শীত বৃষ্টির দিনে কুষ্টিয়া শহরের ভিডিও

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম





হাই! বন্ধুরা,

আপনারা সবাই কেমন আছেন? আশা করি, সৃষ্টিকর্তার অশেষ রহমতে অনেক অনেক ভালো রয়েছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো রয়েছি। 'আমার বাংলা ব্লগ'এর সকল ভাইবোন বন্ধুদেরকে আমার পক্ষ থেকে সালাম এবং অভিনন্দন জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের নতুন একটি ভিডিও পোস্ট। আজকে আমি আপনাদের মাঝে উপস্থাপন করতে যাচ্ছি কুষ্টিয়া শহরের বিশেষ কিছু অংশের দুইটা ভিডিও। তাই চলুন আর দেরি না করে ভিডিওগুলো দেখি এবং কুষ্টিয়া শহর সম্পর্কে একটু অবগত হয়।

IMG_20240118_140217_1.jpg


ফটো ও ভিডিওগ্রাফি:


সুন্দর একটি শহর কুষ্টিয়া। বিভিন্ন কারণে কুষ্টিয়া শহরে আমার চলাচল। বিশেষ কিছু কেনাকাটা থেকে শুরু করে ডাক্তারের কাছে প্রায় আসা হয় কুষ্টিয়া শহরে। তাই সেই দিক থেকে ধরতে পারেন কুষ্টিয়া শহরের বিশেষ বিশেষ কিছু জায়গা আমার বেশ সুপরিচিত। বেশ কয়েকদিন ধরে আমার আম্মা পুনরায় অসুস্থ। তাই কুষ্টিয়া শহরের সুপরিচিত সেভ ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে এসেছিলাম। এটা কুষ্টিয়া সদর হাসপাতাল থেকে কিছুটা উত্তর-পূর্ব দিকে অবস্থিত। ডাক্তার দেখানোর পর বাড়িতে ফিরতে কুষ্টিয়া চোড় হাঁস মোড়ের কিছু সুন্দর জায়গা আমি এভাবেই ভিডিও ধারণ করেছিলাম। ২০২৪ সালের জানুয়ারি মাসের ১৮-১৯ তারিখ প্রচন্ড শীত এর মধ্যে বৃষ্টি হয়েছিল। দিনটা এতটাই মেঘাচ্ছন্ন ছিল যে ভিডিওগুলো ভালো হয়নি। তবুও এই দিন খুব কষ্ট করে সকাল ভোরে বৃষ্টির মধ্যে পথে বের হয়েছিলাম। তবে বাড়ি ফেরার পথে এই ভিডিও করার মুহূর্তটা বৃষ্টি ছিল না তবে মেঘাচ্ছন্ন। যাই হোক তার মধ্য থেকে চেষ্টা করেছি গাড়িতে বসে ভিডিও গুলো করে আপনাদের মাঝে উপস্থাপন করার।


Video device: Infinix hot 11s
location



আমি প্রথম যখন এই রাস্তা দিয়ে চলাচল করতাম তা আজ থেকে দশ বছর আগে। রাস্তার পরিসর এতটা বড় ছিল না আর পাশাপাশি এত দোকানপাট আর বিল্ডিং ছিল না। এই দশ বছরে কুষ্টিয়া শহরের ব্যাপক পরিবর্তন এসেছে। পরিবর্তন এসেছে গাড়ি ঘোড়া এবং যোগাযোগ ব্যবস্থা। আশা করি এভাবেই সুন্দর এই স্বপ্নের শহর আরো উন্নতির দিকে এগিয়ে যাবে আর এভাবেই সোনার বাংলা গড়ে উঠবে দিনকে দিন। হয়তো কাছের ডিভাইস বেশি ভালো না থাকায় আর শ্যামন সুযোগ না পেয়ে ভিডিও গুলো আপনাদের মনের মত ধারণ করতে পারেনি তারপরেও দেশের এই সুন্দর উন্নতিশীল অবস্থান দেখে নিজের যেন গর্ব হয়। কারণ কুষ্টিয়া শহর উন্নতির মধ্য দিয়ে কিন্তু আমাদের মেহেরপুর শহর উন্নতি হওয়ার সম্ভাবনা বেশি। পাশের এলাকা যত উন্নত হবে তাতে ঘিরে তার নিকটস্থ ছোট এলাকাগুলো আরো উন্নতি হওয়ার সুযোগ পায়। এতে জনজীবনের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টি হতে পারে। যাইহোক বেশ ভালো লাগছিল যখন ভিডিও ধারণ করছিলাম আর আমাকে কিছুটা সুস্থ অবস্থায় বাসায় নিয়ে যাচ্ছিলাম তাই। আপনারা আমার আম্মার জন্য দোয়া করবেন উনি বেশ অসুস্থ আপনাদের দোয়ায় যেন দ্রুত সুস্থ হয়। আর আমিও চেষ্টা করব আপনাদের মাঝে সব সময় একটিভ থাকার জন্য। আশা করি ভিডিও দুইটা ভালো লেগেছে পরবর্তীতে আর কিছু ভিডিও নিয়ে উপস্থিত হব।


