শীতকালীন ফুলের ফটোগ্রাফি || প্রিয় লাজুক খ্যাঁকের জন্য ১০%
আজ - শুক্রবার
হ্যালো বন্ধুরা,
পবিত্র জুম্মা মোবারক! আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে এই পবিত্র দিনে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং সালাম। সকলের সুস্থতা কামনা করে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ফুলের ফটোগ্রাফি পোস্ট।
আশা করি আপনারা আমার আজকের এই সুন্দর ফুলের ফটোগ্রাফি পোস্ট খুব মনোযোগ সহকারে পড়বেন। আর ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের মাঝে তুলে ধরছি তার সুন্দর অনুভূতিগুলো আমাদের মাঝে উপস্থাপন করবেন। কমেন্ট বক্সের মাধ্যমে। তাই চলুন আর বেশি কথা না বাড়িয়ে এখনি প্রধান কার্যক্রম শুরু করে দেওয়া যায়।
'আমার বাংলা ব্লগ' কোয়ালিটি সম্পন্ন পোস্ট |
---|
ফুল সৌন্দর্যের প্রতীক। ফুল ভালোবাসে না এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে আজকে আমি আপনাদের মাঝে যে সমস্ত ফটোগ্রাফি গুলো নিয়ে উপস্থিত হয়েছি, সে সমস্ত ফুলের ফটোগ্রাফির মধ্যে ডালিয়া ফুল অন্যতম। আমার সবচেয়ে প্রিয় একটি ফুল সাদা জবা। তবে ডালিয়া ফুল কিন্তু আমার দৃষ্টিতে কমতি নয়। কারণ প্রত্যেকটা ফুলের মধ্যে রয়েছে অপরূপ সৌন্দর্য। আর নিজ নিজ দৃষ্টিকোণ থেকে তার অপরূপ দৃশ্য। আমাদের বাংলাদেশে বেশ অনেক রকমের ডালিয়া ফুল লক্ষ্য করা যায়। আমরা জানি শীতকালে ডালিয়া ফুল ফুটে থাকে যেহেতু এটা শীতকালীন ফুল। তবে আমি আপনাদের মাঝে যেই ডালিয়া ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করছি সমস্ত ডালিয়া ফুলের মধ্যে আমার এই কালারের ডালিয়া ফুলটা বেশি প্রিয়। এই ডালিয়া ফুলের চেহারাটা দেখতে দুইটা কালার, তাই এই ধরনের ডালিয়া ফুলগুলো যেন সবসময় আমার দৃষ্টি আকর্ষণ করে থাকে। হয়তো অনেক ফটোগ্রাফি করেছি এক এক দিনে কিন্তু তা আজ পর্যন্ত আপনাদের মাঝে উপস্থাপন করার সুযোগ পায়নি। যাইহোক সুযোগসাপেক্ষে আজকে উপস্থাপন করার সুযোগ হয়ে গেল, তাই আপনাদের মাঝে আমার ভালো লাগা ফটোগ্রাফির উপস্থাপন করলাম, তার মধ্যে ডালিয়া আর অন্যতম।
Photography device: Infinix hot 11s
সোর্স
আমরা জানি সপ্তাহের সাতটি দিনের মধ্যে শুক্রবার একটি পবিত্র দিন। অন্যান্য দিনের তুলনায় ইসলাম ধর্মে এই দিনটিকে বেশি মর্যাদা দেওয়া হয়েছে তাই আমি নিজ থেকে উদ্দেশ্য গ্রহণ করেছি এখন থেকে প্রতি শুক্রবারে চেষ্টা করব আপনাদের মাঝে যেকোনো ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করার জন্য। কারণ আমরা জানি জুম্মার দিনে নামাজ পড়তে যাওয়ার সময় সুন্দর ঘ্রানের আতর ব্যবহার করতে হয়। হয়তো ফটোগ্রাফি থেকে আপনাদের মাঝে সুন্দর ঘ্রান না দিতে পারলেও সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি উপস্থাপন করতে পারবো। এটাই যেন নিজের কাছে অন্য রকম একটা ভালো লাগা মনে হচ্ছে। যায়হোক এ পর্যায়ে আপনারা লক্ষ্য করছেন নয়ন তারা ফুল, যাকে আমাদের এলাকায় অনেক মানুষ বোতাম ফুল বলে থাকে। এই ফুল টাও কিন্তু দেখতে মন্দ নয়। প্রথম শুনেছিলাম এই ফুলগুলো বেশিদিন স্থায়ী হয় না,১-২ মাসের মধ্যে গাছ নষ্ট হয়ে যায় কিন্তু যখন আমরা নিজে হাতে রোপন করেছিলাম তখন থেকে বুঝতে পারছি, এই গাছ দীর্ঘদিন বেঁচে থাকে এবং ফুল হতে থাকে। আর এই নয়ন তারা ফুলগুলো বেশ চমৎকার হয়ে থাকে। যখন সারা গাছ ভর্তি ফুটে থাকে দেখতে বেশ ভালো লাগে। মন আকর্ষিত হয় ফটোগ্রাফি করার জন্য,তাই যেন ছুটে যায় ফটোগ্রাফি করার জন্য।
