অনেক সুন্দর একটি ছাতা আপনি দারাজ থেকে কিনেছেন ভাই। বেশ ভালো লাগলো আপনার এই সুন্দর সাতাটি দেখতে পেরে। আসলে আমিও এর আগে দারাজ থেকে অর্ডার করে বেশ কিছু জিনিস পেয়েছিলাম। অনেকেই বলে থাকে দারাজ থেকে ভালো পূর্ণ আসে না কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি না আমি যা অর্ডার করেছি তাই ভালো কিছু দিয়েছে।
হুম। রিভিউ দেখে কিনেছিলাম। তাই ভালো পেয়েছি। মানুষ খেয়াল করে কিনে না ভাই। তাই ঠকে যায়। পণ্যে সমস্যা হলে সহজেই তা রিটার্ন করার ব্যবস্থা আছে।