কথায় আছে বিপদ যখন আসে চারিদিক থেকে আসে, আর এই মুহূর্তগুলো বেশ বিরক্তিকর হয়ে থাকায়। একদিকে ট্রাফিক জ্যাম আরেক দিকে গাছ পড়ার কারণে জ্যাম সৃষ্টি হওয়া। আবার ট্রেন ধরতে না পারা। তার মাঝখানে যদি দৌড়ে গিয়ে হাপিয়ে যাওয়া হয় তাহলে কেমনটা লাগে। আপনার অনুভূতিটা কিছুটা হলেও অনুভব করতে পারছি।
জি ভাই যেদিন ভাগ্য খারাপ থাকে, সেদিন সবকিছুর মধ্যেই প্রবলেম হয়।