Photography device: Infinix hot 11s
সোর্স
এ পর্যায়ে আপনারা যেই ফুলের ফটোগ্রাফি দেখছেন এই ফুল টা দেখতে বেশ পাছ-ছয় রকমের হয়ে থাকে তবে এর আঞ্চলিক পর্যায়ের নাম আমার জানা নেই। আমি নার্সারি থেকে এই ফুলের বিশেষ একটি নাম জেনেছিলাম যে নামটা আমার তেমন একটা স্মরণে নেই। তাই আমি আপনাদের মাঝ থেকে জানতে চাই এই ফুল আপনাদের স্থানে কি নামে পরিচিত। তবে আমাদের বিদ্যালয়ের ছেলে মেয়েরা এই ফুলকে নিয়ে অনেক সময় হাসাহাসি করে থাকে আর বলে থাকে এটা 'হা করা ফুল' হয়তো কথাটা শোনার পর আমার হাসি চাবে তবে ছোট ছোট ছেলে মেয়েদের তেমন কিছু বলি না শুনতেও ভালো লাগে তাদের মুখে এই সমস্ত কথাগুলো। তবে যাই হোক এই ফুলগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর ছোট ছোট গাছের মাথায় ধরে থাকে লম্বা একটা শিশির চারিপাশ দিয়ে, তাই ফুলটা বেশ আকর্ষণীয়।
Photography device: Infinix hot 11s
সোর্স
আমাদের অঞ্চলে এই ফুল টাকে গেট ফুল বলা হয়ে থাকে। আবার অনেকেই বলে থাকে কাগজ ফুল। আমাদের বাড়িতে এই ফুল গাছ লাগানোর কথা ছিল কিন্তু এই গাছে বড় বড় কাঁটা হয়ে থাকে তাই গাছটি লাগানো হয়নি আজও। এই গাছটা একপ্রকার কাঠ জাতীয় গাছ। তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে এই গাছ সম্পূর্ণটাই ফুলে ভরা থাকে। মাঝে মাঝে মনে হয় যেন গাছের পাতার চেয়ে ফুলের সংখ্যা বেশি। আবার লক্ষ্য করা যায় এই ফুল গাছে যতগুলো পাতা থাকে ঠিক ততটাই মনে হয় কাটা। তবে যাই হোক বাড়ির গেটের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই ফুল সবচেয়ে বেশি উপযোগী।
Photography device: Infinix hot 11s
সোর্স
এই গাঁদা ফুল গুলো চিনি না এমন কোন মানুষ নেই বললেই চলে, যারা ফুল ভালোবাসে তারা অবশ্যই এই ফুলগুলোকে চিনে থাকবে। তবে আমাদের চারিপাশে এই শীতকালীন ফুল বেশি লক্ষ্য করে থাকি বিশেষ কোনো প্রতিষ্ঠান অথবা বাড়ির ছাদ মানান করার জন্য সাজানো হয়ে থাকে। আর সবচেয়ে বেশি লক্ষ্য নিয়ে বিষয় এই ফুলটা বেশিরভাগ টবে লাগানো হয়। তবে আমি যেখান থেকে ফটোগ্রাফি করছি সেখানে কোন টবে লাগানো নয় বরং প্রতিষ্ঠানের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাটিতে লাগানো হয়েছিল। বেশ কয়েক রকমের মীনকা গাঁদা ফুল রয়েছে এখানে। আশা করি এই ফুলের ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে বেশ ভালো লেগেছে।
Photography device: Infinix hot 11s
সোর্স
