স্বরচিত বিরহ অনুভূতিমূলক কবিতা || তুই বিহনে একা এমন

in আমার বাংলা ব্লগ3 months ago (edited)


আজ - বুধবার

১১ আষাঢ়, ১৪৩১ বঙ্গাব্দ
২৬ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ




আসসালামু আলাইকুম


IMG_20240501_082308_115.jpg

Photography device: Infinix hot 11s




হ্যালো বন্ধুরা,
আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানীতে ও রহমতে অনেক অনেক ভাল রয়েছেন এবং সুস্থ আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল ভাই বোন বন্ধুদের আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম ও অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি পোস্ট। আমার আজকের পোষ্টের বিষয় কবিতা। পূর্ব দিনের ন্যায় আজকেও আমি আপনাদের মাঝে কবিতা নিয়ে উপস্থিত হয়েছি।

কবিতা

নাম: তুই বিহনে একা এমন

রচয়িতা:
নাজিদুল ইসলাম (সুমন)


গোধূলি লগন শেষে

এসে পড়েছে সন্ধ্যার শুকতারা।

হয়তো জ্বলে উঠেছে
তোমার রুমের সেই সবুজ বাতিটা।

জানিনা কি ভাবছো
আনমনে একা বসে যদিও আমায় ছাড়া।

হয়তো সুখের প্রহর
তোমায় ঘিরে করে রেখেছে পাগল পারা।

আমি আর নেই তোমার পাশে
রয়েছি কোথাও দূরে আকাশের নিচে একেলা।

মন মরা এ মনটা আমার
তোমায় ভেবে ভেবে হয়ে ওঠে দিশাহারা।

শ্রাবনের বারিধারার মতো
দু নয়নে বৃষ্টি নামে অঝোর ধারায়।

যখনই ভাবি আমি তোমার স্মৃতিগুলো
পাহাড় ভাঙার মতো এক বুক যন্ত্রনা দেয় সাড়া।

তবুও আমি একেলা
ঘন আধার কালো আকাশের নিচে মনে নিরাশা

তবুও সেই আশাগুলো আজ মনে ভেসে আসে
স্মৃতি হয়ে ধরা দাও এখনো মনের নীল আকাশে।

তোমার সেই নীল আকাশ আজ মেঘাচ্ছন্ন
বৈরী হওয়া বয়ে চলে শুধু তোমারই অবহেলার জন্য।

তবুও বলবো তুমি ধন্য
আমার সাথে প্রতারণা করে মিছে মায়া বাড়ানোর জন্য।




সমা
প্ত


বিশেষ্য মন্তব্য

কিছু ভালো লাগার মুহূর্ত মনের মধ্যে ভেসে আসে, যখন সে ভালোলাগার মুহূর্তের মানুষটা পাশে না থাকে। কিছু কিছু অনুভূতি এখনো আগের মতো রয়ে যায়, পূর্বে একসাথে ভালোবাসার মানুষ যেভাবে সময় পার করতো এখনো মনে হয় যেন সেভাবে সময় পার হচ্ছে সবার মাঝে। কিন্তু কবে কখন যেন সেই প্রিয় মানুষের সাথে আর পূর্বের মতো সম্পর্কটা নেই। তাই বারবার স্মৃতি মনের মধ্যে এসে জমা হয়। মনে হয় এখনো আগের মত শেষ এভাবেই চলছে একসাথে যেভাবে চলতো। তবে কেন সেই চলার পথে বাধা সৃষ্টি করে আজ দূরে সরে গেল মন থেকে। এমন আর্তনাদের অনুভূতিগুলোই যেন বারবার মনকে কাদায়। কাঁদিয়ে তোলে মনের নীল আকাশকে। যেখানে স্বপ্নগুলো ডানা মেলে উড়ে বেড়াতো। আজ স্বপ্নগুলো আর পাখির মত ডানা মেলে না। যেন এক মরীচিকার আঁধারে ঢাকা আকাশে পরিণত হয়েছে মনের গগন।


received_305654148004402.webp
zr7XQBzuvvkjgjjPxunUtP5k84gxgWc4mR8PqdBj5rx8AtXSSugGPwSy7JKyM3rgX4k3arRVPC2wT66DqiAYg2UuYrHpE94NCJsYEnjKP7Erbg.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 months ago 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার প্রত্যেকটা কবিতা আমার অনেক ভালো লাগে। আজকে কবিতাটি অসাধারণ ছিল। পড়ে অনেক ভালো লেগেছে আমার।

 3 months ago 

ভাইয়া খুব সুন্দর একটি কবিতা লিখেছেন তুই বিহনে একা এমন। আপনার কবিতাটি পড়ে আমার খুব ভালো লেগেছে। আপনার কবিতার প্রতিটি চরণের ভাষাগুলো ছিল অসাধারণ। আসলে আপনারা সবাই সুন্দর সুন্দর কবিতা লিখেন। আমি অবশ্য ভালো কবিতা লিখতে পারিনা। তবে আপনাদের লেখা কবিতা পড়ে আমিও লেখার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এত সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করে নেয়ার জন্য।

 3 months ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। কবিতা পড়তে এবং লিখতে আমার অনেক ভালো লাগে, আপনার লেখা কবিতটু পড়ে অনেক ভালো লাগলো। এমন কবিতা প্রত্যহ আপনার নিকট থেকে আশা করছি।

 3 months ago 

আপনার ভালো লাগলো জেনে অনেক খুশি হলাম।

 3 months ago 

বাহ ভাই আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।তুই বিহনে একা এমন কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের অনুভূতি প্রকাশ করা যায়। আর কিছু কিছু ভালোবাসার মানুষ যখন দূরে চলে যায় তার কিছু স্মৃতি মনে থেকে যায়। তবে আপনার কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। এ ধরনের কবিতাগুলো বারবার পড়তে মন চায়। সুন্দর করে তুই বিহনে একা এমন কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 months ago 

ভালো লেগেছে জেনে খুশি হলাম।

 3 months ago 

গৌধুলির পর সন্ধ্যার শুকতারা নামে হয়তো তোমার ঘরে সবুজ বাতি টা জ্বলছে বেশ দারুন একটি কবিতা লিখেছেন ভাইয়া।কবিতার লাইন গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে।খুবই চমৎকার হয়েছে আপনার লেখা কবিতা টি।ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 3 months ago 

প্রশংসা করার জন্য ধন্যবাদ

Coin Marketplace

STEEM 0.17
TRX 0.15
JST 0.029
BTC 61968.29
ETH 2501.95
USDT 1.00
SBD 2.66