আসলে আপু এ জাতীয় ঘটনা পূর্বে বেশি ঘটতো এখন খুবই কম। আমি শুনেছি আগে আমাদের এখানে জিন অথবা পরীর সমস্যাটা একটু বেশি ছিল। যাইহোক আমাদের এই এলাকায় ইদানিং এগুলো আর তেমন একটা শোনা যায় না তার পরেও মাঝেমধ্যে কানে আসে। মেয়ের সমস্যার বিষয়টা আমাদের মাঝে তুলে ধরতে গিয়ে অনেক কিছুই উপস্থাপন করেছেন। আর এখন অনেক হুজুরেরা এটা ব্যবসা আকারে চালিয়ে যায়।