আমরা জানি অনেক প্রকার গাঁদা ফুল হয়ে থাকে। গ্রামগঞ্জে বিভিন্ন স্থানে লক্ষ্য করা যায় গাঁদা ফুল। তার মধ্যে এমন একটি গাঁদা ফুল লক্ষণীয় যেটাই একটু ভিন্ন টাইপের ফুল হয়ে থাকে এবং ফুল খুব কম ধরে থাকে। ঠিক সে জাতীয় ফুলের মধ্যে এটা হচ্ছে বেশি ফুল ধরা দেশি গাঁদা ফুল। আমি বেশিরভাগ এই ফুল লক্ষ্য করে থাকে আমাদের ছোট চাচার বাড়ির ছাদে বা বাড়ির আঙিনার আশপাশে। তবে এই ফুল এবার আমাদের বিদ্যালয়ে লাগানো হয়েছিল এবং অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এমনকি এক গাছে দুই কালারের ফুল হয়েছিল যা সকলের মন আকর্ষণ করেছিল। তবে যাই হোক এটা রক্ত গাধা ফুলের জাত। যা দূর থেকে দেখতে বেশ সুন্দর লাগে এবং গাছ অনেক ঝাকড়া হয়। আর সারা গাছ জুড়ে এই ফুল ধরে থাকে। আর সবচেয়ে বেশি ভালো লাগে এই ফুল নষ্ট হয়ে যাওয়ার মুহূর্তে অনেক বীজ হয়, যা দিয়ে আবারও নতুন গাছ তৈরি করা সম্ভব।
Photography device: Infinix hot 11s
সোর্স
💌আমার পরিচয়💌
আমি মোঃ নাজিদুল ইসলাম (সুমন)। বাংলা মাস্টার্স ফার্স্ট ক্লাস মেহেরপুর গভমেন্ট কলেজ। আমার বাসা গাংনী-মেহেরপুর। মড়কা বাজার, গাংনী,মেহেরপুর এ গ্রীনরেইন ল্যাবরেটরি স্কুল নামক ক্যাডেট মুখি স্কুলের সহকারি ইংরেজি শিক্ষক। ইলেকট্রনিক্সের যন্ত্রপাতি মেরামত ও সৌর প্যানেল নিয়ে রিসার্চ করতে পছন্দ করি। ফুলের ফটোগ্রাফি করা আমার সবচেয়ে বড় ভালোলাগা। দীর্ঘদিনের আমি পুকুর পাড়ে সবজি চাষ সহ পাঙ্গাস মাছ চাষী এবং বিরহের কবিতা লেখতে খুবই ভালোবাসি। |
---|
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
💖💞💞💖
আমার পরিচিতি | বিশেষ তথ্য |
---|---|
আমার নাম | sumon |
ফটোগ্রাফি ডিভাইস | মোবাইল |
ব্লগিং মোবাইল | Infinix hot 11s |
ক্যামেরা | camera-50mp |
আমার বাসা | মেহেরপুর |
আমার বয়স | ২৭ বছর |
পেশা | শিক্ষকতা |
ভালোলাগা | আমার বাংলা ব্লগ' এ ব্লগিং করা |
পুনরায় কথা হবে পরবর্তী কোন ফুলের পোস্ট, ততক্ষণ ভালো থাকুন সকলে। আল্লাহ হাফেজ। |
---|
সাদা জবা কারো প্রিয় ভুল হতে পারে এটা জানা ছিল না। যাইহোক একেক জনের পছন্দ এক এক রকম। খুবই সুন্দর ছিল আপনার শেয়ার করা আজকের প্রত্যেকটা ফুলের ফটোগ্রাফি। যদিও ফুলগুলোর সাথে আমি অতি পরিচিত। তবে আপনার মাধ্যমে দেখতে পেয়ে আরো বেশি ভালো লাগছে।
সাদা জব আমি সবচেয়ে বেশি পছন্দ করি ভাই
যেহেতু শীতকাল শেষ হয়ে বসন্তকাল শুরু হয়ে গেছে। আর বসন্তের আগমনে সব চারিদিকে সজীব হয়ে উঠেছে। আপনি শীতকালীন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে খুবই ভালো লাগলো। আসলে ফুল সৌন্দর্যের প্রতিক। ফুল যেমনই হোক না কেন দেখতে তা খুবই ভালো লাগে। শেয়ার করা ফুলের মধ্যে গাঁদা ফুলটি আমার কাছে সবথেকে ভালো লেগেছে। আপনার জন্য শুভকামনা রইল।
এত সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই
খুবি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন, এই ফটোগ্রাফি গুলো দেখে খুবি ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।
অসংখ্য ধন্যবাদ ভাই
ফুলের সৌন্দর্য গুলো সত্যি মুগ্ধ করেছে। দারুন ফটোগ্রাফি করেছেন ভাইয়া। বিশেষ করে নয়নতারা ফুলের ফটোগ্রাফি টা সবচেয়ে বেশি ভালো লেগেছে ভাইয়া। এমন সুন্দর ফটোগ্রাফি পর্ব শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
