এই ঠান্ডার জন্য বাঁচার সবচেয়ে বড় উপায় কানে তুলা দিয়ে ঘুমানো! পাশে কম্বল বা কাথা রাখা। ফ্যান যতই চলুক না কেন রাত্রে ঘুমের ঘরে যদি ঠান্ডা অনুভব হয় গায়ের উপর ঘুমের মধ্যে কাঁথা দিয়ে ফেলা হয়ে যায়। তাই তখন আর ঠান্ডা লাগে না। এখন ঠান্ডা যেহেতু লেগেই গেছে বুঝো ঠ্যালা! সিনামিন আর নাপা এক্সট্রা খেলেই আশা করি ঠিক হয়ে যাবে।
ধন্যবাদ সুমন ভাই আপনাকেই এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য।