ভাইয়া অসাধারণ ভাবে আপনি কার্ডটি বানালেন। এভাবে নিজের হাতে কার্ড বানিয়ে কাওকে দিলে সে খুবই খুশি হবে। খুব সহজেই শিখে নিলাম। ভাইয়া৷ ধাপগুলি চমৎকার ভাবে উপস্থাপন করেছেন ধন্যবাদ আপনাকে।

ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

বাহ অসাধারণ ছিল ভাই দারুন একটি আইডিয়া। প্রত্যেকটি ধাপে খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। আর দেখতে বেশ দারুন লাগছে এবং কাগজের কালার কম্বিনেশন জোশ ছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি গ্রিটিং কার্ড তৈরি করে আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য।

এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ভাইয়া ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি গ্রিটিং কার্ড তৈরি করেছেন ভাইয়া। রঙিন কাগজ ব্যবহার করেও যে এমন সুন্দর জিনিস তৈরি করা যায় তা আপনার পোস্টটি দেখলেই বোঝা যাচ্ছে। এটি তৈরি করার সময় আপনি খুবই সুন্দর ডিজাইন করেছেন যা আমাকে মুগ্ধ করেছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এমন সুন্দর একটি জিনিস আমাদের মাঝে শেয়ার করার জন্য।

কার্ড টি আপনার ভালো লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া ।

 2 years ago 

আপনি খুব সুন্দর করে রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি তৈরি করেছেন। আপনি অত্যান্ত দক্ষতা সহকারে চমৎকারভাবে গ্রিটিং কার্ড তৈরির সম্পন্ন করেছেন। এবং আমাদের মাঝে খুব সুন্দর ভাবে ধাপসমূহ উপস্থাপন করেছেন। এত সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে আজকের আপনার কাজ দেখে। রঙিন কাগজ দিয়ে গ্রিটিং কার্ড তৈরি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসম্ভব সুন্দর করে এটি বানিয়েছেন। শুরু থেকে শেষ পর্যন্ত খুব চমৎকার ভাবে উপস্থাপনা করেছেন। অসম্ভব সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।

এত সুন্দর একটি মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। শুভেচ্ছা নিবেন ।

 2 years ago 

ভাই আপনার আইডিয়াটা খুবই ভালো ছিল এত সুন্দর একটি কার্ড তৈরি করে ফেললেন দেখে তো মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে রঙ্গিন কাগজ দিয়ে এই কাজগুলো করতে অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং অনেক ধৈর্য্য নিয়ে করতে হয় আপনি তারই একটি প্রমাণ আমাদের মাঝে তুলে ধরেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।

অনেক ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্যের জন্য 😍😍।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15