ছোট ছোট নয়ন তারা গাছ লাগিয়েছিলাম আর এখন এত সুন্দর ফুল ফুটছে দেখতে ভালো লাগে
ভাইয়া আপনার প্রতিটা ফটোগ্রাফি দেখতে খুব সুন্দর হয়েছে। সত্যি ফুল পছন্দ করে না এমন মানুষ খুবই কম পাওয়া যায়। প্রতি সপ্তাহে শুক্রবার ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন। আপনার প্রতিটা ফটোগ্রাফি আমার কাছে খুব ভালো লাগছে। এতো সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এমন সুন্দর গঠনমূলক মন্তব্য করার জন্য
ভাইয়া এখন শীতকাল শেষ আর বসন্ত কাল শুরু হয়ে গিয়েছে তাই বসন্তকালীন ফুল নিয়ে আসেন। যাই হোক আপনার শীত কালীন প্রতিটা ফুল দেখতে খুবই সুন্দর। আমার কাছে সবগুলো ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে। ফুল সবারই পছন্দ। ফুল গাছে দেখতেই বেশি ভালো লাগে। শীতকালের গাঁদা ফুল দিয়ে খুবই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি শেয়ার করার জন্য।
আপনার মন্তব্য পড়ে আমার ভীষণ ভালো লেগেছে
খুবই চমৎকার কিছু শীতকালীন ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে খুবই ভালো লাগলো। প্রতিটি ফটোগ্রাফির পাশাপাশি সুন্দর বর্ণনা করেছেন আপনার বর্ণনা এত চমৎকার লেগেছে যে বলে বোঝাতে পারবো না বিশেষ করে গেট ফুলের ফটোগ্রাফি গুলো অসাধারণ লেগেছে আমার কাছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ফটোগ্রাফি পোস্ট শেয়ার করার জন্য।
গেট ফুলের ফটোগ্রাফি তো আমার কাছে দারুন লেগেছে
শীতকাল শেষ হয় এখন বসন্তকাল আসলো। এই কারণে চারিদিকে সবুজ এবং বিভিন্ন ধরনের ফুল দেখা যায়। তবে আপনার প্রত্যেকটা ফুল এর ফটোগ্রাফি আমার কাছে অনেক ভালো লাগলো। বিশেষ করে এই সময় ফুল গুলোর গন্ধ এত বেশি ভালো লাগে। এবং ফুলগুলো দেখত অনেক চমৎকার লাগে। অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে ফুলগুলো আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করার জন্য।
একদম ঠিক কথা বলেছেন আপু।
আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুব সুন্দর হয়েছে ভাই।
ফটোগ্রাফি গুলো দেখেই বুঝা যাচ্ছে, আপনার ফটোগ্রাফির দক্ষতা বেশ ভালো। প্রতিটি ফটোগ্রাফি খুব সুন্দর হয়েছে। তবে ডালিয়া ফুলের ফটোগ্রাফি এবং কাগজ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই।
ফুল আমরা সবাই অনেক বেশি ভালোবাসি। শীতকালে ফুলের সমারোহ দেখা যায়। শীতকালে একসাথে অনেক ফুল ফুটে থাকতে দেখতে অনেক ভালো লাগে। এই বছর শীতকালে অনেক ফুলের ফটোগ্রাফি করে আমি অলরেডি শেয়ার করেছি। ফুলের ফটোগ্রাফি করতেও অনেক ভালো লাগে আমার। আপনার শেয়ার করা শীতকালীন ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাই। বেশ সুন্দর করে ফটোগ্রাফি গুলো আপনি করেছেন। আজকের পোস্টের মাধ্যমে এটা জানতে পারলাম সাদা জবা ফুল আপনার সব থেকে বেশি প্রিয় একটি ফুল। আমাদের বাড়ির ছাদ বাগানে বেশ কয়েকটি সাদা জবা ফুলের গাছ রয়েছে। আজকে শেয়ার করা সব ফটোগ্রাফি গুলোর মধ্যে বিশেষ করে ডালিয়া ফুলের ফটোগ্রাফি আমার সবথেকে বেশি ভালো লাগছে।
সাবলীল ভাষায় মন্তব্য পেয়ে খুশি হলাম।