Video device: Infinix hot 11s
location

IMG_20240118_140218_1.jpg

IMG_20240118_140606_3.jpg


গুরুত্বপূর্ণ তথ্য
ভিডিও বিষয়কতথ্য
ভিডিও ডিভাইসমোবাইল ফোন
ভিডিও ম্যান@sumon09
Editing appinshot
স্থানসোর্স
বিষয়কুষ্টিয়া শহর


আমার পরিচয়

আমার বাংলা ব্লগের সদস্য,সুমন। থানাঃ গাংনী, গাংনী-মেহেরপুর বাংলাদেশ। দৈনন্দিন জীবনে আমার পথ চলার প্রতিপাদ্য বিষয়: সততা সচেতনতা সাহসিকতা যার মধ্যে ন্যায় নীতি নিহিত।


ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।

received_434859771523295.gif


পুনরায় কথা হবে পরবর্তী কোন পোস্টে, ততক্ষণ ভালো থাকা হয় যেনো। আল্লাহ হাফেজ।

TZjG7hXReeVoAvXt2X6pMxYAb3q65xMju8wryWxKrsghkLbdtHEKTgRBCYd7pi9pJd6nDf4ZPaJpEx3WAqvFVny2ozAtrhFXaDMnAMUAqtLhNESRQveVFZ7XHcED6WEQD48QkCkVTAvNg6.png

Sort:  
 last year 

আসলেই বৃষ্টির দিনে শহর অঞ্চলগুলোতে দুর্ভোগের পরিমাণটা আরো বৃদ্ধি পেয়ে যায়। আর যদি সেটা শীতের মধ্যে বৃষ্টি হয় তাহলে তো আরো বেশি কষ্টের ব্যাপার। এমন সময় চলাচল করা খুবই কঠিন একটা ব্যাপার।

 last year 

সকালবেলায় বের হয়েছিলাম বৃষ্টিতে ভিজতে ভিজতে

 last year 

আসলেই আমাদের কুষ্টিয়া শহর দিন দিন অনেক উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। সেখানে অনেক কিছুই নির্মাণ করা হচ্ছে। শিক্ষা, চিকিৎসা সহ নানা দিক থেকে কুষ্টিয়া শহর অনেক এগিয়ে। আপনার ভিডিওর মাধ্যমে অনেক কিছুই দেখতে পারলাম।

Posted using SteemPro Mobile

 last year 

হ্যাঁ কুষ্টিয়া শহর সকল দিক থেকে বেশ এগিয়ে গেছে ইনশাল্লাহ আরো উন্নতির দিকে এগিয়ে যাবে

 last year 

জ্বি ভাই উন্নতি হলে আমাদেরই উপকার।

 last year 

আসলে আমি কখনো কুষ্টিয়া শহরে প্রবেশ করিনি। তবে আমি ইতোমধ্যে অনেক মানুষের মুখে শুনেছি কুষ্টিয়া শহর , বাংলাদেশের একটি সুন্দর শহর। আজকে আমি আপনার পোস্টের মাধ্যমে কুষ্টিয়া শহরের বেশ অনেক সৌন্দর্য দেখতে পারলাম।আর শীতের মধ্যে শহর টা দেখতে অনেক বেশি ভালো লাগছে।

 last year 

কুষ্টিয়া শহরটা দেশের পপুলার একটি শহর

 last year 

ভাইয়া ২০১৯ সালের দিকে একবার আমার কুষ্টিয়া শহরে যাওয়ার সুযোগ হয়েছিল। খুবই সুন্দর পরিপাটি শহর। কুষ্টিয়ার মানুষের ভাষা খুবই সুন্দর। যদিও আকাশ কুয়াশাছন্ন ছিল। তারপরও আপনার বিডিওটা দারুন হয়েছে। ধন্যবাদ।

 last year 

আমিও কুষ্টিয়া শহরকে বেশি পছন্দ করি ভাই

Coin Marketplace

STEEM 0.16
TRX 0.25
JST 0.034
BTC 94714.59
ETH 2664.33
SBD 0.68