অবশ্য ঠিক কথা বলেছেন ফেব্রুয়ারি মাস মানেই ভালোবাসার একটি অন্যতম মাস, যেখানে ৭ তারিখ রোজ ডে, ১৪ তারিখ ভালোবাসা দিবস। আর সব মিলিয়ে কিন্তু ফাল্গুনের এক টানটান উত্তেজনা। ভালোবাসা দিবসের মধ্য দিয়ে আমরা ফিরে পাব ফাল্গুনের সেই শীতল হাওয়া। আর দক্ষিণা বাতাস কোকিলের সুমধুর কন্ঠ। বেশ ভালো লাগলো সুন্দরভাবে আপনি আর্ট করেছেন দেখে। বেশ চমৎকার হয়েছে গোলাপের আর্ট, আর এই ভালোবাসা বিনিময় চিত্র।
ধন্যবাদ ভাইয়া এত সুন্দর মন্তব্য করার জন্য।