বেশ কিছুদিন আগে জাম্বুরা মাখা খেয়েছিলাম। অনেক অনেক ভালো লাগে এই টক ভিটামিন সি জাতীয় ফলটা। অবশ্য আমাদের বাড়িতে দুইটা চারা গাছ রয়েছে। যদি ফল ধরতো তাহলে বেশ ভালই লাগতো। তবে অপেক্ষায় রয়েছি হয়তো শুরু হবে কোন বছরে ফল ধরা।
বেশ কিছুদিন আগে জাম্বুরা মাখা খেয়েছিলাম। অনেক অনেক ভালো লাগে এই টক ভিটামিন সি জাতীয় ফলটা। অবশ্য আমাদের বাড়িতে দুইটা চারা গাছ রয়েছে। যদি ফল ধরতো তাহলে বেশ ভালই লাগতো। তবে অপেক্ষায় রয়েছি হয়তো শুরু হবে কোন বছরে ফল ধরা।
গাছ যখন আছে ফল তো হবেই কোন না কোন একদিন।ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।