নাটকের নেশায় বুঁদ: এক ড্রামা-অ্যাডিক্টের স্বীকারোক্তি
আমার জীবন একদমই একঘেয়ে নয়—দূর-দূরান্তেও নয়। আমার প্রিয় বন্ধু বলে, আমার সাথে কথা বলা নাকি কোনো ধারাবাহিক নাটক দেখার মতো। “তুই একদম ড্রামা-অ্যাডিক্ট,” সে হাসতে হাসতে বলে। আর সত্যি বলতে কি, ও খুব একটা ভুল বলে না।
Image by John Hain from Pixabay
তবে পরিষ্কার করে বলি, আমি ড্রামা তৈরি করছি না; ড্রামা থেকে তৈরি করছি।
আমাদের সমাজ ড্রামাকে বেশিরভাগ সময় “মেয়েলি” কিছু মনে করে। দেখুন না, “ড্রামা কুইন” শব্দটা কত জনপ্রিয়। কিন্তু পুরুষদের জন্য এর সমতুল্য শব্দ কোথায়? “ড্রামা কিং” তো তেমন শোনাই যায় না, অথচ আমরা সবাই জানি কিছু পুরুষও ড্রামার উপরই বাঁচে।
এই লিঙ্গভিত্তিক পক্ষপাত আমাকে বিরক্ত করে। তাই আমি আমার “ড্রামা-অ্যাডিক্ট” টাইটেলটা গর্বের সাথে গ্রহণ করি। এটা সমান, এটা আমার সৃষ্টিশীল জ্বালানী।
আমি বিশৃঙ্খলা খুঁজি না, বা নিজে থেকে তৈরি করি না। আমি কেবল খেয়াল করি।
জীবন প্রতিদিন ছোট ছোট নাটকীয় মুহূর্ত নিয়ে আসে—যদি আপনি খেয়াল করতে জানেন। ধরুন, আজ সকালে কফি শপে এক ওয়েটার, অযাচিতভাবে, একবার এক্সট্যাসি ট্রাই করার গল্প বলতে শুরু করল।
আমি শুধু আমার ক্যাপুচিনোটা পেমেন্ট করতে চেয়েছিলাম। তারপর সোশ্যাল মিডিয়া ক্যাম্পেইন নিয়ে কল চলছিল, হঠাৎ আমার ব