অনেক সুন্দর একটা বিষয় নিয়ে আপনি লেখালেখি করেছেন। আমি সর্বদা যৌথ পরিবারের সাপোর্ট করে থাকি। কারণ যৌথ পরিবার থাকলে সেই পরিবারের ছেলে-মেয়েদের শাসন তাকে এবং তারা সঠিক পথে পরিচালিত হয়। এছাড়াও ঝগড়া ঝাটি যায় হোক না কেন সবার মধ্যে এক প্রকার শান্তি থাকে যেটা একক পরিবারে হয়ে যাওয়ার কারণে কমে যায়। যত একক পরিবার সৃষ্টি হবে তত খারাপের প্রবণতা সৃষ্টি হবে। আপনি সুন্দর একটা বিষয় নিয়ে লিখেছেন। আমিও যত পরিবার নিয়ে লেখার লিস্ট করে রেখেছি। জেনারেল রাইটিং লেখার জন্য সুন্দর একটি লিস্ট রেখেছি তার মধ্যে এই বিষয়টাও রয়েছে। যাইহোক তার পূর্বে আপনার লিখতে দেখে বেশ ভালো লাগলো।