Diyএসো নিজে করি( ডিজিটাল আর্ট) ⚽⚽ ফুটবল ম্যাচের ব্যানার ডিজাইন⚽⚽।।[🦊🦊 10% beneficiary to @shy-fox 🦊🦊]

আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা



বাংলা ভাষাভাষী আমার বাংলা ব্লগের সকল সদস্যদের জানাই অভিনন্দন। আমি @svshuvo ফরিদপুর শহর থেকে। আশা করি আল্লাহ তাআলা সবাইকে ভালো রেখেছেন। আমাকেও আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ অনেক ভালো রেখেছেন।


Mockup_Fence_Banner_1.png

design-down.png

ফুটবল আমার অনেক পছন্দের একটি খেলা। আজকে এমনই একটি ফুটবল ম্যাচের প্রমোশনের জন্য ব্যানার ডিজাইন করছি আমি। শুরু করছি তাহলে আজকের ব্যানার ডিজাইন টি।

design-up.png

down.png



ডিজাইনিং প্রসেস :


up.png


⚽ ধাপ ১ ⚽

01.png
প্রথমে ব্যানার এর সাইজ অনুযায়ী আর্টবোর্ড সেটআপ করে নিব এবংচারদিকে প্রয়োজনীয় মার্জিন গুলো বসিয়ে দিব।

⚽ ধাপ ২ ⚽

02.png

source

এরপরে ব্যাকগ্রাউন্ডে একটি ফুটবল প্লেয়ার এর ইমেজ বসিয়ে দিব ।

⚽ ধাপ ৩ ⚽

03.png
এরপর একটি গ্রেডিয়েন্ট লেয়ার নিয়ে সম্পূর্ণা আর্টবোর্ড কভার করে দিব ইমেজ সহ।

⚽ ধাপ ৪ ⚽

04.png
এরপর এই লেয়ারটিকে মাস্ক করে দিব এবং ব্রাশ টুল এর সাহায্যে অপাচিটি ১০ পার্সেন্ট সিলেক্ট করে ইমেজের অংশটুকু মুছে দিবো। ফলে ইমেজটি ভিজিবল হয়ে যাবে উপরে।

⚽ ধাপ ৫ ⚽

05.1.png

05.2.png
রেক্টাঙ্গুলার টুলের সাহায্যে একটি সেপ তৈরি করব এবং পেন টুল দিয়ে দুই সাইডে দুটি অ্যাংকর পয়েন্ট যুক্ত করবো।

⚽ ধাপ ৬ ⚽

06.1.png

06.2.png
তারপরে ডাইরেক্ট সিলেকশন টুল এর মাধ্যমে এই অ্যাংকর পয়েন্ট দুটিকে দুই দিকে সরিয়ে দিব ।

⚽ ধাপ ৭ ⚽

07.png
এরপর উপরের ডান সাইডে লোগো এবং নিচের বাম সাইডে সোশ্যাল মিডিয়া আইকন বসিয়ে দিব ।

⚽ ডিজাইনিং এর সর্বশেষ ধাপ ⚽

08.png
ব্যানারের ডিজাইন কমপ্লিট হয়ে গিয়েছে। এবার শুধু প্রয়োজনীয় টেক্সট ইনফরমেশন গুলো কে লিখে লিখে দিতে হবে ।


02design-up.png

5968196.png

02design-down.png

ফাইনাল ডিজাইন


0101010.png

ফুটবল ম্যাচের জন্য ডিজাইনকৃত ব্যানার টি আপনাদের আপনাদের কাছে কেমন লেগেছে তা মতামতের মাধ্যমে জানাবেন। আপনাদের মতামত আমাকে উৎসাহিত করে নতুন কাজের প্রতি। আগামীতে আবার দেখা হবে আপনাদের সাথে ইনশাআল্লাহ নতুন কিছু নিয়ে, নতুন কিছুর সাথে। সে পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

0101010.png



45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZtm3HURy4wug6Rz8y8y6urHgoeNpqLzWBZX71ZQU3cWrxUjsnCvK7pardjuDoZhfdbhtdYnzxR7KQVCCbcUXLdTeiC3rQMxRjiWN2eXTHN6TjJcNoSTyF6ap16wMcpHWG1B7ct3gbAnyQRBJFS4kGaYLCJma48K.png


abb logo.png


ডিজিটাল আর্টের জন্য আমি যেসব ইন্সট্রুমেন্ট গুলো ব্যবহার করেছি

0101010.png

MachineRyzen 5 pc
SoftwarePhotopea

0101010.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iQGUnymq1uJBMNnXKiGUKLUMTWNQgnS64xGakPgh5rNEtbM7LsvKjL8dVP3Un7KicuRN8wwHYYe.png



সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকবার জন্য।
@svshuvo



Sort:  

arabesko.ru_13-1.png


ডিজিটাল আর্ট অনেক কঠিন তবে আপনি তা সহজ ও সুন্দর ভাবে করে দেখিয়েছেন। আজকের তৈরি আপনার ডিজিটাল আর্টি অনেক সুন্দর হয়েছে। প্রতিটি স্টেপ অনেক সুন্দর ভাবে বুঝিয়েছেন। সব মিলিয়ে অসাধারণ হয়েছে আপনার পোস্টটি। আপনাকেও ধন্যবাদ ভাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

qara-xett.png

 2 years ago 

ফুটবল মাঠের খুব সুন্দর একটি সিনারি ডিজিটাল প্রস্তুত করেছেন। দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ।সত্যিই আপনার ডিজিটাল আট যতই দেখছি ততই মুগ্ধ হয়ে যাচ্ছি ।শুভেচ্ছা রইল আপনার জন্য

 2 years ago 

ওয়াও খুব সুন্দর একটি ডিজিটাল আর্ট কোরেছেন। আমি আমার কাছে খুবই সুন্দর লেগেছে এটি দেখতে। খেলার মধ্যে ফুটবল খেলা আমার খুবই প্রিয়। এটার একটি ডিজাইন দেখে আমার খুবই ভালো লেগেছে। খুব সুন্দর করে ধাপে ধাপে আপনি উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার তৈরীকৃত ডিজিটাল আর্ট গুলো বেশ ভালই লাগে আমার কাছে। এ ধরনের কাজ গুলো করতে বেশ ধৈর্য্য ও সময় লাগে সেটা আমিও জানি। যেটা আপনি খুব ভালোভাবেই সম্পন্ন করেন।এই আর্ট টিও দারুন ছিলো,প্রত্যেকটি ধাপ অনেক শিক্ষণীয় ছিলো।শুভেচ্ছা রইলো আপনার জন্য।

 2 years ago 

আপনার ব্যানার ডিজাইন সত্যি অসাধারন হয়েছে। খুবই সুন্দর ভাবে বানিয়েছেন। উপস্থাপনা অনেক ভালো ছিলো। প্রতিটা টুল দিয়ে যে কাজ করেছেন তার বর্ননা দিয়েছেন এতে বুঝতে সুবিধা হয়েছে। ভালো লাগে আমার এসব কাজ। আমিও ডিজিটাল আর্ট শিখতেছি।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ভাবে ডিজিটাল আর্ট এর মাধ্যমে ফুটবল ম্যাচের ব্যানার ডিজাই করেছেন। এত সুন্দর ভাবে আমাদের মাঝে শেয়ার করার জন্য । আমার পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা রইল ।

ফুটবল ম্যাচের ব্যানার ডিজাইনটি অনেক সুন্দর লাগছে। এই ধরনের ডিজিটাল আর্ট দেখতে বেশ ভালো লাগে। প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল।

 2 years ago 

ফুটবল আমার সবচেয়ে প্রিয় খেলা। ফুটবল নামটা শুনলেই শিহরণ জেগে উঠে। ফুটবল ম‍্যাচের ব‍্যানারের ডিজিটাল আর্ট টা খুব ভালো হয়েছে। দারুণ তৈরি করেছেন। মনে সত্যি এটা হয়তো কাতার বিশ্বকাপের অফিশিয়াল ব‍্যানার।

 2 years ago 

আপনিতো গ্রাফিক্সের কাজ খুব ভালোমতোই আয়ত্ব করতে পেরেছেন । আপনার তৈরি করা ডিজিটাল আর্ট টি সত্যি দেখতে অনবদ্য ছিল আপনি খুবই চমৎকার ভাবে এটি তৈরি করেছেন। আপনার মধ্যে দেখি অনেক ক্রেয়েটিভিটি রয়েছে যা আপনার পোস্টের মাধ্যমে প্রকাশ পেল‌। ধন্যবাদ আপনাকে এমন সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ডিজিটাল আর্ট অনেক সুন্দর হয়েছে। আপনি খুব সুন্দর ভাবে আর আমাদের মাঝে তুলে ধরেছেন এবং প্রতিটি ধাপ সুন্দরভাবে উপস্থাপন করেছেন সে সাথে আর্ট করার প্রতিটি পদ্ধতি বর্ণনা করেছেন। ফুটবল খেলা আমারও ভালো লাগে তবে বিশ্বকাপের সময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.13
JST 0.029
BTC 56608.36
ETH 2976.28
USDT 1.00
SBD 2.15