ঢাকা সাভার বিশ-মাইল ভ্রমণ

in আমার বাংলা ব্লগ5 days ago


আসসালামু আলাইকুম




হাই বন্ধুরা!

কেমন আছেন সবাই? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাই-বোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। ভ্রমণ করতে কার না ভালো লাগে। তাই সুযোগ পেলে আমারও ভ্রমণ করতে যেতে ইচ্ছে জাগে দেশের যে কোন প্রান্তে। ঠিক তেমনি ভ্রমণ কাহিনী আজকে আপনাদের মাঝে উপস্থাপন করব।

IMG_20240520_140619_748.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ফটোগ্রাফি সমূহ:


আমরা সকলে ভ্রমণ করতে অনেক পছন্দ করি। আর নতুন স্থান হলে সেই জায়গায় ঘুরতে বেশি ভালো লাগে। যদি নতুন কোন স্থানে যাই, কিছুদিনের জন্য যদি অবস্থান করা যায় তাহলে অবশ্যই মন চাই বারবার বাইরের দিকে যায় এবং অজানা স্থানগুলো দেখতে থাকি,অজানা স্থান সম্পর্কে ধারণা পেতে থাকি। ঠিক তেমনি আমার ক্ষেত্রে হয়েছিল। আমি যখন ঢাকা সাভার জাহাঙ্গীরনগর এলাকায় অবস্থান করেছিলাম। বিকেলে সুযোগ পেলেই বাইরের পরিবেশে ঘুরতে যেতাম। এছাড়াও সকাল বেলায় বিশেষ বিশেষ প্রয়োজনে বাইরের পরিবেশে ঘুরতে গিয়ে ফটো ধারণ করতাম। ঠিক তেমনি ভালো লাগার একটি স্থান হয়ে গেছিল জাহাঙ্গীরনগর এরিয়ার বিশ-মাইল এলাকা। এমন কিছু জায়গা রয়েছে যেখানে বের হতে মন চায় না, আবার এমন কিছু জায়গা রয়েছে ভালো লাগার স্থান হয়ে গেলে; যখন বের হওয়ার প্রয়োজন তার আগে যেন বের হয়ে যাওয়া যায়। ঠিক তেমনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এই প্রান্তটা আমার কাছে অনেক ভালোলাগার স্থান হয়ে দাঁড়িয়েছিল।

IMG_20240520_135845_989.jpg

IMG_20240520_135948_355.jpg

IMG_20240520_140132_094.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


মায়ের ঔষধ কিনার জন্য হোক বা ফল কেনার জন্য অথবা বাজার করার জন্য,যেন পান ধোয়া বাজারে আসলে, আরো কিছুটা পথ এগিয়ে বিশ মাইলে চলে আসতাম। তাই আমার কাছে পানধোয়া বাজার টা বেশ ভালোলাগার হয়ে উঠেছিল। মাঝে মধ্যে গাড়িতে চড়ে চলাচল করেছি আবার অনেক সময় দেখা যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় কোন কিছু কেনার জন্য যেতে হলে অনেক সময় পায়ে হেঁটেও চলেছি। আর ঠিক এই মুহূর্তে সেই জায়গার সৌন্দর্য দুচোখ ভরে উপলব্ধি করতে পেরেছি। বিশেষ করে ভালো লাগার ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এবং সেনানিবাস এর মধ্যবর্তী রাঙ্গামাটি প্লেগ্রাউন্ড স্থান। এই স্থানে সন্ধ্যাকালীন সময়ে এসে বসেছি, এছাড়াও চলতে ফিরতে পথে এই জায়গায় এসে বসেছি অনেকবার। এখানে সুন্দর একটি স্তম্ভ রয়েছে। তারই এপাশে ওপাশে বেশ বড় বড় দুইটা বিল্ডিং নির্মাণ হচ্ছে দেখলাম। এছাড়াও আরো সামনে এগিয়ে গেলে রয়েছে সুন্দর একটি মসজিদ। মসজিদের পাঁচিলা টা বেশি দারুণভাবে সাজানো। গুগল ম্যাপ থেকে দেখতে আরো ভালো লাগে।

IMG_20240520_140155_989.jpg

IMG_20240520_140242_487.jpg

IMG_20240520_140518_319.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


ঠিক এভাবেই যেন এসে উপস্থিত হলাম বিশ মাইল ফ্লাইওভারের পাশে। যেখানে অন্যান্য মুদির দোকান থেকে শুরু করে বিভিন্ন ফলের দোকান গড়ে উঠেছে। আমি যে সময় উপস্থিত হয়েছিলাম তখন বাজারে পাকা পাকা বিভিন্ন প্রকার আম পাওয়া যেত। এছাড়াও সারা বছরের যে সমস্ত ফলগুলো বিক্রয় হয়ে থাকে বাজারে সমস্ত ফলেই সেখানে ছিল। এছাড়াও ছিল আমাদের সকলের প্রিয় ফল লিচু। তবে লিচু কেনার সময় একটা বিষয় আমি খেয়াল করেছিলাম আমাদের গাংনীতে লিচু যখন আড়াইশো টাকা পোন ছিল। সেই মুহূর্তে ঢাকা শহরে এসে দেখেছিলাম সাড়ে 500 টাকা শ বা ১০০ পিস। ফ্লাইওভারের আরেক পাশে আমি লক্ষ্য করে দেখেছি প্রত্যেকদিন কয়েকজন আখের রস বিক্রেতা আখ মাড়াই করে রস বিক্রি করছেন। প্রচন্ড গরমের মুহূর্তে আখের রস খেতে ভালো না লাগলেও যখন হালকা শীতল অনুভূতি আসে সন্ধ্যাকালীন মুহূর্তে তখন বেশ ভালো লাগে।

IMG_20240520_140431_631.jpg

IMG_20240520_140736_647.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


আর এভাবেই বিশ মাইলের বিভিন্ন স্থান ভ্রমণ করা ফল বিক্রেতার কাছ থেকে ফল কেনা, ঔষধ এর দোকান থেকে ঔষধ কিনা। মাঝেমধ্যে প্রচন্ড গরমের মুহূর্তে নিজেকে একটু শীতল করতে ফ্লাইওভারের উপর এসে দাঁড়ানো। রাস্তা দিয়ে বিভিন্ন গাড়ি চলাচল দেখা যেন অন্যরকম ভালোলাগার মুহূর্ত হয়ে উঠেছিল। আর এই দিনটা আমার কাছে বেশি স্মরণীয় হয়েছিল এই দিনটা প্রথম আমি ঢাকা সাভার অতিক্রম করে ঢাকা ধানমন্ডি ৩২ এ গিয়েছিলাম। আর এভাবেই ঢাকা জাহাঙ্গীরনগরের বেশ কিছু এরিয়া ভ্রমণ করেছি আমি। চেষ্টা করব প্রত্যেক ভ্রমণ বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরার।

IMG_20240520_140629298_BURST0005.jpg

IMG_20240520_140549_494.jpg

photography device:
Infinix Hot 11s

What3words Location


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif

পোস্ট বিবরণ


ব্লগারsumon09
ডিভাইসInfinix Hot 11s
লোকেশনWhat3words
ক্যামেরা50mp
দেশবাংলাদেশ


পুনরায় কথা হবে পরবর্তী কোন ভ্রমণ বিষয়ক পোস্টে, ততক্ষণ ভালো থাকবেন সবাই। সকলের জন্য শুভকামনা রইল,আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.20
TRX 0.19
JST 0.034
BTC 89752.15
ETH 3297.99
USDT 1.00
SBD 3.02