You are viewing a single comment's thread from:
RE: জেনারেল রাইটিং :- অন্যের ভালো দিকগুলো খুঁজতে গেলেই নিজের সেরাটা বের করে আনা যায়।
আসলে আপু একটা বিষয় রয়েছে। মানুষ যখন ভালো মানুষের সঙ্গ নাই তখন ভালো কিছু শেখে। আবার যখন খারাপ মানুষের সম্মান হয় তখন খারাপ হয়ে আসক্ত হয়। তবে ভালো মানুষের দিকগুলো বিবেচনা করতে গেলে নিজের মধ্যে ভালো লাগার সৃষ্টি হয় আর ভালোর দিকে পরিচালনা করা যায় নিজেকে। যাই হোক আপনার সুন্দর এই লেখাগুলো কিন্তু একদম বাস্তব আর বাস্তবতাকে ঘিরে। দারুন লিখেছেন আপনি।