DIY ||এসো নিজে করি 🌄 সমুদ্রের পার হতে সূর্য ডোবার দৃশ্য অংকন অংকন🌄।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]
আসসালামু আলাইকুম বন্ধুরা
বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।
আজকে আমি সমুদ্রের পার হতে সূর্য ডোবার দৃশ্য অংকন করছি। আজকে চিত্রটিতে আমি পড়ন্ত বেলায় সূর্যাস্তের দৃশ্যটিকে উপস্থাপনের চেষ্টা করেছি । আশা করছি সবার কাছে আজকের পেন্সিল স্কেচ টি ভালো লাগবে। চলুন শুরু করি তাহলে আজকের ড্রইং টি।
01 | পেন্সিল |
---|---|
02 | রাবার |
03 | স্কেল |
04 | কটন বার্ড |
|
---|
১ম ধাপঃ
প্রথমে একটি ত্রিকোণ একে নিব।
২য় ধাপঃ
এরপর ত্রিকোণ এর মাঝখান দিয়ে একটি সোজা দাগ টেনে নিবো এবং নিচের দিকে পেন্সিলের সাহায্যে কিছু বাঁকা ডাক দিয়ে দিব।
৩য় ধাপঃ
এখন নিচের অংশের দিকে একটি গাছ এঁকে নিব।
৪র্থ ধাপঃ
এরপরে উপরে যে সোজা দাগ টেনে নিয়েছিলাম সেটার সাথে মিলিয়ে কম্পাসের সাহায্যে একটি অর্ধবৃত্ত আঁকবো।
৫ম ধাপঃ
এখন এন্টিকাটার দিয়ে পেন্সিলের মাথা থেকে কিছু গোরা বের করে নিব।
৬ষ্ঠ ধাপঃ
এই ঘোড়াগুলোকে টিসু পেপার দিয়ে হালকা করে ঘষা দিয়ে গারো কালো করে দিব।
সর্বশেষ ধাপঃ
অংকন টি প্রায় শেষ। এখন শুধু কলম দিয়ে চারদিকের আউটলাইন গুলোকে গারো করে দিব।
চিত্রের অংকটি আলহামদুলিল্লাহ সম্পন্ন হল।
চূড়ান্ত চিত্র
আপনাদের কাছে আজকে পেন্সিল স্কেচ টি কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আগামীতে ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।
সমুদ্রের পাড় হতে সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি দেখে আমার খুবই ভালো লাগলো। আপনি খুবই সুন্দরভাবে ধাপে ধাপে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার অংকন দেখে আমি শিখতে পেলাম। আপনার জন্য রইল শুভেচ্ছা ও ভালোবাসা।
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা নিবেন।
অসাধারণ ছিল আপনার অংকন টি। দেখে বোঝা যাচ্ছে আপনার অংকনের হাত বেশ পাকা। অংকন টিকে যদি আপনি রং করতেন তাহলে মনে হয় আরো বেশি ভালো লাগতো আমার মনে হচ্ছে যেটি। এমনিতেও বেশ দারুন লাগছে এবং সেইসাথে দারুন উপস্থাপন ও ছিলো। শুভকামনা রইল আপনার জন্য।
তেমন একটা ভাল না অংকনের হাত, তারপরও চেষ্টা করি। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।
বাহ ভাইয়া আপনিতো খুব সুন্দর আর্ট করতে পারেন। সত্যিই আপনার প্রশংসা করতে হয়। প্রতিটি ধাপ আপনি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া। আপনি এভাবে সামনের পথে এগিয়ে যান। আপনার জন্য শুভকামনা রইল।
ধন্যবাদ আপু , আপনার জন্যও অনেক অনেক শুভকামনা রইল।
অসাধারণ একটি চিত্র অঙ্কন করেছেন আপনি সমুদ্রের পাড় থেকে সূর্য ডোবার দৃশ্যের। দৃশ্য টি উপভোগ করার মতো ।।শুভেচ্ছা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া।
আপনার আর্টটি দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনি অসাধারণ ভাবে পেন্সিলের সাহায্যে সমুদ্রের পার হতে সূর্য ডুবার দৃশ্য অঙ্কন করেছেন। আমার কাছ দৃশ্য টি অনেক ভালো লেগেছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
আমার আর্ট টি আপনার ভাল লেগেছে শুনে খুশি হলাম ভাইয়া। শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনি খুবই সুন্দর একটি স্কেচ অঙ্কন করেছেন।সমুদ্র সৈকত থেকে সূর্য ডোবার দৃশ্যটি দেখতে অনেক সুন্দর লাগছে।খেজুরের গাছটি অসাধারণ হয়েছে। স্কেচ অঙ্কন করার পদ্ধতিও ধাপে ধাপে খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন।ধন্যবাদ আপনাকে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।
সমুদ্রের পাড় হতে সূর্য ডুবার চিত্রটি দেখতে অনেক সুন্দর হয়েছে । আপনি অনেক সুন্দর ভাবে চিত্রটি তৈরি করেছেন । সুন্দর চিত্র তৈরি করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন । আপনার জন্য শুভকামনা রইল
ধন্যবাদ ভাইয়া, শুভেচ্ছা নিবেন।
অসাধারণ ছিল ভাই আপনার আর্ট করা চিত্রটি ।খুব সুন্দর করে সব কিছু ফুটে তুলেছেন। সূর্যটি দেখতে অনেক সুন্দর লাগতেছে।শুভ কামনা রইল ভাই আপনার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।